২০১৮ সালের পরিসংখ্যান দেখাচ্ছে যে এক বিলিয়নেরও বেশি মানুষ ফেসবুক গ্রুপের সদস্য। এদের মধ্যে ১০% প্রয়োজনীয় কমিউনিটির, যা ফেসবুকে কারো অভিজ্ঞতার সবচে
২০১৮ সালের পরিসংখ্যান দেখাচ্ছে যে এক বিলিয়নেরও বেশি মানুষ ফেসবুক গ্রুপের সদস্য। এদের মধ্যে ১০% প্রয়োজনীয় কমিউনিটির, যা ফেসবুকে কারো অভিজ্ঞতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। সেই ফেসবুককেই কেন্দ্র করে গড়ে উঠেছে নেত্রকোনা জেলা ভিত্তিক একটি গ্রুপ Netrokona Women And Men Entrepreneurs ( NWE ) । যা কিনা কাজ করছে নেত্রকোনাসহ বিভিন্ন জায়গার উদ্যোক্তাদের স্বপ্ন পূরণের লক্ষে।
Netrokona Women And Men Entrepreneurs ( NWE ) মূলত নেত্রকোনার ঐতিহ্যকে ধরে রাখার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। Netrokona Women And Men Entrepreneurs দ্বারা মানুষ তাদের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন পূরণে একধাপ এগিয়ে যেতে পারবে। NWE এটি একটি সার্বজনীন দেশি পন্য ব্যবসায়ী গ্রুপ। নেত্রকোনার উদ্যােক্তাদের জন্য ছোট একটা প্ল্যাটফর্ম। আজ পর্যন্ত NWE গ্রুপটি তাদের ৭,১০০ একটিভ মেম্বার ক্রস করতে পেরেছে। এখানে এমন অনেকেই আছেন যারা প্রায় এক লক্ষ টাকার পণ্য বিক্রি করেছেন এই গ্রুপের মাধ্যমে। এমনি একজন সদ্য নব লাখপতি উদ্যােক্তা Sadiya Yasmin। চাইলে আপনিও এই গ্রুপের একজন সদস্য হতে পারেন। সদস্য হতে ক্লিক করুন
কেন Netrokona Women And Men Entrepreneurs (NWE) ?
এই গ্রুপটি ২৬ ফেব্রুয়ারি, ২০২০ তারিখে যাত্রা শুরু করলেও বর্তমানে এটি নেত্রকোনার মানুষদের কাছে একটি পরিচিত গ্রুপ। Netrokona Women And Men Entrepreneurs ( NWE ) গ্রুপটির সম্পূর্ণ নাম হলেও বাংলাতে গ্রুপটি এনউই বলে সবচেয়ে বেশি পরিচিত। (এন- নেত্রকোনা , উই- আমরা) টার্গেটেই কাজ করছে গ্রুপের এডমিন ও মডারেটররা ।
নেত্রকোনা জেলা ভিত্তিক NWE গ্রুপ বিজনেস প্ল্যাটফর্ম। নেত্রকোণার উদ্যোক্তাদের স্বপ্ন পূরণের লক্ষে তৈরি করা হয়েছে এই গ্রুপটি । এনউই এর ক্রিয়েটর আরনিকা আলামিন। তিনি অনেক স্বপ্ন নিয়ে নেত্রকোনা উদ্যোগক্তাদের জন্য এই প্ল্যাটফর্ম তৈরি করেছেন। বর্তমান এর সদস্য সংখ্যা প্রায় ৭,১০০। আর এই সাত হাজার লোকদেরর পরিচালনা করার জন্য সব সময় এন উই প্যানেল সর্বোচ্চ সাহায্য সহোযোগিতা করে যাচ্ছে। এনউই প্যানেলের দায়িত্বে আছেন ২ জন এডমিন সহ ৭ জন মডারেটর। তারা সব সময় এন উই এর সদস্যদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এন উই এর উদ্দেশ্য নেত্রকোনা হারিয়ে যাও পুরোনো পন্য গুলো তুলে আনার এবং নেত্রকোনা ঐতিহ্য কে ধরে রাখার। নেত্রকোনা হারিয়ে যাও পন্য গুলো নিয়ে কাজ করার জন্য এন উই প্যানেল উৎসাহিত করছে।
উদ্যোক্তা হওয়ার সুপ্ত মনবাসনা সবার ভেতরেই কম বেশী জাগে। কারন কেউ চায় না অন্য কারও অধীনস্থ্য হিসেবে কাজ করতে। অন্যকারও হুকুম তামিল করতে। কিছু উদ্যোক্তা হওয়ার মত সাহস দেখাতে পারে খুব কম মানুষ। ঝুঁকি নিয়ে সফলতা পায় এমন মানুষও খুব বেশী নয়। নানা প্রতিবন্ধকতায় আটকে যায় উদ্যোগগুলো। মেয়েদের ব্যাপারে ব্যাংক-বীমা-মিডিয়ার আগ্রহ কম। তাছাড়া বড় অংশ অতিক্ষুদ্র উদ্যোক্তা। অনেকেই বাসায় থেকে এ কাজ করেন। আমাদের দেশে চট করে ইকো সিস্টেম দাড়ায় না। ফলে নানা রকম ঝামেলা থাকেই। সফল উদ্যোক্তারা জানেন যে তাদের পক্ষে কী করা সম্ভব এবং কী করা সম্ভব নয়। তাই অন্যরা যখন কাজের ভয়ে না বলেন বা পারবেন না বলে কাজ পাওয়ার সুযোগ হাতছাড়া করেন সফল ব্যক্তিরা তাদের সবকিছু বিবেচনা করেই সুযোগকে হ্যাঁ বলেন। এজন্যই নেত্রকোনার ঐতিহ্যকে ধরে রাখার ও নতুন উদ্যোক্তা তৈরি করার কারিগর হিসাবে কাজ করছে এনউই (NWE)।
এনউই (NWE) এডমিনের দায়িত্বে যারা
এনউই ক্রিয়েটর আরনিকা আল-আমিন উদ্যোগক্তাদের সুবিধার জন্য নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলা গুলোতে প্রতিনিধি নিয়োগ করে দিয়েছেন। এনউই এর হাত ধরে নেত্রকোণার উদ্যোক্তাদের স্বপ্ন পূরণ হচ্ছে। সফল উদ্যােক্তাদের দেখে অনেকে তাদের নিজের উদ্যোগ শুরু করার সাহস পাচ্ছেন। গ্রুপের এডমিন হিসাবে যারা দায়িত্বে আছেন।
আপাতত এই দুজনে মিলে গ্রুপের পরিচালনার দায়িত্তে আছেন। এছাড়াও এনউইতে মডরেটরের দায়িত্বে আছেন অনেকেই।
মডারেটরঃ মাইশা হক অর্পা, সাদিয়া ইয়াসমিন, আফিয়া ইবনাত, রিমঝিম সৃষ্টি, আর্নিকা মল্লিক, নাফিসা আনজিম তূর্ণা, আসিফ আহমেদ কৌশিক।
গ্রুপের প্রতিনিধিঃ মাইশা হক অর্পা (এন উই বারহাট্টা উপজেলা প্রতিনিধি), সাদিয়া ইয়াসমিন ( এন উই মোহনগঞ্জ উপজেলা প্রতিনিধি), আদ্রিফা ( এন উই পূর্বধলা উপজেলা প্রতিনিধি), তামান্না নিগার আর মাহফুজা পিংকি ( এন উই কেন্দুয়া উপজেলা প্রতিনিধি), আর্নিকা মল্লিক আর পূজা রায় টুম্পা( এন উই কলমাকান্দা উপজেলা প্রতিনিধি, সোনিয়া আক্তার ( এন উই খালিয়াজুরী উপজেলা প্রতিনিধি, সোনালি ( এন উই মদন উপজেলা প্রতিনিধি) হিসেবে কাজ করছেন।
COMMENTS