FB Bangla Status in 2022 in order to post on social media, we always need good quality Bangla Facebook Status, Fb Status Bangla, Facebook Status Bangla, Smart Facebook Status, Facebook Status Picture, Facebook Status Picture Download, Bangla Status. So for your convenience, today’s post has been arranged with the best Facebook status 2022. The purpose of writing the best Facebook status 2022 is that these Bengali Facebook statuses are different from the 2021 model.
FB Bangla Status in 2022
Many of us give new Facebook status every day, if this Facebook status gets more likes in Bangla then the popularity on Facebook goes out more, so good Facebook status helps to make you popular even among friends.
If you are looking for the best facebook status bangla in your facebook profile, welcome to this post of best facebook status collection. In this post you will find the best Facebook statuses of 2022.
Best Trouble Facebook Status and Trouble Status Picture in Bengal, Facebook Status Bangla, Bangla Facebook Sad Status, 2022 Best Facebook Romantic Status, Funny Facebook Status, Best Bangla Facebook Status Picture etc.
Those who think that they can share their thoughts with their friends can copy the emotional Facebook status from our website. So go to the bottom of our website to get Facebook status. From there you can copy the Facebook status and post it on Facebook. If you share a good quality beautiful Facebook status, the number of like shares on Facebook is much higher. We always have to share Bangla Facebook status or English Facebook status on Facebook. A smart Facebook status makes your personality more visible in front of Facebook friends.
FB Bangla Status in 2022
Facebook Status
Every human being has more or less emotions. As a human being you also have emotions. You are reading this post with so much attention because you have emotions and you get emotional sometimes. Maybe for some reason you have suffered in the way of life. Maybe he could not achieve this even after working hard for something in life.
ভাগ্য তোমার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য সিদ্ধান্ত নেয় না, কিন্তু তোমার সিদ্ধান্তই তোমাকে ভাগ্য এনে দিতে পারে৷
যার মন পাথরের মত তুমি তাকেই ভালবাস, কারণ তুমি যদি পাথরে একবার ফুল ফুটাতে পার তাহলে সেই ফুল শুধু তোমাকেই সুবাস দেবে।
বোকা মানুষ গুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে। কিন্তু কখনও কাউকে ঠকাতে জানে না।
যদি আপনার কাছে কেউ কিছু বলতে চায়, তবে মনোযোগ দিয়ে তার কথা গুলো শুনুন। কিছু দিতে পারেন বা না পারেন, আপনার আন্তরিকতা তার হৃদয়কে স্পর্শ করবে।
কোনোকিছু আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান মনে হয় দুটি সময়ে। সেটি অর্জন করার পূর্বে এবং হারিয়ে ফেলার পর। এই দুইয়ের মধ্যেবর্তী সময়ে তার মূল্য মাথায় রাখুন। তাকে হারিয়ে ফেলার সম্ভাবনা কমে যাবে।
ভুল ভ্রান্তি দিয়েই মানুষের জীবন। সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনবার কোন মানে হয় না।
সাফল্য সুখের কারন নয় বরং সুখই সাফল্যের চাবিকাঠি। আপনি যাই করুন না কেন, তা যদি মন থেকে ভালোবেসে খুশিমনে করতে পারেন, তবে সাফল্য আসবেই।
অনেক জিনিস অন্যের ভাগে পড়ে যা আমার ভাগে পড়ে না, তাই নিয়ে দুঃখ করে লাভ নেই। কেন না আমার ভাগে যা পড়েছে তা অন্যের ভাগে হয়তো পড়েনি।
পাহাড়ের উপর দারিয়ে আকাশ কে যতটা কাছে মনে হয়, আকাশ ততোটা কাছে নয়, ঠিক তেমনি কোন মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে কখনো ততোটা আপন নয়?
FB Status Bangla
In Bengali, people may search a lot of things on the internet, but in that way they often do not get the desired results. Suppose you search by typing in fb bangla status or if you are funny facebook status or if you are upset then we search on internet to give different types of facebook bangla status like sad facebook status etc.
FB Bangla Status in 2022
যে যেতে চায় তাকে যেতে দাও আটকিয়ে রাখার চেস্টা করো না। আটকালেই সে ভাব্বে যে তাকে তোমার কোন গতি নেই, তুমি অচল। যে তোমার মুল্য বোঝে না তাকে আটকে রাখার কোন দরকার নেই। এভোয়েড করে খুশি থাকো। এভোয়েড করার মাঝেও একটা মজা আছে।
মিথ্যাবাদির শাস্তি এই নয় যে, তাকে কেউ বিশ্বাস করে না। বরং সেই নিজেই কাউকে বিশ্বাস করতে পারে না।
জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম। যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন। তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেইল করাটা স্বাভাবিক।
মিথ্যা বললে তা তোমার মনেই রয়ে যায়। মনকে খোঁচাতে থাকে। সত্য বলার সবচেয়ে বড় সুবিধা হলো তুমি কি বলেছো তা আর তোমার মনে রাখার প্রয়োজনীয়তা নেই।
জীবনে আশা করা, কারো প্রতি আস্থা রাখা ও নিজের ক্ষমতার উপর বিশ্বাস করা থামিও না। কিছু খারাপ স্মৃতির জন্য এই তিনটা থেকে বিরত থাকলে জীবনে সুখ খুঁজে পাওয়া যায় না।
কিছু মানুষ লাইফে আসবে, দুর্বল হবে, দুর্বল করবে। আপনার পৃথিবী থেকে আপনাকে বের করে আনবে এবং সে নিজে আপনার পৃথিবী হবে। তারপর সেই পৃথিবী থেকে আপনাকে বের করে দিবে।
মানুষের স্বভাব হল চোখের মত দুনিয়ার সবার ভুল খারাপ দেখবে শুধু নিজেকেই, নিজের ভুলগুলোকেই দেখতে পায়না।
জীবনের কিছু কথা প্রকাশ করা হয় এমন ভাবে সবাই সেটাকে জোকস মনে করে হাসে। কিন্তু এই জোকসের গভীরতা টের পায়না।
মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। হাসতে গেলেও ভাবতে হয়, কাঁদতে গেলেও ভাবতে হয়।
ভাললাগার মানুষগুলো খুব স্পেশাল থাকে। ঝগড়াঝাঁটিও স্পেশাল। আবার অপছন্দের মানুষের বেলায় সম্পূর্ণ ভিন্ন। মধু দিলেও নিমপাতা মনে হবে।
শ্রেষ্ঠত্ব কোনো দক্ষতা নোই, এটা একটা মনোভাব।
মনে রাখবেন অন্যের দিকে আঙ্গুল তুললে নিজের দিকে তিনটি আঙ্গুল ঘুরে থাকে।
আমি দেখতে সুন্দর নই কিন্তু একবার আমার সাথে মিশে দেখ, আমাকে ভালোবাসতে বাধ্য হবি তুই।
বাইরেটা অনেক পরিপাটি ভিতরটা হচ্ছে ক্ষয় এভাবে চলবে আর কতদিন, ভালো থাকার অভিনয়।
আমি কখনো আমাকে নিয়ে চিন্তা করি না, কারন আমি জানি আমি কোন দিকে যাচ্ছি।
বলার চেয়ে শোনা বেশি গুরুত্বপূর্ণ, কারণ বলার সময় তুমি যেটা জানো সেটাই বলবে, আর শুনলে নতুন কিছু শেখার সুযোগ মিলবে।
ছেলেবেলাটা এখনও যেনো উঁকি মারে, আর কানে কানে বলে, বড়োতো হয়ে গেলি কেমন লাগছে এবার?
চলার পথে কাউকে ছোট মনে করা উচিৎ নয়, কারণ একটা ছোট পোকার কামড়েও একটা বিশাল হাতির মৃত্যু ঘটতে পারে।
মাঝে মাঝে নীরবতা অনেক কিছু বলে দেয়, যেখানে মুখের কথা শেষ হয়ে যায় সেখানে নীরবতা কথা বলে।
কিছু মানুষ আছে যারা নিজের বলতে কিছু জানে না, সারাজীবন শুধু অন্যের জন্য নিজেকে উৎসর্গ করে।
নিজের সুখের জন্য নিজের উপর বেশি দায়িত্ব পোষণ করতে হবে, অপর মানুষের হতে সুখের আশা না করাই উত্তম।
অন্য মানুষকে নিয়ে যতো নেগেটিভ চিন্তা মনে আসবে ততো নিজেকে অসুখী মনে হবে।
অনেক টাকা পয়সা থাকলে ধনী ব্যক্তি হওয়া যায় কিন্তু মন না থাকলে মহান মানুষ হওয়া যায় না।
জীবনকে উপভোগ করার জন্য আনন্দর প্রয়োজন হয়, আর জীবনকে বোঝার জন্য দুঃখের সম্মুখীন হতে হয়।
আমি আপনার মতো হওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমার ব্যক্তিত্ব সেটি পছন্দ করেনি।
সমাজ আবার কিসের! সমাজতো শুধু বিখ্যাত ব্যাক্তিদের নিয়ে সমালোচনা আর গরীব মানুষ দের নিয়ে কুটুক্তি করতে জানে।
অতিরিক্ত ভালোবাসা একদিন কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।
সব নিয়ন্ত্রণকে গুড়িয়ে দাও, দাঁড়িয়ে থাকো সবার থেকে পৃথক ভাবে, নিজের মস্তিষ্কের নয়, শুধু গুরুত্ব দাও নিজের মনকে।
নিজের অন্দর মহলের সুন্দরতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পরিবহন করে নিজেকে সুন্দর করে তুলতে।
ভাই আমাকে নিয়ে বিচার করার আগে নিজেকে আয়নায় একবার অন্তত দেখ, দেখবি নিজেকে নিয়ে বিচার করতে ইচ্ছা করবে।
স্বপ্নগুলো সমুদ্রের ঢেউয়ের মতো। সমুদ্রের ঢেউগুলো কিনারে আসতে আসতেই যেমন বিলীন হয়ে যায়, তেমনি বাস্তবতার সম্মুখীন হওয়ার ঠিক আগ মুহূর্তেই স্বপ্নগুলো তার অস্তিত্ব হারায়।
প্রতিটা মধ্যবিত্ত ব্যাচেলর অঞ্জন দত্তের একটা করে বেলা বোস থাকে যাকে সে মন থেকে চাইলেও কোনদিনই পায়না।
হাজারো ভালোবাসার মাঝে আমার টা হয়তো একটু ফিকে, যদি সময় হয় তাকিও আমার দিকে।
ভাই, ওই মালটা দেখ যাচ্ছে উফ!! কি ফিগার!!! তোর বোন যখন রাস্তায় বের হয় তখন যদি এই কথাটা কেউ বলে? মানুষ নয়, মানসিকতা বদলাও।
আচ্ছা, প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্যটা কি? কাউকে দেখে ভালোলাগা টা হলো প্রেম আর তাকে ভুলতে না পারাটা হলো ভালোবাসা।
প্রকৃত পুরুষতো সে, যে সুযোগ পেলেই নারী শরীর ছুঁয়ে দেখার চেয়ে নারীর সম্ভ্রম রক্ষায় এগিয়ে আসে।
সম্পর্কের বয়েস বাড়ার সাথে সাথে কমতে থাকে কথা, এভাবেই শেষ হয়ে যায় প্রেম! জন্মায় নীরবতা।
অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোন না কোন সময় অসহায়ত্বের শিকার হবে।
গভীর রাত কখনো বর্তমানের কথা বলে না, কিছু ব্যর্থ অতীতকে মনে করিয়ে দেয়!
আমার অনুভূতিতে আঘাত দেওয়ার বিষয়ে চিন্তা করবেন না। আমি আপনাকে প্রতিশ্রুতি দিতে পারি যে আমার আত্মবিশ্বাসের এক আউন্সও আপনার গ্রহণের সাথে জড়িত নয়।
কাউকে আপনার উচ্চাকাঙ্ক্ষা নিরুত্সাহিত করবেন না। সফল হওয়ার জন্য আপনার কোনও ফ্যান ক্লাবের দরকার নেই। আপনার নিজের অনুপ্রেরণা হোন।
আপনার জীবনের সমস্ত নেতিবাচক লোককে কেটে দিন। আপনি যে লোকদের সবচেয়ে বেশি সময় ব্যয় করেন সেগুলি আপনার চিন্তাভাবনার চেয়ে আপনার মনোভাব এবং আপনার চিন্তাকে প্রভাবিত করে।
যে কখনও হার মানায় না তাকে আপনি কখনও মারতে পারবেন না।
প্রতিদিন আপনার দুটি মুখের মেকআপ করতে আপনাকে অবশ্যই অনেক সময় ব্যয় করতে হবে।
সার্ক্যাস একটি শিল্প। যদি এটি বিজ্ঞান হত তবে আমার পিএইচডি থাকত।
একটি সহজ জীবন পেতে প্রার্থনা করবেন না। একটি কঠিন সমস্যা কাটিয়ে উঠার শক্তি পাওয়ার জন্য প্রার্থনা করুন।
আমাকে অবমূল্যায়ন করুন নির্দ্বিধায়। আপনি প্রথম ব্যক্তি হবেন না, আপনি সর্বশেষ হয়ে উঠবেন না। তবে অন্য সকলের মতোই আপনার ভুল হবে।
কিছু লোক মনে করে আমার একটি সংক্ষিপ্ত ফিউজ আছে। না, মূর্খতার জন্য আমার কেবল সীমিত সহনশীলতা আছে। আমি একদিনে কেবল এত মূর্খতা বজায় রাখতে পারি।
ভাগ্য তোমার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য সিদ্ধান্ত নেয় না, কিন্তু তোমার সিদ্ধান্তই তোমাকে ভাগ্য এনে দিতে পারে৷
যদি আপনার কাছে কেউ কিছু বলতে চায়, তবে মনোযোগ দিয়ে তার কথা গুলো শুনুন। কিছু দিতে পারেন বা না পারেন, আপনার আন্তরিকতা তার হৃদয়কে স্পর্শ করবে।
বিপদ যত বড় হোক না কেন, তাকে চিরস্থায়ী মনে করো না ধৈর্য ধরে স্রস্টার কাছে বিপদ থেকে মুক্তির প্রার্থনা করো।
জীবনে আশা করা, কারো প্রতি আস্থা রাখা ও নিজের ক্ষমতার উপর বিশ্বাস করা থামিও না। কিছু খারাপ স্মৃতির জন্য এই তিনটা থেকে বিরত থাকলে জীবনে সুখ খুঁজে পাওয়া যায় না।
তুমিও কি আমার মত একই গানের লাইনে গলা ছেড়ে কাঁদো? তুমিও কি আমার মত ঘুমের ঘোরে স্বপ্ন ভেবে হাত বাড়িয়ে ধরো? তুমিও কি আমার মত তুমিহীন যন্ত্রনাতে মরো??
আপনার প্রিয় মানুষটিকে একটু বুঝার চেষ্টা করুন। দেখবেন পৃথিবীতে প্রিয় মানুষটির চেয়ে সুন্দর আর কিছুই নাই।
ভালবাসার মানুষটির সাথে অভিমান করে থাকাটা দোষের না। কিন্তু তখন খুব কষ্ট লাগে, যখন ভালবাসার মানুষটি অভিমান ভাংগাতে আসে না। একসময় ভুলে যেতে হয় তাকে। আসলে এমন কারো প্রতি এতটাই ইমোশন হওয়া ঠিক না। যার কাছে আপনার ইমোশনের কোন গুরুত্ব নেই। আর ইমোশনাল হয়ে পড়লে অনেক দঃখ পেতে হয়।
বাস্তব জীবন আর উপন্যাসের জীবন কখনই এক না। উপন্যাসের শেষ পাতাটি পাল্টানো যায়, কিন্তু বাস্তব জীবনের কষ্ট ভরা পাতাটি কখনো পাল্টানো যায় না।
জীবন থেকে দিনগুলো খুব দ্রত কেটে যাচ্ছে, আর সময়গুলো কেন যেন কাটছেই না। ঘুম ভাজ্ঞলেই নতুন একটা সকাল, কিন্তু আরেকটা সকালের অপেক্ষায় অনেকক্ষন সময় পার করতে হয়।
পৃথিবীতে আপনার ভাবনার সাথে সকলের ভাবনার মিল থাকা বাঞ্ছনীয় নয়। এটাই চরম সত্য। এটাকে আপনি মেনে নিন এবং যাদের সাথে সাধারণ থেকে সাধারণ বিষয়গুলোতে অমিল থাকে তাদের এড়িয়ে চলুন।
FB Bangla Status
You can take those Islamic Facebook statuses for free at any time. By posting Islamic Facebook statuses on your Facebook account, Muslim brothers and sisters will be able to know about Islamic issues. Maybe this will increase his respect and love for Islam. Therefore, the Islamic Facebook status of a Muslim plays a very important role in following the path of religion. You can easily download all those posts with pictures on our website. If you make Islamic posts with photos on your Facebook account, people will be attracted to your posted photos and people will read your Islamic Facebook status.
প্রত্যেক মানুষের একটা নিজস্ব পৃথিবী রয়েছে, আর সেখানে কেউ সুখী আর কেউ অসুখী।
জীবনে কিছু পেতে হলে উদ্দেশ্যকে পরিবর্তন না করে উপায়টি পরিবর্তন করা প্রয়োজন।
মানুষ রূপের মানুষ গুলো দেখতে ভারী মিষ্টি। মনে মনে লুকিয়ে রাখে অজানা সব সৃষ্টি। হতে পারে সেটি ভালো আবার কখনো খারাপ।
বেশির ভাগ ক্ষেত্রে মানুষের প্রতি মানুষের কদর বারে মৃত্যুর পর।
জীবনে দুই ধরনের ব্যাক্তি অসফল রয়ে যায়। যে শুধু ভাবতে থাকে কিন্তু করে উঠতে পারে না। আর দ্বিতীয়, যে কোনো কাজ হটাৎ করে শুরু করে দেয় ভালো মন্দের বিচার না করে।
বেঁচে থাকার দুটি সঠিক উপায় হলো যেটা তোমার পছন্দ সেটা অর্জন করো, আর দ্বিতীয় যেটা তোমার না সেটাকে বর্জন করো।
অনেকের সাথে নতুন সম্পর্ক তৈরি করা কোনো বড়ো ব্যাপার নয়, এক জনের সাথে পুরানো সম্পর্ককে টিকিয়ে রাখাটাই আসল কথা।
সুন্দর পোষাক আর সুন্দর চেহারায় মানুষের সত্যিকার রূপ প্রকাশ পায় না, এক মাত্র সময় একদিন বলতে পারবে সেই মানুষটা কতোটা সত্য।
সব নিয়ন্ত্রণকে গুড়িয়ে দাও, দাঁড়িয়ে থাকো সবার থেকে পৃথকভাবে, নিজের মস্তিষ্কের নয়, শুধু গুরুত্ব দাও নিজের মনকে।
প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্যটা কি? কাউকে দেখে ভালোলাগা টা হলো প্রেম, আর তাকে ভুলতে না পারাটা হলো ভালোবাসা।
Bengali WhatsApp Status
Are you like Bengali WhatsApp Status? Would you like to update your WhatsApp Status? You have come to the right place. We are going to share the collection of the best Bengali Whatsapp Status with you. By your Whatsapp Status, you can make someone smile or express your feeling & love my thoughts. We are daily updating this collection of Bengali Whatsapp Status. So you can find the best Bangla Whatsapp Status every day.
FB Status Bangla
আমি মনে করি আমার একা সময় নিয়ে আমার চিন্তাভাবনা আছে। তবে দেখা যাচ্ছে যে আপনি ভাবেন তেমন ভাবনা আমার নেই।
একটি সুখী জীবন অবশ্যই অনেকাংশে শান্ত জীবন হতে হবে, কারণ এটি কেবল শান্ত পরিবেশের মধ্যেই সত্যিকারের আনন্দ বেঁচে থাকার সাহস করে।
আপনি যখন এই নির্দিষ্ট কিছু হওয়ার জন্য অপেক্ষা করছেন, আমি আশা করি আপনি জানেন যে এখনও পড়ার মতো বই রয়েছে। এখনও জানার মতো মূল্যবান লোক রয়েছে।
কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়। তাদের ভালোলাগা মন্দলাগা, ব্যথা বেদনা গুলো বলার মত কেউ থাকে না। তাদের কিছু অবাক্ত কথা মনের গভীরেই রয়ে যায়, আর কিছু কিছু স্মৃতি – এক সময় পরিনত হয় দীর্ঘশ্বাসে।
সব মানুষের জীবনেই অপূর্ণতা থাকবে। অতি পরিপূর্ণ যে মানুষ তাকে জিজ্ঞেস করলে সে ও অতি দুঃখের সঙ্গে তার অপূর্ণতার কথা বলবে। অপূর্ণতা থাকে না শুধু বড় বড় সাধক ও মহা পুরুষদের।
কিছু কিছু পুরুষ আছে যারা রূপবতী তরুণীদের অগ্রাহ্য করে একধরনের আনন্দ পায়। সচরাচর এরা নিঃসঙ্গ ধরনের পুরুষ হয়, এবং নারী সঙ্গের জন্যে তীব্র বাসনা বুকে পুষে রাখে।
বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে পড়ে।
ছোট ছোট মুখ জানে না ধরার দুখ, হেসে আসে তোমাদের দ্বারে। নবীণ নয়ন তুলি কৌতুকেতে দুলি দুলি চেয়ে চেয়ে দেখে চারিধারে।
জীবনের রঙ বদলাতে চাও, বদলাও। কিন্তু মনে রেখ জীবন বদলাতে পারবে না।
খুশির খোঁজ করা বন্ধ করে দিয়েছি ,কারণ খুশি খুঁজতে খুঁজতে নিজের বর্তমানকে হারিয়ে ফেলছি দিন দিন।
হাসি সব সময় সুখের অনুভূতি বোঝ যায় না, এটা মাঝে মাঝে এটাও বোঝায়, আপনি কতটা বেদনা লুকাতে পারেন।
যে মানুষটা তোমায় ছেড়ে চলে গেছে বলে তুমি কষ্ট পাচ্ছো, কিছুদিনের জন্য হলেও একটু বেঁচে থেকে দেখে যাও সেই মানুষটাই তোমাকে হারিয়ে একদিন ঠিকই আফসোস করতে থাকবে। চলে গেছে বিধায় আজ তুমি যার কারণে মরে যেতে চাইছো, কিছু মাস কিংবা একটা বছরই অপেক্ষা করে তার কথা পুনরায় ভেবে দেখো, তখন নিজেই বলবে ছিঃ এরকম এমকটা অপদার্থের জন্য একদিন মরে যেতে চেয়েছিলাম!!
নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়।
জানি না কিভাবে তোমার দেখা পাবো? জানিনা কিভাবে তোমাকে কাছে পাবো? জানিনা কতটা আপন ভাবো তুমি আমায়? শুধু জানি এই অবুজ মনটা অনেক মিস করে তোমায়।
আজ নিজে নিজে নীরবে কাঁদছি, যে কান্না হয়তো মরণ হলে শেষ হবে। তবে সত্য বলতে কি জানো আমি তোমাকে আজও ঠিক আগের মতই ভালোবাসি।
কখনো চেনা ভিড়ে হরিয়ে ফেলি নিজেক, কখনো বে রঙিন ব্যাথা কাদে এ বুকে, এলোমেলো ঝড়ে মন ভেঙে পড়ে, হারিয়ে ফেলি পরিচয়।
অতিথি পাখি হয়ে কারো জীবনে যেওনা, হয়তো তুমি তাকে কিছুদিন হাসাবে। কিন্তু তুমি যখন চলে যাবে আপন ঠিকানায়, সে সারা জীবন কাঁদবে শুধু তোমার বেদনায়।
নেই কোন কল্পনা আজ তোমায় নিয়ে, নেই কোন প্রার্থনা আজ তোমায় চেয়ে, নেই কোন কামনা তোমায় সাজিয়ে, নেই কোন প্রেরণা তুমি কোথায় হারিয়ে!
সাঁঝের বেলায় বসে আছি বৃষ্টির অপেক্ষায়। মেঘ করেছে বৃষ্টি হবে এটাই আশা, আর এরই মধ্যে বেঁচে আছে কিছু ভালোবাসা। তাই শুধুই বসে বসে অপেক্ষা করা।
স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো। কারন স্মৃতি মানুষকে কষ্ট দেয়, মানুষকে কাঁদায়।
Bengali Status
Bengali Status is most favorite for Bangladeshi and Kolkata people. We can easily express our feelings and thought by Bangla Status on social media networks. Social media giant, Facebook is currently the best platform, where you can easily get to know more friends, such as boys, ladies and many more others. Bangla status is all about displaying and pouring what’s inside your hearts, such as your expectations and source of happiness.
FB Bangla Status in 2022
আমি মনে করি আমার একা সময় নিয়ে আমার চিন্তাভাবনা আছে। তবে দেখা যাচ্ছে যে আপনি ভাবেন তেমন ভাবনা আমার নেই।
অন্তর্দৃষ্টিটিকে এমন কিছু হিসাবে ভাবেন না, যা নিরাময় করা দরকার। আপনার ফ্রি সময়টি আপনার পছন্দ মতো ব্যয় করুন, আপনি যেভাবে ভাবেন বলে মনে করেন সেভাবে নয়।
একটি সুখী জীবন অবশ্যই অনেকাংশে শান্ত জীবন হতে হবে, কারণ এটি কেবল শান্ত পরিবেশের মধ্যেই সত্যিকারের আনন্দ বেঁচে থাকার সাহস করে।
আপনি যখন এই নির্দিষ্ট কিছু হওয়ার জন্য অপেক্ষা করছেন, আমি আশা করি আপনি জানেন যে এখনও পড়ার মতো বই রয়েছে। এখনও জানার মতো মূল্যবান লোক রয়েছে।
জীবন আপনার উপর এমন কিছু চাপিয়ে দেয় যা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, তবে আপনি কীভাবে এই মাধ্যমে জীবনযাপন করতে পারবেন তা আপনার কাছে।
কোনও এক অচেনা জায়গা ঘোরার যা মজা, তা আর অন্য কোনও কিছু থেকেই মেলে না। তাই নিজেকে চিনতে বেরিয়ে পরুন। বেরিয়ে পরুন কোনও এক অচেনা বাঁকে জীবনকে খুঁজে পেতে।
যত ঘুরবেন, তত বিনয়ী হবেন। মানুষ হিসেবে আরও সমৃদ্ধ হয়ে উঠবেন। তাই ঘোরার সুযোগ ছাড়লে কিন্তু ভুল করবেন।
নতুন নতুন অভিজ্ঞতার সন্ধান তত দিন মিলবে না, যত দিন না অনিশ্চয়তাকে জয় করে অচেনা পথে বেরিয়ে পড়ছেন।
জীবনের শেষ মুহূর্তে এসে কতগুলি প্রোমোশন পেয়েছিলেন কর্মজীবনে, সেকথা কিন্তু মনে পড়বে না। বরং মনে আসবে প্রকৃতির মাঝে কাটানো সেই বিশেষ মুহূর্তগুলির কথা। তাই যখন যেমন সুযোগ মিলবে প্রকৃতির মাঝে সময় কাটান। দেখবেন, এই জীবন তার মানে খুঁজে পাবে।
জীবন বড়ই ছোট। কবে যে শেষ হয়ে যায়, কারও জানা নেই। তাই অকাজ করে সময় নষ্ট করবেন না। বরং সময় পেলেই ঘুরতে বেরিয়ে পরুন। তাতে জীবন আরও মজাদার হয়ে উঠবে।
আমার মা যখন হাসে, তখন আমার খুব ভালো লাগে। কিন্তু যখন মা আমার কারনে হাসে, তখন আরো বেশি ভালো লাগে।
ভালবাসা মাপার জন্য বিজ্ঞানীরা এই পর্যন্ত কোন মাপকাঠি বানাতে পারেনি। যদি পারত তাহলে সেখানে প্রথম স্থানে থাকতো ‘মা’নামের নিঃস্বার্থ মহিলাটি।
পৃথিবীটা অনেক কঠিন, সবাই সবাই কে ছেড়ে যায়, সবাই সবাইকে ভুলে যায়, শুধু একজন যে ছেড়ে যায় না, ভুলেও যায়না। আর সারা জিবন থাকবে। সে মানুষ টি হচ্ছে, আমার মা।
মেয়েদের অভিমান মেয়েরা ভালোবাসার জন্য কারো গলায় ছুড়ি ধরতে পারে না, রাগী গলায় বলতে পারেনা ভালোবাসা দিবি কিনা বল!! মেয়েরা শুধু পারে অভিমান এবং কান্না করতে। তাদের এটাই অস্ত্র, অভিমান আর কান্না! মেয়েরা একটু বেশি ভালবাসার জন্য, একটু বেশি আদর পাবার জন্য অভিমান করে, গাল ফুলিয়ে, মুখ মলিন করে বসে থাকে! অল্প বকা দিলেই কান্নায় চোখ ভাসায়, একটু তোমায় বেশী সময় পাশে পাওয়ার জন্য। অথচ এই নিরীহ অস্ত্রটাকে আমরা বেশির ভাগ ছেলেরাই বলি ঢং, বলি ন্যাকামি। কিন্তু মেয়েদের মোটেও ঢং করে না, বরং অভিমানটুকু দিয়ে তোমার কাছ থেকে একটু বেশি ভালোবাসা চায়!
কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়। তাদের ভালোলাগা মন্দলাগা, ব্যথা বেদনা গুলো বলার মত কেউ থাকে না। তাদের কিছু অবাক্ত কথা মনের গভীরেই রয়ে যায়, আর কিছু কিছু স্মৃতি – এক সময় পরিনত হয় দীর্ঘশ্বাসে।
খুশির খোঁজ করা বন্ধ করে দিয়েছি। কারণ খুশি খুঁজতে খুঁজতে নিজের বর্তমানকে হারিয়ে ফেলছি দিন দিন।
স্বপ্নগুলো সমুদ্রের ঢেউয়ের মতো। সমুদ্রের ঢেউগুলো কিনারে আসতে আসতেই যেমন বিলীন হয়ে যায়, তেমনি বাস্তবতার সম্মুখীন হওয়ার ঠিক আগ মুহূর্তেই স্বপ্নগুলো তার অস্তিত্ব হারায়।
আবেগ যখন আসে বিবেক তখন জানালা দিয়ে পালায়। বিবেক যখন জাগ্রত হয় আবেগও তখন শেষ হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় অধিকাংশ মানুষই বিবেককে জাগ্রত হতে দেয় না। আবেগ মানুষকে কল্পনায় রাখে, বিবেক মানুষকে বাস্তবতায় এনে দাঁড় করিয়ে দেয়!!
চারিপাশের লোকজনের অভিমান আমাকে দারুণভাবে আকর্ষণ করে, অন্যদিকে রাগগুলো করে বিকর্ষণ!!! ঘৃণার শুরু এখানেই!!
মানুষের একটা আশা থাকে পছন্দের একজনকে ভালোবেসে বিয়ে করবে, যাকে সে আগে থেকেই চিনে বা জানে। অর্থাৎ বেশিরভাগ মানুষের স্বপ্ন থাকে ভালোবেসে বিয়ে করা। এতে নাকি বিয়ের পর একে অপরের কাছে সংকোচবোধ হয় না। সবকিছু দু’জনই স্বাভাবিকভাবে গ্রহণ করে নিতে পারে। কিন্তু বাস্তবে অধিকাংশের ক্ষেত্রেই হয় এর উল্টোটা!!
মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালবাসা, যার মধ্যে ভালোবাসা নেই তার কোনো দুর্বলতাও নেই, ভালোবাসার জন্য মানুষ সবকিছু ছেড়ে দেয়। আরসেই ভালোবাসা তার জন্য কাল হয়ে দাড়ায়!!
যখন আমি বলি আমি তোমাকে ভালোবাসি, তখন তা আমি অভ্যাসের বশে বলি না। তখন আমি তোমাকে মনে করিয়ে দিই যে তুমিই আমার জীবন।
জীবন তোমার সুন্দর হবে আমায় ভালবাসলে, অনেক সুখে থাকবে তুমি আমার কাছে থাকলে। রাখবো তোমায় বুকের ভেতর অনেক যত্ন করে, আমার মত কেউ পাবেনা ভালবাসতে তোরে। তোমার ঠোঁটের হাসি আমি হারাতে দিবোনা, তুমি শুধু আমার কথায় একবার বল হ্যাঁ।
যতক্ষণ পর্যন্ত না ভালোবাসায় পাগলামো মেশে, ততক্ষন ভালোবাসা গভীর হয় না।
যখন আমি তোমাকে দেখি তখন আমার হৃদয় থেকে একটা কথা বেরিয়ে এসে চিৎকার করে বলতে চাই, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। I Love You.
যে তোমার,সে তোমারি অন্য কারো হতে পারে না। সে তোমার কাছ অবশ্যই আসবে, তাকে পাওয়ার জন্য তোমার কোন যুদ্ধ করতে হবে না।
কখনো যদি শূন্যতায় সীমা খুঁজে না পাও, আমায় অনুভব করো! পথ হয়ে খুঁজে নিবো তোমায়, যদি কষ্টের বিষাক্ততায় চোখ ভিজে যায় জলে। আমায় ডেকো, জল মুছে দিবো আমি। যদি কখনো নিরাবতার নিস্তব্ধে একাকীত্ব অনুভব করো, তুমি জানিয়ে দিও। সব কিছু বিসর্জন দিয়ে ছুটে আসবো আমি।
এমন কোনো মানুষকে বেছে নাও যে তোমার জন্য শুধু গর্ব অনুভব করবে না, তোমার জন্য জীবনে যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত থাকবে।
দেখেছি তোমার চোখে স্বপ্ন আমার, থাকব বাঁধনে ভালোবাসা। যেখানেই থাকো তুমি থাকব পাশে, মনে রেখো চিরদিন আমি যে তোমার।
ঈশ্বরের কাছে তোমার খুশি চেয়ে নিচ্ছি, প্রার্থনাতে তোমার হাঁসি চেয়ে নিচ্ছি, ভাবছি তোমার কাছে কি চাইব, তোমার কাছে সারা জীবনের জন্য প্রেম চেয়ে নিচ্ছি।
প্রতিটিক্ষন শুধু তোমায় ভাবি, জানি অনেক দুরে আছো। তবু ও এই আশায় থাকি তোমায় কাছে পাবো। ভালোবাসা এমনই, কখনও কাউকে ভুলে থাকা যায় না। সে যতই দুরে থাকুক, হারিয়ে যাওয়া মানেই শেষ হয়ে যাওয়া নয়, হয়তো হারিয়ে গিয়েও সুখ ফিরিয়ে দেওয়া যায়। ভালবেসে গেলেই ভালোবাসা পেতে নেই, সবাইকে ভালোবাসার স্বাদ পেতে নেই।ভালোবাসা মানেই সুখের পরশ নয়। প্রকৃত ভালোবাসা হয়তো বেদনাতেই হয়।
ভালবাসা এক অদ্ভুত অনুভূতি, যখন ছেলেটি বুঝে তখন মেয়েটি বুঝে না। যখন মেয়েটি বুঝে তখন ছেলেটি বুঝে না। আর যখন উভয়ই বুঝে তখন দুনিয়া বোঝে না।
যে তোমাকে সত্যিকারে ভালবাসে সে তোমাকে কখনো ভুলে যাবে না। যদি তোমাকে ভুলে যাবার জন্য একশত কারনও থাকে তাপরও তার থেকে একটা কারন খুজেঁ বের করবে তোমাকে পাবার জন্য।
ভালোবেসে সব কিছু চেয়ে নিও, রেগে গেলে আমার হাঁসি চেয়ে নিও, শুধু একটা কথা কখনও ধোঁকা দিও না, তারপর আমার জীবন চেয়ে নিও।
কোনো জেদ নয়, না কোনো গর্ব, শুধু তোমাকে পাবার ইচ্ছা। ভালোবাসা দোষের হলে, দোষ করেছি আমি, শাস্তি যাই হোক, রাজি আছি আমি।
শেষ বিকেলের আলোতে দেখে তোমাকে হারিয়ে ফেলেছি মন। আধো আলো সাজিতে নিভো নিভো আলোতে ভাবতে পারিনি সিমানা। নেই কোনো ভয় নেই কোনো সংসার এমন খনে বলছি মনে মনে ভালোবাসি তোমায়।
পৃথিবীতে প্রতিটি মানুষের ভালবাসা যদি সত্যিকারের ভালবাসা হত, তাহলে ভালবাসাকে ঘিরে কখনই ইতিহাস সৃষ্টি হত না। কারণ মিথ্যা ভালবাসা কখনো ইতিহাস সৃষ্টি করতে পারে না। হাজারও মিথ্যা ভালবাসার মধ্যে কিছু সত্যিকারের ভালোবাসাই ইতিহাস সৃষ্টি করে।
কখনো কখনো দুর থেকে ভালোবাসার মধ্যে অন্যরকম এক ভালো লাগা কাজ করে। এই ভালোবাসা শুধু মাত্র তারাই বুঝবে, যারা সত্যিকারে কখনো কাউকে ভালোবেসেছে।
যখন তুমি প্রেমে পড়বে তখন আর তোমার ঘুমাতে ইচ্ছে করবে না। কারন তখন তোমার বাস্তব জীবন স্বপ্নের চেয়ে আনন্দময় হবে।
কাউকে ভালোবেসে দূরে ঠেলা তো খুব সহজ, কাউকে দূর থেকে ভালোবাসো, তবে বুজতে পারবে ভালোবাসা কি।
ভেঙ্গে দাও সেই প্রতিজ্ঞা যা তুমি করেছ, কখনও কখনও আমার কথা তো মনে করতে পারো, তোমার কথা না মনে করে থাকতেও পারি না, হৃদয়ে তুমি এমনই জায়গা তৈরী করেছ।
প্রতিটি জিবন একটি সম্পর্কের কাছে দূর্বল থাকে। যেখানে কিছু অবুঝ সরলতা আর কিছু বর্ণিল মুখের ভাষা জিবনকে স্বার্থহীন ভাবে কাঁদায়। যা কেউ দেখে না।
কারো কাছে পাওয়া ভালোবাসা তোমাকে শক্তি দেবে, আর তুমি কাউকে ভালোবাসলে তার কাছ থেকে সাহস পাবে।
কিছু কিছু কথা আছে, যা কাউকে বলা যায়না। কিছু কিছু অনুভূতি আছে, যা কাউকে প্রকাশ করা যায় না। জীবন এ অনেক ব্যাথা আছে, যা শত চেষ্টা করলেও মুছে ফেলা যায়না।
তোমাকে ছাড়া হয়ত বেচে থাকতে পারব, কিন্তু সুখে থাকতে পারবো না। ভেবোনা তাই বলে তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমায় বিরক্ত করব। তুমি যদি আমায় ভুলে সুখে থাক, তাহলে তাতেই আমার সুখ। আমি তোমার সুখের জন্য সব করতে পারবো।
জীবনের কোন এক প্রান্তে যদি কখনো হোচট খাও, আমি তোমার হাত ধরে রাখব। ভয় পেওনা, কোন সম্পর্কের দাবি নিয়ে তোমার সামনে দাড়াব না। শুধু একজন খারাপ মানুষ হিসেবে সারা জীবন তোমার চলার পথের ছায়া হয়ে থাকব। আসলে এতো বেশি ভালবেসে ফেলেছি তোমায়, যার জন্য সব সময় তোমার পাশে ছায়ার মতো থাকতে চাই।
তর ভালোবাসায় আমার অধিকারতো নেই, কিন্তু আমার মন বলে আমি তর জন্য সারা জীবন অপেক্ষা করতে পারব।
তোমার হয়ে আছি আমি, তোমার হয়ে থাকবো সারা জীবন। তোমায় আমি ভালবেসে যাবো পাশে থেকো সারা জীবন। দুরে যেয়ো না তোমায় ছাড়া একটুও আমার।
কাউকে সীমাহীন ভালোবাসলে, তা কখনও ফুরাইয়া না। কারণ সীমাহীন ভালোবাসার কোন শেষ নেই, তা কখনও ফুরাইয়া না। তা শুধু বেড়ে যায়।
Bengali Love Status
We often regret that no one understands the pain of our minds. So we share our emotions, our troubles on Facebook. So those who want to give the status of emotional distress on Facebook. The most difficult Facebook status for them has been given in today’s post. I hope you like the status of emotional distress. The emotion that came to your loved one is yours. Collect the Facebook status and share it on Facebook. Today’s Facebook status has been written with the emotion that we have in the moment of trouble. Emotional Facebook status will definitely overwhelm your emotions more.
FB Bangla Status in 2022
কাউকে আবেগের ভালোবাসা দিওনা, মনের ভালোবাসা দিও! কারন আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে। আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে।
জীবনের কিছুটা পথ একা একা চলা তেমন কঠিন নয়। কিন্তু যদি এক জনের সাথে চলা যায়। বাকি পথ চলা খুব কঠিন।
শুভ ক্ষন, শুভ দিন। মনে রেখ চির দিন। কষ্ট গুলো দূরে রেখ, স্বপ্ন গুলো পুরন করো, নতুন ভালো স্বপ্ন দেখো, আমার কথা মনে রেখ।
অনেক দিন পর তোমাকে দেখলাম, তোমাকে দেখে থমকে দাড়িয়ে ছিলাম। আমি খুব কষ্টে নিজেকে সামলে নিলা, মযখন তুমি আমাকে দেখে না দেখার ভান করলে, তখন আমার দারুন লেগেছে, তোমাকে সেই অনুভুতির কথা বলে বুঝাতে পারবো না।
তুমি যদি বাসো ভালো, চাঁদের মতো দেব আলো। যদি আমায় ভাবো আপন, হব তোমার মনের মতন। নদী যেমন দেয় মোহনা, তোমার-ই আমি তোমার উপমা।
আমার ভালোবাসায় কোন জটিলতা ছিল না। জটিলতা ছিল তোমার মনের ভিতরে। ভালোবাসা আমায় ছেড়ে চলে যায়নি। তুমি আমাকে ছেড়ে চলে গেছো।
যত ভালবাসা পেয়েছি তোমার কাছ থেকে। দুষ্টু এই মন চায়, আরো বেশি পেতে। কি জানি, তোমার মধ্যে কি আছে, কেনো যে এ মন চায়, তোমাকে আরো বেশি করে কাছে পেতে।
তোমাকে পাব না জেনেও ভালবেসেছি। ভালবাসলেই পেতে হবে বিশ্বাস করি না। না পাওয়ার কষ্টটা যেমন, সুখটাও তেমন। তবু ও বুকের মাঝে জমে থাকা একটি দির্ঘ্ শ্বাস! বের হবার পথ পায় না!!
তুমি সেই কবিতা! যা প্রতি দিন ভাবি, কিন্তু লিখতে পারিনা। তুমি সেই ছবি! যা কল্পনা করি, কিন্তু আঁকতে পারি না। তুমি সেই ভালবাসা! যা প্রতিদিন চাই কিন্তু তা কখনো-ই পাই না।
Funny Status Bangla
Facebook is currently the most popular communication medium in the world. The use of Facebook is increasing as time goes by. So today I wrote for you about Facebook status. Those who use Facebook. Facebook status is a very important part for them. With a lot of educated people and lack of time, Google searches for status. So today I came up with some romantic Facebook status for you. You can share my Facebook status with your relatives. Even the Facebook status of my article. You can share on your Facebook account. If you do not have FB Bangla status on Facebook. Then your Facebook ID will not be popular.
People all over the world including Bangladesh use Facebook. Millions of people can use Facebook without studying. So every day millions of people on Google gossip about Facebook status. Many people share the status taken from Google on his Facebook account. The more you share Facebook status, the more your ID will be known. You can get more like commands. Share as much fb bangla status as you can. As soon as you start getting like comments. Learn about Facebook history. And open a Facebook account, share more and more status. Basically the more beautiful your Facebook status will be. The more your Facebook account will gain popularity. Then you can share the status given to me. So let’s get started.
FB Bangla Status in 2022
বর্তমান পৃথিবীতে ডায়াবেটিসের আশঙ্কা এতটাই বেড়েছে যে, আমরা কেবল মিষ্টি খাবার ত্যাগ করা ছেড়েছি না। মিষ্টি কথা বলাও ছেড়ে দিয়েছি।
যেখানে ভালোলাগা, সেখানেই ভালোবাসা। যেখানে ভালোবাসা, সেখানেই প্রেম। যেখানে প্রেম, সেখানেই ব্যাথা। আর যেখানে ব্যাথা, সেখানেই টাইগার বাম মলম।
আজ কাল যাকেই দেখি কাদতে দেখি। মনে হয় এই কান্নার পেছুনে কোনো ভালোবাসার টিসু পেপার কোম্পানির ষড়যন্ত্র রয়েছে।
হ্যালো ডিয়ার! এই যে আমার দৈনন্দিন জীবনের সমস্যা গুলো, দয়া করে আমাকে কিছু ডিসকাউন্ট দেন, আমি আপনার নিয়মিত গ্রাহক।
প্রত্যেক মানুষের একবার প্রেমে পড়া দরকার, যাতে সে যেনো বুঝতে পারে যে কেনো প্রেম করা উচিৎ নয়।
এখন আমার হাতে এক বোতল বিশ। আমি মুক্তি পেতে চাই এতো জালা আমার আর এখন সহ্য হয় না। জানি এটা পাপ। এতো যন্ত্রণা আর ভালো লাগে না। তাই যাচ্ছি ইদুর মারতে।
আমি আমার এক বন্ধুর বাসায় বেড়াতে গেলাম। রাতে ঘুমের ঘোরে দেখলাম আমাকে চুমু দিচ্ছে। আমি সহ্য করতে না পেরে উঠে মশা মেরে আবার ঘুমিয়ে পড়লাম। আপনারা কি ভেবেছিলেন??
সিগারেট আর মেয়েদের মধ্যে অনেক মিল। সিগারেট ছেলেদের ঠোঁট পুড়িয়ে কালো করে দেয়। আর মেয়েরা ছেলেদের ভালোবাসার ছলনায় ফেলে অন্তর পুড়িয়ে ছাই করে দেয়।
কিছু কিছু লোকের সেলফি দেখে মনে হয়, ঐ সমস্ত মানুষের ফোনে ফ্রন্ট ক্যামেরার পরিবর্তে পিস্তল থাকা দরকার ছিল।
বাবা ছেলেকে জিজ্ঞাসা করলো তোমার পড়াশোনা কেমন চলছে? ছেলে: পড়াশুনা চলতে চলতে অনেক দূরে চলে গেছে বাবা।
প্রতিদিন ঘুমিয়ে পড়ার আগে ভাবি। যাই হোক, বিয়ে করার আরেকটা দিন আগাইলো।
প্রকৃত স্বামী তো সেই, যে বউয়ের কষ্ট দেখে, আরেকটা বউ ঘরে আনে।
আমি আসল পুরুষ দেখিনি, তবে ঘর জামাই থাকে এক পুরুষকে বউয়ের সাথে ঝগড়া করতে দেখেছি।
ভাবছি একটা বিয়ে করবো! আম্মু পাশের বাসার আন্টির সাথে একা একা ঝগড়ায় পারবে না!
বর্তমান প্রেম যদি সম্রাট শাহজাহান দেখতো, তাহলে তাজমহল ভেঙে তাজ বিড়ির দোকান দিত।
দুনিয়াতে কত কিছু ভাইরাল হয়, কিন্তু আমি যে সিঙ্গেল এটা কেন ভাইরাল হয় না, জীবনটা বড় বেদনার।
মেয়েরা ফুচকা খাওয়ার সময় যত বড়ো হা করে, তাতে ফুচকা নয় টাইটানিক জাহাজও ঢুকে যেতে পারে।
আজ সিঙ্গেল বলে কারো জন্য হাত কাটতে পারি না, নখ কেটেই নিজেকে সান্তনা দেই!!
খাটো মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করবেন না। এদেরকে ঝুলিয়ে রেখে লম্বা হওয়ার সুযোগ করে দিন।
কি আজব!! বাংলা সিনেমায় মেয়েদের সাথে ধাক্কা খেলে প্রেম শুরু হয়, আর বাস্তবে ধাক্কা খেলে গালাগাল শুরু হয়।
Emotional Status Bangla
In that case, it is normal for you to become emotional. You may not be normal when you become emotional. Those who do not possess a soft mind become emotional a little. That’s why they became a little emotional and cried. But we will say that you have to learn to resist every moment with strong morale, whether it is emotional or not. If you become more emotional in every activity of life and in every small matter, you can read various motivational books to protect yourself. The world-famous author has written various books focusing on people’s minds at different times. By reading books, you will learn to adapt to every moment or situation of life. So those of you who are getting emotional right now and can’t control your emotions can take the status of Emotional FB Bangla status by taking the help of our website.
FB Bangla Status in 2022
আমি হাসি মুখে কথা বলি, সবার সাথে মিশে চলি, দুঃখ পেয়ে গোপন রাখি, সবাই ভাবে আমি সুখি, আসলে সুখি আমি নয়, আমার জীবন টা সুখের অভিনয়!!!
বার বার তোমার চোখের পানি মুছে ফেলার চেয়ে জীবন থেকে তাকে মুছে ফেলা উত্তম, যে তোমাকে এতবার কাঁদায়।
নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া বড় দায়, সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায়। আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না, স্বার্থের জন্যে আসে কাছে মনে অন্য আশা । স্বার্থ উদ্বার হয়ে গেলে, দুঃখ দিয়ে কেটে পড়ে।
মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে, তোমায় নিয়ে হারিয়ে যাবো আকাশের নীলে, তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা, সারা জীবন পেতে চাই তোমার ভালবাসা।
আজ নিজে নিজে নীরবে কাঁদছি, যে কান্না হয়তো মরণ হলে শেষ হবে। তবে সত্য বলতে কি জানো আমি তোমাকে আজও ঠিক আগের মতই ভালোবাসি।
জানিনা কতটুকু ভালোবাসি তোমায়, শুধু বলবো আমার ভালোবাসার শেষ নেই। তুমি যদি এর সীমানা খুজতে যাও তুমি নিজেই হারিয়ে যাবে আমার ভালোবাসার অতল গভীরে।
জানিনা কিভাবে তোমার দেখা পাবো? জানিনা কিভাবে তোমাকে কাছে পাবো? জানিনা কতটা আপন ভাবো তুমি আমায়? শুধু জানি এই অবুজ মনটা অনেক মিস করে তোমায়!!!
তোমার জন্য আমার শেষ অনুরোধ, কখনো পারলে ভালোবেসো, আমাকে নয় অন্য কাউকে। তবে তোমার মতো করে নয়, আমার মতো করে। যাতে কোন চাওয়া থাকবে না, থাকবে না কোন প্রাপ্তি, থাকবে শুধুই প্রতিক্ষা আর ভালোবাসা।
কাউকে আবেগের ভালোবাসা দিওনা, মনের ভালোবাসা দিও! কারন আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে, কিন্তু মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে।
একজন মানুষ দুটি কারনে সবচেয়ে বেশি বদলে যেতে পারে। যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়।
কেউ জীবন থেকে চলে গেলে জীবন থেমে থাকে না, কিন্তু তার রেখে যাওয়া স্নৃতি আর স্বপ্ন গুলো জীবন কে বিষন্ন করে তুলে!
ভালোবাসার অনুভুতি গুলো খুব আজব রকমের হয়। কখনো কষ্টের মাঝে লুকোনো সুখ খুঁজে পাওয়া যায়।
হারানো ভালবাসা আজো আমার অনুভূতিতে মিশে আছে। আজও শিহরন জাগায় মনে। হারিয়ে যাওয়া পথের বাঁকে যেন নতুন পথের সন্ধান মেলে যায়।
কাউকে একবার মন দিয়ে দিলে, সেটা আর ফেরত নেয়া যায় না!! কারো জন্য একবার ভালোবাসা সৃষ্টি হয়ে গেলে, সেটা আর কখনো ধ্বংস করা যায় না!! সবকিছুই সয়ে যেতে হয় শুধু নীরবে, কিছুই করার থাকে না!!!
মাঝে মাঝেই এক সমুদ্র কষ্ট আসে কষ্ট পাওয়া স্মৃতি গুলো চোখে ভাসে বিষাক্ত ছোবল মারে মনের ক্যানভাসে। তবুও মানুষ কষ্টকে কেন ভালোবাসে?
চোখের পানিই হল সব থেকে মূল্যবান পানি কারন কি জানেন?? পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানিই বুঝাতে পারে কাউকে হারানোর কষ্ট!
যখন আধাঁরে পথ হারিয়েছি, তুমি ছিলে হাতটি ধরে। যখন ছিলো না কেউ আমার পাশে, তুমি আমায় করেছিলে আপন। তবু তুমি নেই আজ আমার পাশে, হারিয়ে গেছো বহুদূরে।
আজ পৃথিবীর কোন এক পাষাণী মানুষের জন্য মনটা খুবই কাঁদছে, আপন মানুষকে কিভাবে ভুলা যায় তা যদি জানতাম?
তোমাকে চিনতে ভুল করেছি তোমার চোখ দুটোর কারণে। যতবার তাকিয়েছি, এক মুহূর্তের জন্যও মনে হয়নি এই নিষ্পাপ চোখ দুটো – বেইমানী করতে জানে।
Friendship Status Bangla
Friends, if you are looking for more Facebook facebook or whatsapp status, then search by writing Facebook on our website. If you like this post about Facebook status, you must share it with your friends and don’t forget to comment below.
মানুষ সম্পত্তি দেখে,আমি সন্মান দেখি, মানুষ গন্তব্য দেখে, আমি সফর দেখি, মানুষ বন্ধু বানায়, আমি বন্ধুত্ব গড়ে তুলি।
একজন সত্যিকারের বন্ধু কখনই তোমাকে বাঁধা দেবেনা, যদি না তুমি ভুল পথে চলতে শুরু করো।
একজন সত্যিকারের বন্ধু হলো সে, যে আপনার পাশে ঐ সময় দাড়িয়ে আছে, যখন তার অন্য কোনো জায়গায় থাকার কথা।
আমি আগে ভাবতাম কাউকে ভালোবাসাটা খুব ভালো অনুভুতি, কিন্তু এখন বুঝি যে বন্ধুদেরকে ভালবাসা বেশী ভালো! কারণ তুমি যাদেরকে ভালবাসবে, তাদেরকে হারিয়ে ফেলবে। কিন্তু সত্যিকারের বন্ধুরা জীবন থেকে কখনো হারিয়ে যায় না।
সেই বন্ধু হয় যার কাছে বিশ্বাসটুকু জমা রাখা যায়, যার সাথে দুঃখ শেয়ার করা যায়, যার সাথে সারাখন ঝগড়া করে আবার মিলে যাওয়ার যায়।
ভালো একজন বন্ধু যতোই ভুল করুক তাকে কখনো ভুলে যেও না। কারন পানি যতোই ময়লা হোক, আগুন নিভাতে সেই পানিই সবচেয়ে বেশি কাজে লাগে।
শত্রুকে যদি একবার ভয় কর, তবে বন্ধুকে অন্তত দশবার ভয় করিও। কারণ বন্ধু যদি কোন সময় শত্রু হয়, তখন তার কবল হতে মুক্তি পাওয়া সম্ভব হবে না।
কিছু কিছু পাতা আছে হালকা বাতাসে ঝরে যায়। কিছু কিছু ফুল আছে একটু গরমে শোকিয়ে যায়। আর কিছু কিছু বন্ধু আছে যারা একটু অভিমানে ভুলে যায়।
গভীর বন্ধুত্ত্ব তখনই চরম শত্রুতায় রুপ নেয়, যখন একে অপরকে ভুল বুঝে। বাস্তবে এমন কোনো ঘটনা ঘটে না, যার কারনে বন্ধুত্ত্ব নষ্ট হয়ে শত্রুতায় পরিনত হবে। আর যদি এমন কিছু ঘটে, তবে বুঝতে হবে তা বন্ধুত্ত্ব ছিলো না।
বন্ধুত্ব একটা কাঁচের মতো হয়, একবার ভেঙ্গে গেলে সেটা তবুও জোড়া লাগতে পারে কিন্তু চিরের অস্তিত্ব সর্বদা বজায় থাকে।
রক্তের সর্ম্পক ছাড়া যদি আর কোনো ঘনিষ্ট কোনো সর্ম্পক থাকে সেটা হলো বন্ধুত্ব। ভাগ্য তোমার আত্মিয় বেছে দেয় আর তুমি বেছে নাও তোমার বন্ধু। বন্ধু মানে একটু পাশে থাকা, বন্ধু মানে হাতে হাত রাখা, বন্ধু মানে অবুঝ অভিমানে তবুও বন্ধু কারণ বন্ধু জানে।
প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয়। কিন্তু, বন্ধুত্ব যতই পুরাতন হয়,ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয়।
যে মানুষটি তোমার বিপদের সময় এড়িয়ে সুখের সময় কাছে থাকে সে তোমার প্রকৃত বন্ধু হতে পারেনা। বরং যে মানুষটি তোমার বিপদের সময় পাশে থাকে সেই তোমার প্রকৃত বন্ধু।
গভীর বন্ধুত্ব তখনই চরম শত্রুতায় রুপ নেয়, যখন একে অপরকে ভুল বুঝে। বাস্তবে এমন কোনো ঘটনা ঘটে না, যার কারনে বন্ধুত্ব নষ্ট হয়ে শত্রুতায় পরিনত হবে। আর যদি এমন কিছু ঘটে, তবে বুঝতে হবে তা বন্ধুত্ত্ব ছিলো না।
একটি ভালো বই একশ জন বন্ধুর সমান। কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরীর সমান।
কোনো বন্ধু যদি তোমার গোপন কথা প্রকাশ করে দেয়, তবে সেজন্য তাকে দোষ না দিয়ে নিজেকে শাসন করো। কেননা, নিজের গোপন কথা তুমি তার কাছে প্রকাশ করলে কেন?
পার্থিব জীবনে কোনো মানুষই বন্ধু বা সঙ্গীর সাহচর্য বা প্রভাব থেকে মুক্ত নয়। তাই সঙ্গী যদি ভালো হয়, বন্ধু যদি চরিত্রবান হয়, সাথী যদি আদর্শবান হয়, তবে সহযাত্রী অপর সঙ্গীও ভালো হতে বাধ্য। অপরদিকে সঙ্গী যদি অসৎ হয়, তবে সাথীও চরিত্রহীন হয়ে যাবে।
সম্পদ বন্ধু আকর্ষণ করে। দরিদ্র মানুষ আত্মীয়ের কাছেও প্রত্যাখ্যাত হয়। গুণের আকর্ষণে যে বন্ধুত্ব সৃষ্টি হয়, এটাই সাধারণত স্থায়ী হয়ে থাকে। সঙ্গীহীন, নিঃসঙ্গ একাকী জীবনে মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। তাই তার জন্য চাই বিশ্বস্ত বন্ধু, সহযোগী বা সহ্যাত্রী।
বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই। প্রাণের বন্ধু। তারপর আর না। আর না? সারা জীবনে আর না? জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়। তারা দুরকমের। এনিমি আর নন-এনিমি। নন-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়।
ছেলেবেলার বন্ধুরা মেয়েদের ভালোবাসার মতই কোথায় যেন হারিয়ে যায়। ভাবতে অবাক লাগে একেক সময়। মনে হয় যে, বুঝি একরকম ভালোই। তাদের নির্মেদ দেহ আর নির্মেঘ মন নিয়ে কৈশোরের নিবিড় মাধুর্যে মিশিয়ে নিটোল মুক্তোর মতই চিরদিনের স্মৃতির মধ্যে অক্ষয় থেকে যায় তারা – পরে যে কখনও আর ফিরে দেখা দেয় না তাতে জীবনের মতই সুমধুর থাকে, পলে পলে দন্ডে দন্ডে অবক্ষয়ে টাল খায় না, ক্ষয় পায় না।
Our Facebook status collection is constantly updated. If you stay with our post, you will get updated Facebook statuses in the post. In addition to this type of Facebook status, if you want to get another category of Facebook status, you can tell us about your preferred status by commenting. Then we will share the status of your choice in the post.
COMMENTS