সেরা প্রেমের কবিতা ও প্রেমের ছন্দ | Bangla Premer Kobita

Homeসোশ্যাল স্ট্যাটাস

সেরা প্রেমের কবিতা ও প্রেমের ছন্দ | Bangla Premer Kobita

What is Premer Kobita? "Premer Kobita" is a Bengali phrase that translates to "Love Poetry" in English. This term is used to refer to poems that expre

স্মার্ট ফেসবুক স্ট্যাটাস বাংলা ☞ ফেসবুক স্ট্যাটাস ছবি ডাউনলোড
বাংলা ফানি স্ট্যাটাস ও ফানি পিকচার ডাউনলোড ২০২২
প্রেম মানে কি? আপনি যখন প্রেমে পড়বেন তখন কীভাবে জানবেন?

What is Premer Kobita?

Premer Kobita” is a Bengali phrase that translates to “Love Poetry” in English. This term is used to refer to poems that express love, affection, or admiration for someone or something. These poems can be written in a variety of literary styles, such as sonnets, ghazals, or free verse, and can be found in many different cultures and languages.

Premer kobita or love poetry, is a timeless and universal genre of poetry that has captured the hearts of people across the world for centuries. Love poetry is an expression of the poet’s feelings and emotions towards someone or something they love, and it is a form of art that has the power to evoke deep and profound emotions in the reader.

In Bengali culture, love poetry holds a special place and has a rich history. From medieval mystics to modern-day poets, Bengali writers have used their verse to express their love and devotion towards their beloved. The themes and styles of Bengali love poetry are diverse, ranging from traditional and romantic to modern and avant-garde.

আরও পড়ুনঃ 

Some of the most famous love poems in Bengali literature include poems written by Rabindranath Tagore, Jibanananda Das, and Nazrul Islam. These poets have used their skills and mastery of the Bengali language to craft love poems that are both beautiful and meaningful, and their works have inspired countless others to write their premer kobita, love poems.

বাংলা প্রেমের কবিতা

Premer Kobita

Love poetry has the ability to speak to the hearts of people in a way that few other forms of art can. Whether it is through the use of imagery, rhyme, or rhythm, premer kobita has the power to transport the reader to a place of wonder and delight. Whether you are in love, or simply appreciate the beauty of language, love poetry is a genre that is sure to captivate and inspire.

গভীর প্রেমের কবিতা ও ছন্দ

প্রত্যেকটি মানুষের জীবনের রয়েছে প্রেম ভালোবাসা। প্রেম মানেই আবেগ, অনুভূতি, প্রিয় মানুষটির প্রতি স্নেহ এবং ভালবাসা। তবে ভালোবাসার মানুষটিকে কিভাবে আপনার প্রতি বেশি আকর্ষণ করবেন? ভালোবাসার মানুষটির জন্য আমাদের কাছে রয়েছে একাধিক প্রেমের কবিতা (Premer Kobita)

যেগুলি আপনার প্রিয় মানুষটিকে উপহার দিলে আপনার প্রতি তার আকর্ষণ বাড়বে এবং বাড়বে ভালবাসার গভীরতা। তাই আজ আমরা বাছাই করা কয়েকটি গভীর প্রেমের কবিতা আপনাদের সামনে তুলে ধরছি। নিম্নে দেওয়া একগুচ্ছ প্রেমের কবিতা থেকে আপনার পছন্দ মতন কবিতাটি বেছে নিয়ে প্রিয় মানুষটিকে পাঠিয়ে দিন।

আজ ছন্দ মহলে মিলছে দুটি মন
মনে মনে বলবে ওরা সারাক্ষন,
কথার মাঝে থাকবে গভীর ভালোবাসা
ভালোবাসার মাঝে থাকবে দুটি
মনের বেকুলতা। 

শুধু তুমি আছো তাই,
আমি কথা খুঁজে পাই,
দূর হতে আমি তাই,
তোমায় দেখে যাই
তুমি একটু হাসো তাই,
আমি চাঁদের মিষ্টি আলো পাই।

এই জীবনে সব পেয়েছি,
পাইনি কারো মন। জানিনা
এই জীবনে কে হবে আপন,
মনের মত চাই তারে চাই তার মন
তুমি কি হবে? আমার কাছের একজন।

এলোকেশী মেয়ে কার পথ চেয়ে, মেলেছিলে ঐ কেশ?
পথ চাওয়া শেষে, এসেছিল কী সে? ছুয়ে মেঘ অনিমেষ।
এলোকেশী মেয়ে, মেঘবেলা ধেয়ে, এসেছে কী তার ঢল?
তুমি কার জলে, তোমার ভেজালে? ভাসালেই প্রেমাচল!
দেখেনিতো চেয়ে, এলোকেশী মেয়ে, আর কেউ ছিল তার
কী বিষাদে পুড়ে, তার বুক জুড়ে, কেঁদেছে বিরহী সেতার।

সেরা প্রেমের কবিতা

প্রত্যেকটি মানুষের জীবনের রয়েছে প্রেম ভালোবাসা। প্রেম মানেই আবেগ, অনুভূতি, প্রিয় মানুষটির প্রতি স্নেহ এবং ভালবাসা। তবে ভালোবাসার মানুষটিকে কিভাবে আপনার প্রতি বেশি আকর্ষণ করবেন? ভালোবাসার মানুষটির জন্য আমাদের কাছে রয়েছে একাধিক প্রেমের কবিতা।

যেগুলি আপনার প্রিয় মানুষটিকে উপহার দিলে আপনার প্রতি তার আকর্ষণ বাড়বে এবং বাড়বে ভালবাসার গভীরতা। তাই আজ আমরা বাছাই করা কয়েকটি গভীর প্রেমের কবিতা আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে আর দেরি কিসের, নিম্নে দেওয়া একগুচ্ছ প্রেমের কবিতা থেকে আপনার পছন্দ মতন কবিতাটি বেছে নিয়ে প্রিয় মানুষটিকে পাঠিয়ে দিন।

“দূরে গেলে তুমি,
হারিয়ে যাবাে আমি।
ভালােবাসি তােমায়,
বােঝনা কেন তুমি।
ছােট্ট এই জীবনে,
একটাই শুধু চাওয়া
তােমাকে আপন করে,
আমার শুধু পাওয়া।”

“Dure Gele Tumi,
Harye Jabo AmiG
Valobashi Tomai,
Bojhona Keno Tumi.
Sotto Ai Jibone, Aktai Sudu Cawa.
Tomake Apon Kore Amr Sudu Cawa”

আজকের এই দিনগুলো, কাল সৃতি হয়ে যাবে,
মনের খাতায় ডাইরীর পাতায় লেখা হয়ে রবে,
কালকের এই পাতাগুলো একটু উল্টে দেখ,
আবছা সব সৃতির মাঝে, আমায় খুুঁজে পাবে।

ফুলের ভিতর মধু থাকে, তোমার বুকে ঢেউ
তুমি ছাড়া এই জীবনে নেই যে আমার কেউ,
আকাশের বুকে চাঁদ থাকে, চাঁদের বুকে আলো,
তুমি ছাড়া এই জীবনে থাকি আমি ভালো।

ভবি তোমায় সারাক্ষন, দিলাম তোমায় আমার মন…
যদি কাছে আসো, যদি না দাও ব্যাথা, দিলাম তোমায় কথা
হারাবো না কোনদিন, পাশে থাকবো চিরদিন।

মন চেয়েছে আজকে আমি হারিয়ে যাবো তোমার সাথে,
অঙ্গীকারের আংটি পরিয়ে দিলাম তোমার হাতে।

তুমি আমার রঙিন স্বপ্ন,
শিল্পীর রঙে ছবি..
তুমি আমার চাঁদের আলো,
সকাল বেলার রবি..
তুমি আমার নদীর মাঝে
একটি মাত্র কুল..
তুমি আমার ভালোবাসার
সুন্দর গোলাপ ফুল।

মনটা দিলাম তোমার হাতে
যত্ন করে রেখো হৃদয় মাঝে ছোট্ট
করে আমার ছবি আঁকো
স্বপ্নগুলো দিলাম তাতে আর
দিলাম আশা, নিজের মতো সাজিয়ে
নিও আমার ভালোবাসা!

অল্প অল্প মেঘ থেকে, হালকা হালকা বৃষ্টি হয়,
ছোট্ট ছোট্ট গল্প থেকে, ভালোবাসা সৃষ্টি হয়,
মাঝে মাঝে স্বরন করলে, সম্পর্কটা মিষ্টি হয়।

এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে,
সেই জলের ফোটা সুধু তোমার কথা বলে..
মনের কথা বুঝনা তুমি মুখে বলি তাই,
শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই..!!

শীতের চাদর জড়িয়ে, কুয়াশার মাঝে দাড়িয়ে,
হাত দুটো দাও বারিয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন”
বুঝে নিও আমি আছি তোমার পাশে সারাক্ষন।

রোমান্টিক প্রেমের কবিতা

প্রেমে পড়লে মানুষ ভিবিন্ন ধরনের প্রেমের কবিতা সন্ধান করে, প্রেমের কবিতা গুলো প্রিয়জনকে পাঠালে সে হয়তো অনেক আবেগী হয়ে যাবে এবং আপনাকে অনেক ভালোবাসবে। প্রেমিক ও প্রেমিকার মধ্যে রাগ অভিমান থাকেই আর রাগ অভিমান না থাকলে ভালোবাসা গভীর হয়না। তাই আপনার প্রেমিক অথবা প্রেমিকা আপনার উপর কোন কারন বসত অভিমান করে থাকলে, নিম্নের মিষ্টি প্রেমের কবিতা তাকে পাঠিয়ে তার রাগ নিমেষই কমিয়ে ফেলতে পারেন।

জীবন আমার ধন্য হলো তোমায় কাছে পেয়ে,
একই সাথে ভেসে যাবো, ভালোবাসার
নৌকা বেয়ে।

আকাশ পানে চেয়ে দেখ
জ্বলছে কত তাঁরা, তুমি ছাড়া এই জীবনে আমি দিশেহারা।

বাগানে ফোটে ফুল দেখতে অনেক লাল.!
তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল।

যতদূরে যাইনা কেন, তুমি থাকলে কাছে
তুমি ছাড়া এই জীবনে, কে থাকবে আর পাশে।

তোমাকে দেখলে মনে হয়
হৃদয়ে সুখের হাওয়া বয়,
যদি হৃদয় ‍দিয়ে ভালোবাসো আমায়,
তোমাকে লাল গোলাপ দিয়ে বলতে চাই,
তোমাকে ভালোবাসে আমার অবুঝ হৃদয়.!

এক জীবনে এতো ভালোবাসা কোথায় পাবে তুমি,
তোমার জন্য আকাশ ছোঁয়া সুখ এনে দিতে পারি।
তুমি আমার ভালোবাসা, আমার প্রেমের ছবি,
খুব যতনে আদর করে তোমায় বুকের মাঝে রাখি।

তুম আছো আমার জিন্দেগি জুড়ে,
তুমি আছো আমার স্বপ্নের মাঝে
তুমি আছো আমার কাজে কর্মে,
তুমি আছো মনে, তুমি আছো যে মোর কাব্যগ্রন্থে.!

তোমাকে ছাড়া আমার পৃথিবী সাজে না,
তোমাকে পাবোনা এটা এই মন মানে না।
সহজে তোমাকে পাওয়া সাজেনা,
হৃদয় দিয়ে তোমাকে পেতে চাই,
না হলে ভালোবাসা পাওয়া যাবে না।

তোমার জন্য ভালোবাসা, তোমার জন্যই আমার স্বপ্ন,
তোমার জন্য মনের মাঝেে আছে হাজার গল্প।

সখি তোরে ভালোবেসে রেখেছি মনের মাঝে,
তাই বলে কি কষ্ট দিবি বাসবি মোরে ভালো,
তোর ভালোবাসা, তোর আদর পেতে ইচ্ছে করে…
সখি কাছে এসে বলো মিষ্টি করে,
আমায় একটু খানি আদর করে।

তুমি দূরে দূরে থেকো না, আমার কাছে এসে
ভালোবাসি বলো না.! ভালোবাসি বললে তুমি,
করবো আদর কষ্ট দিবো না।
হৃদয়ের গহীনে রাখবো তোরে হারিয়ে যেতে দেব না।

ভালো আছো ভালে থেকো,
আমার  জন্য ভালোবাসা গুলো জমিয়ে রেখো…
আমি আসলে তোমার হৃদয়ে থাকা প্রেম, ভালোবাসা উজার করে দিও।

💓Bangla Premer Kobita💓

A love poem or premer kobita is a type of poetry that expresses feelings of affection, admiration, or devotion towards a person or thing. Love poems can take many forms, such as sonnets, ghazals, haikus, and free verse, and can be written in a variety of styles and tones, from sweet and romantic to passionate and intense.

Some famous love poems and premer kobita include Shakespeare’s sonnets, Elizabeth Barrett Browning’s “How Do I Love Thee?” and Pablo Neruda’s “Sonnet XVII.”

Hajar tara chaina ami,,, akti chad chai
Hajar ful chaina ami,,,, ajkti gulap chai
Hajar jonom chaina ami,,,,, akti jonom chai
sai jonom a jano sodu 2my ami pai
—————————————————————————
Sodu 2md acho thai,,,, ami kotha kuja pai
Dur hota ami tai,,,,, 2my dhaka jai
2md akto haso tai ami chader misty alo pai
—————————————————————————–
Ami holam akash,,,, Kosto amr magh
Jusna amr abegh,,,,, Bristy ami Kanna
Rud amr Hasi,,,,, ki kora bujbha—
Bhondu tumay ami kotho Bhalobasi
—————————————————————————–
Prem mane Hridoyer Tan,
Prem Mane Akto Obhiman,
2ti Phakir 1ti Nir,
1ti nodir 2ti Thir,
2ti moner 1ti asha,,,,, ar nam Bhalobasa
—————————————————————————–
Obhimani Bondhu tumi kico Vujona,
Ki Kora Bujabo Tumay moner badhona,
Tumaka Ki Shob Khula Boltha Hoy,
Amon Kico Kotha Acha Buja Nita Hoy.

প্রেম নিয়ে অসংখ্য, গান কবিতা ছোট গল্প ও উপন্যাস (premer kobita) লিখে গিয়েছেন অনেক গুনী মানুষেরা যাদের লেখা  বানী গুলো মানুষ চিরদিন পড়বে এবং প্রেম সম্পর্কে জানতে পারবে।  বিশ্ব কবি রবিন্দ্রনাথ ঠাকুর প্রেমের জন্য মরিয়া ছিলেন গান কবিতা উপন্যাস ইত্যাদি লিখে গিয়েছেন তাকে প্রেমের কবি বলা হতো।

আরও পড়ুনঃ 

প্রেম ভালোবাসা না থাকলে সাহিত্যিক হওয়া যায়না তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমের মহিমা ব্যাখা করেছেন চমৎকার ভাবে তা প্রেম নিয়ে উক্তি পড়লেই বুঝতে পারবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে তার কিছু সেরা প্রেমের উক্তি কথা আপনাদের  ভালো লাগার অনুভূতির বহিঃপ্রকাশ।

Premer Kobita Conclusion

Premer Kobita is a rich and diverse genre of poetry that has captured the hearts of people across the world for centuries. Premer kobita is an expression of the poet’s feelings and emotions towards someone or something they love, and it is a form of art that has the power to evoke deep and profound emotions in the reader.

Bengali love poetry holds a special place in the culture and has a long history, with famous poets such as Rabindranath Tagore, Jibanananda Das, and Nazrul Islam contributing to the genre. Love poetry speaks to the hearts of people in a way that few other forms of art can, and it continues to be appreciated and enjoyed by people of all ages and backgrounds.

Whether you are in love or simply appreciate the beauty of language, love poetry is a genre that is sure to captivate and inspire. Premer Kobita is an art form that has stood the test of time and continues to be cherished by people across the world. Whether you are a lover of poetry, or simply appreciate the beauty of language, love poetry is a genre that is sure to capture your heart and leave you with a sense of wonder and awe.

COMMENTS

WORDPRESS: 0