15000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ ২০২২

Homeবিজ্ঞান ও প্রযুক্তি

15000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ ২০২২

বর্তমানে মোবাইল কোম্পানিগুলো প্রতিনিয়ত নতুন নতুন নানা ধরনের মোবাইল ফোন লঞ্চ করেই যাচ্ছে। তবে আমাদের সকলের জন্য বেশি টাকা খরচ করে মোবাইল কেনা সম্ভব হয

মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করার উপায় ২০২৩
Sim Registration Check Online – সিম নিবন্ধন যাচাই করুন
What is Open AI? How it’s work?

বর্তমানে মোবাইল কোম্পানিগুলো প্রতিনিয়ত নতুন নতুন নানা ধরনের মোবাইল ফোন লঞ্চ করেই যাচ্ছে। তবে আমাদের সকলের জন্য বেশি টাকা খরচ করে মোবাইল কেনা সম্ভব হয় না। এই কারণেই আমরা সাধ্যের মধ্যে কম দামের ভালো মোবাইল ফোনগুলো খুঁজে থাকি।

তাই আজকের টপিকে 15000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।  মূলত এখানে বাংলাদেশের কম দামে সবচেয়ে সেরা মোবাইল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর এখান থেকে আপনি আপনার পছন্দমত একটি মোবাইল ঠিক করে তারপর বাজার থেকে ক্রয় করতে পারেন।

15000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ ২০২২

ছবি তোলার জন্য Vivo Z1 Pro ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Vivo Z1 Pro ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, USB 2.0 সঙ্গে  OTG, আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 5,000 mAh ব্যাটারি। আর থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। Vivo Z1 Pro এর ওজন 201 গ্রাম।

১৫০০০ টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ ২০২২

Vivo U20 মোবাইল ফোনের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে Vivo। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।

Vivo U20 ফোনের ভিতরে একটি 5,000 mAh ব্যাটারি থাকবে। সাথে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে FuntouchOS 9.1 স্কিন। কানেক্টিভিটির জন্য এই মোবাইল ফোনে থাকবে 4G LTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS, BeiDou, GLONASS আর Galileo। Vivo U20 এর ওজন 193 গ্রাম।

15000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ

15000 টাকার মধ্যে ভালো মোবাইল Redmi 9

আজকের এই 15000 টাকার মধ্যে ভালো মোবাইল টপিকের চতুর্থ নাম্বারে রয়েছে Redmi 9 স্মার্টফোন। আপনার হাতের বাজেট যদি 15 হাজার টাকার মত হয়ে থাকে হলে আপনি ফোনটি দেখতে পারেন। কারণ এই ফোনটি 15000 টাকার মধ্যে ভালো ফোন।

Redmi 9 স্পিসিফিকেশন

Xiaomi Redmi 9 ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.53” (1080×2340) ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে। এই মোবাইল ফোনটি Mediatek Helio G80 প্রসেসর এর মাধ্যমে চালিত হয়।

Redmi 9 ফোনটিতে CPU হিসেবে রয়েছে Octa-core (2.0 Ghz)। ফোনটির RAM এর দিকে দেখলে RAM হচ্ছে 4gb এবং অন্যদিকে রম রয়েছে 64gb। Redmi 9 মোবাইল ফোনটির জিপিইউ হল Mali-G52। ফোনটিতে রিয়ার ক্যামেরা থাকছে 13 MP+ 8 MP+5 MP+2 MP এবং ফোনটির সেলফি ক্যামেরা হচ্ছে 8 মেগা পিক্সেলের। ফোনটিতে ব্যাটারি ক্যাপাসিটি ব্যবহার করা হয়েছে – 5020 mAh এর।

উপরের শেয়ারকৃত 15000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ সম্পর্কে মোবাইল হল কম দামে সেরা মোবাইল সময়ের মধ্যে অন্যতম। এখন আপনি আপনার বাজেটের মধ্যে পছন্দমত  যেকোনো মোবাইল কিনতে পারেন। তবে আমার মতে 15000 টাকার মধ্যে Realme 5i এবং Realme 3 Pro আপনি আপনার চয়েজ লিস্টের সর্বপ্রথমে রাখতে পারেন।

COMMENTS

WORDPRESS: 0