পবিত্র শবে বরাত ২০২৩, ৭ই মার্চ রোজ মঙ্গলবার

Homeনিউজ

পবিত্র শবে বরাত ২০২৩, ৭ই মার্চ রোজ মঙ্গলবার

পবিত্র শবে বরাত ২০২৩ (Shab e Barat 2023), ইংরেজি ৭ই মার্চ রোজ মঙ্গলবার দিবাগত রাত্রে বাংলাদেশে শবে বরাতের রাত। গত ২২ ফেব্রুয়ারি বাংলাদেশের আকাশে আরবি

ম্যাজিক মুভি ডাউনলোড – Magic Movie Download Full
আগামী একমাস পেঁয়াজের বাজার নাজুক থাকবে – Onion Price
বাংলাদেশে ঘূর্ণিঝড়ের দ্বিগুণ সমস্যায় পড়ার হুমকি

পবিত্র শবে বরাত ২০২৩ (Shab e Barat 2023), ইংরেজি ৭ই মার্চ রোজ মঙ্গলবার দিবাগত রাত্রে বাংলাদেশে শবে বরাতের রাত। গত ২২ ফেব্রুয়ারি বাংলাদেশের আকাশে আরবি ১৪৪ হিজরীর পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গিয়েছে সেই হিসাবে আগামী ৭ই মার্চ রোজ মঙ্গলবার দিবাগত রাত্রে বাংলাদেশে শবে বরাত নির্ধারিত হয়েছে।

শবে বরাত সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তা’আলা আনহু বলেন একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছিলেন তোমরা শাবান মাসের অর্ধেক হলে ( ১৪ তারিখ) দিবাগত রাত্রে আল্লাহর ইবাদত কর এবং তোমাদের মনে যা ইচ্ছা তা পাওয়ার জন্য আল্লাহর তায়ালার কাছে চাইবে।

পবিত্র শবে বরাত ২০২৩

শবে বরাত শব্দটি একটি ফার্সি শব্দ যেখানে শবে শব্দের অর্থ রাত এবং বরাত শব্দের অর্থ সম্পর্ক ছেদ বা মুক্তি অর্থাৎ শবে বরাত শব্দের অর্থ মুক্তির রাত। ইসলাম ধর্মের শবে বরাত এক মহান তাৎপর্যপূর্ণ রাত এই রাতে আল্লাহ বান্দার মনের ইচ্ছা পূরণ করে থাকেন। শবে বরাতের রাত্রে মুসলমানরা সারা রাত্রি আল্লাহর ইবাদত করেন বিনিময়ে আল্লাহ তাদের মনের ইচ্ছা পূরণ করেন। শবে বরাত কবে ২০২৩ কত তারিখে তাই ইতিমধ্যে নির্ধারিত হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি বাংলাদেশের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে সেই হিসাবে আগামী ৭ই মার্চ ( মঙ্গলবার ) বাংলা ২১ফাল্গুন দিবাগত রাত্রে বাংলাদেশের শবে বরাতের রাত।

পবিত্র শবে বরাত ২০২৩

পবিত্র শবে বরাত ২০২৩

এই দিন সারারাত বাংলাদেশের মুসলমানরা আল্লাহর ইবাদত করবেন এবং দিনের বেলায় অর্থাৎ ৮ মার্চ (বুধবার ) সারাদিন রোজা রাখবেন। বাংলাদেশের চাঁদ দেখা কমিটি গত ২২ শে ফেব্রুয়ারি বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখতে পাওয়াই ঐদিন থেকেই পবিত্র শাওয়াল মাস গণনা শুরু করে। সেই অনুযায়ী বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে আগামী ৮ই মার্চ রোজ মঙ্গলবার দিবাগত রাত্রে শবে বরাত পালনের নির্দেশ দিয়েছে।

শবে বরাতের ফজিলত

আল্লাহ এই রাতে বান্দাদের সব রকমের পাপ থেকে মুক্তি দেন তাই এই রাতের নামকরণ করা হয়েছে শবে বরাত। আল্লাহ শবে বরাতের রাতে বান্দা ক্ষমা চাইলে সব গুনাহ ক্ষমা করে দেন শুধুমাত্র মুশরিক ও হিংসুক ব্যক্তি ছাড়া। এ প্রসঙ্গে ইবনে মাজাহ রাদিয়াল্লাহু তা’আলা আনহু হতে বর্ণিত একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন, আল্লাহ তয়ালা মধ্য সাবানের রাত ( শবে বরাত)। আত্মপ্রকাশ করেন এবং মুশরিক ও হিংসুক ব্যতীত তার সৃষ্টির সকলকে ক্ষমা করে দেন।

শবে বরাতের ফজিলত সম্পর্কে আরো হাদীস শরীফে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তা’আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মধ্য সাবানের রাত আসে ( শবে বরাত) তখন তোমরা রাত জেগে নামাজ আদায় করবে আর দিনে রোজা পালন করবে। কেননা আল্লাহ তাআলা সূর্যাস্তের পর দুনিয়ার আকাশে অবতরণ করে বলেন, আছে কি কোন ক্ষমা প্রার্থনাকরী আমি তাকে ক্ষমা করব। আছে কি কোন বিপদে নিপতিত ব্যক্তি আমি তাকে সুস্থতা দান করব। এভাবে ফজর পর্যন্ত বলা হয়ে থাকে।

COMMENTS

WORDPRESS: 0