Homeবাংলাদেশ

রোজার নিয়ত ও ইফতারের দোয়া – বাংলা অর্থসহ

মাহে রমজান মাসের রোজা রাখার জন্য অনেকেই রোজার নিয়ত ও ইফতারের দোয়া আরবীতে করতে পছন্দ করে। আবার অনেকে পছন্দ করে নিজের মাতৃভাষায় রোজার নিয়ত করার জন্

স্মার্ট ফেসবুক স্ট্যাটাস বাংলা ☞ ফেসবুক স্ট্যাটাস ছবি ডাউনলোড
ঈমান কি? ঈমান কাকে বলে? ঈমান ও ইসলামের মধ্যে সম্পর্ক
গেম খেলে টাকা আয় বিকাশে পেমেন্ট ২০২৩

মাহে রমজান মাসের রোজা রাখার জন্য অনেকেই রোজার নিয়ত ও ইফতারের দোয়া আরবীতে করতে পছন্দ করে। আবার অনেকে পছন্দ করে নিজের মাতৃভাষায় রোজার নিয়ত করার জন্য। যে যেভাবে নিয়ত করুক না কেন, সবার আগে নিয়ত করাটা আগে জরুরী। তবে আমরা আজকে আপনাদের মাঝে রমজান মাসের রোজা রাখার নিয়ত আরবীতে এবং তার বাংলা উচ্চারণসহ নিচে বর্ণনা করব।

রোজার নিয়ত করা কি ফরজ?

রোজার নিয়ত করা কি ফরজ? যেহেতু প্রশ্নটা চলে এসেছে এর মানে আমাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না যে রমজান মাসে রোজা রাখার জন্য নিয়ত করা টা ইসলামিক দৃষ্টিতে কি অর্থাৎ কি শব্দটি দিয়ে বোঝানো হচ্ছে ইসলামক রোজার রাখার জন্য রোজার নিয়ত করা ফরজ করেছে, সুন্নত নাকি নফল?
রোজার নিয়ত করা কি ফরজ। এর উত্তর হলো রোজা রাখার পূর্বে রোজার নিয়ত করা ফরজ কেউ যদি রোজা রাখার জন্য রোজার নিয়ত না করে রোজা পালন করে তাহলে তার রোযা শুদ্ধ বা সঠিক হবে না তাছাড়া আল্লাহ তাআলা বান্দার প্রতিটি আমলের সওয়াব নিয়তের উপর নির্ভর করে প্রদান করে থাকে প্রতিটি কাজের জন্য নিয়ত সহি এবং সুন্দর হতে হয়।
রোজার নিয়ত ও ইফতারের দোয়া

 

রোজার নিয়ত আরবি

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

রোজার নিয়ত বাংলা উচ্চারণ: নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।

নিচে দেয়া ভিডিও সাউন্ড শুনেও আপনি রোজা রাখার নিয়ত শিখে নিতে পারেন–
 

রোজা রাখার নিয়ত বাংলা অর্থ

হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়ত ) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

ইফতারের দোয়া আরবি 

আরবি-  بسم الله اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ

বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

অর্থ : হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিজের মাধ্যমে ইফতার করেছি। (মুআজ ইবনে জাহরা থেকে বর্ণিত, আবু দাউদ, হাদিস : ২৩৫৮)

আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে ইফতার করার ও রোজা রাখার তাওফিক দান করুন। আমিন।

COMMENTS

WORDPRESS: 0