রিজাইন লেটার বা পদত্যাগ পত্র কিভাবে লিখব?

Homeচাকরির খবর

রিজাইন লেটার বা পদত্যাগ পত্র কিভাবে লিখব?

রিজাইন লেটার মানে আপনি কোন প্রতিষ্ঠান থেকে স্বেচ্ছায় পদত্যাগ করতে চাচ্ছেন। যদি আপনি কোন প্রতিষ্ঠানে চাকরি করেন এবং প্রতিষ্ঠানের অনুমোদন না নিয়েই চাকর

বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার নিয়ম
প্রত্যয়ন পত্র কি? প্রত্যয়ন পত্র লেখার নিয়ম
প্রতিবেদন লেখার নিয়ম

রিজাইন লেটার মানে আপনি কোন প্রতিষ্ঠান থেকে স্বেচ্ছায় পদত্যাগ করতে চাচ্ছেন। যদি আপনি কোন প্রতিষ্ঠানে চাকরি করেন এবং প্রতিষ্ঠানের অনুমোদন না নিয়েই চাকরি ছেড়ে দেন তাহলে, প্রতিষ্ঠান আপনার দ্বারা ক্ষতিগ্রস্থ হতে পারে।  কোম্পানি চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারে। কারন আপনি কোম্পনির অনুৃমোদন না নিয়েই চাকরি ছেড়ে দিছেন।

আপনি স্বেচ্ছায় চাকুরি থেকে অব্যাহতি চাচ্ছেন তার জন্য একটি আবেদন করতে হয় যাকে রিজাইন লেটার বা পদত্যাগ পত্র বলে। আপনার রিজাইন লেটার প্রতিষ্ঠানে জমা না দিয়ে আপনি চাইলেও অন্য কোন প্রতিষ্ঠানে চাকুরি করতে পারবেন না।

রিজাইন লেটার কেন প্রয়োজন?

Resignation Letter এর বাংলা হলো পদত্যাগ পত্র। যদিও সবাই এটাকে রিজাইন লেটার হিসাবেই বেশী চেনে। আর এটাকে অনেক বেশী প্রয়োজন হয় যখন চাকরি ছাড়ার প্রয়োজন হয়। তখন সর্বপ্রথম যে প্রশ্নটা আসে তা হলো, রিজাইন লেটার কিভাবে লিখব? যদিও যারা জানে তাদের জন্য, এটা অত বেশী চিন্তার বিষয় নয়। চিন্তার বিষয় হলো, না জানা লোকদের জন্য।

আরও পড়ুনঃ প্রত্যয়ন পত্র কি? প্রত্যয়ন পত্র লেখার নিয়ম

যেকোনো পদের পেশাতেই এই আবেদনটি করতে হয়। যদি অব্যাহতি চান তাহলে মালিক-পক্ষের কাছে পদত্যাগপত্র দিতে হবে। এখন আসি রিজাইন লেটার কিভাবে লিখব বা লিখতে হবে এর নিয়ম-কানুন। আর কেনও লিখব আমরা রিজাইন লেটার! এর প্রয়োজনীয়তা সম্পর্কে জানবো।

রিজাইন লেটার কোন ভাষায় লিখবেন?

আপনি যদি কোনও বাংলাদেশী কোম্পানিতে চাকরিরত থাকেন, তাহলে বাংলাতেই লিখতে পারবেন। আর যদি আপনি মাল্টি-ন্যাশনাল কোম্পানিতে জব করে থাকেন এক্ষেত্রে ইংরেজিতে রিজাইন লেটার লিখতে পারেন। আসলে ভাষা তেমন মেটার করে না। বাংলা ইংরেজি দুই ভাষাই গ্রহণযোগ্য। তবে, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো ইংরেজিকে গুরুত্ব দেয়।

রিজাইন লেটার লেখার নিয়ম?

রিজাইন লেটার লেখার নিয়ম

রিজাইন লেটার লেখার নিয়ম?

রিজাইন লেটার নমুনা : 

তারিখ : ০০/০০/০০০০

বরাবর ……………………………….
………………………………. ………………………………. ……………………………….
মাধ্যম : যথাযথ কর্তৃপক্ষ।
বিষয় : চাকুরী হতে অব্যাহতির জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী …………(পদের নাম) পদে ……………… , ………………………….(প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা ) তে কর্মরত আছি। আমি গত ০০/০০/০০০০ খ্রিঃ তারিখে উক্ত পদে যোগদান করি। বর্তমানে আমার ব্যক্তিগত সমস্যার কারণে ০০/০০/০০০০ তারিখ হতে স্বেচ্ছায় স্ব-জ্ঞানে চাকুরী হতে অব্যাহতি পত্র প্রদান করছি।
অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন যে,  অনুগ্রহপূর্বক আমার অব্যাহতি পত্র গ্রহণ করে আমাকে  ০০/০০/০০০০ খ্রি: তারিখ হতে অব্যাহতি দানে জনাবের একান্ত মর্জি হয়।
বিনীত নিবেদক –
(নাম)
পদবী
প্রতিষ্ঠানের নাম
প্রতিষ্ঠানের ঠিকানা

যেসব কারণে আপনার রিজাইন লেটার বাতিল হতে পারে

আবেদন লিখার উপরিউক্ত নিয়মগুলো না মানলে আপনার আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই নিয়মগুলো যেকোনো দরখাস্ত বা আবেদনের এর জন্যই আবশ্যিক। নিচে আরও কিছু কারণ দেওয়া হলো যা করলে আবেদনটি বাতিল করে দিতে পারেন মালিক-পক্ষ।

আরও পড়ুনঃ

  • নির্দিষ্ট জায়গায় স্বাক্ষর না থাকলে।
  • ঠিকমতো পেশাগত পদ উল্লেখ করা না থাকলে।
  • আবেদনে জয়েন তারিখ এবং অব্যতির তারিখ ঠিক না থাকলে।
  • নির্দিষ্ট ফরম সঠিক ভাবে পূরণ না করলে।
  • প্রমাণ পত্রদি চাইলে তা ঠিক জায়গায় বা সময়ে প্রদান না করলে।

আশা করি, আপনি রিজাইন লেটার লেখার ফরমেট পেয়ে গেছেন। আপনি চাইলে ফরমেটে লেখাগুলিতে আপনার নাম পরিবর্তন করে একটি রিজাইন লেটার বানাতে পারবেন। ধন্যবাদ!

COMMENTS

WORDPRESS: 0