মোনার্ক মার্ট ই-কমার্স জগতে নতুন অভিজ্ঞতার নাম

Homeব্যবসা

মোনার্ক মার্ট ই-কমার্স জগতে নতুন অভিজ্ঞতার নাম

বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের মোনার্ক মার্ট (রাজার হাট) বাংলাদেশের ই-কমার্স বা অনলাইন কেনাকাটায় এক নতুন অভিজ্ঞতার সৃষ্টি করতে চায়। মোনার্ক মার্

মোবাইল রিচার্জ ব্যবসা করার নিয়ম। Mobile Recharge Business
গ্রামে ব্যবসার আইডিয়া করে হয়ে যান লাখপতি
অল্প পুঁজিতে ব্যবসার আইডিয়া ২০২২

বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের মোনার্ক মার্ট (রাজার হাট) বাংলাদেশের ই-কমার্স বা অনলাইন কেনাকাটায় এক নতুন অভিজ্ঞতার সৃষ্টি করতে চায়। মোনার্ক মার্ট ও মোনার্ক হোল্ডিংস দেশের সেরা ই-কমার্স প্রতিষ্ঠান হয়ে নেতৃত্ব দিতে চায়।

মোনার্ক মার্ট (রাজার হাট)

বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান ক্রিকেট মাঠের মতো করপোরেট জগতেও নিজের অবস্থান শক্তিশালী করছেন।ব্রোকারেজ হাউজ ও স্বর্ণ আমদানি প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার পর এবার মোনার্ক মার্ট দিয়ে ই-কমার্স খাতেও যুক্ত হয়েছেন তিনি।

মোনার্ক মার্ট ই-কমার্স জগতে নতুন অভিজ্ঞতার নাম

সাকিব আল হাসানের মালিকানাধীন ই-কমার্স প্রতিষ্ঠান গত ২১ জানুয়ারি মোনার্ক মার্টের ওয়েবসাইট চালু করা হয়। মোনার্ক মার্ট ও মোনার্ক হোল্ডিংস একঝাঁক তরুণ নিয়ে কাজ করে যাচ্ছে।

দেশের সেবায় প্রতিষ্ঠানটি ভূমিকা রাখার প্রত্যাশা নিয়ে সব সময় মানুষের সেবায় কাজ করে যাবে। নিরলসভাবে কাজের মাধ্যমে মোনার্ক মার্ট লিমিটেড ও মোনার্ক হোল্ডিংস লিমিটেড দেশের সেরা প্রতিষ্ঠান হয়ে নেতৃত্ব দিতে চায়।

   Monarch Mart

মোনার্ক মার্ট কি ধরনের ই-কমার্স ওয়েবসাইট?

পৃথিবীতে থাকা প্রথম সারির ৮ দশটা কোম্পানির মতই মোনার্ক মার্ট একটি সম্পূর্ণ মানসম্মত ই-কমার্স প্রতিষ্ঠান যেখান থেকে যে কোন শ্রেণীর মানুষ ইন্টারনেট ব্যবহার করে হাতে থাকা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে পণ্য ক্রয় করতে পারবে যেমনটা আমরা করে থাকি বিডি শপে, দারাজে করে।
বাংলাদেশের ভিতর থেকে যেকোনো সময় যে কেউ এই নতুন প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারবে এবং নির্দিষ্ট সময়ের ভিতর আশা করা যায় প্রডাক্ট ডেলিভারি ও মানসম্মতভাবে পেয়ে যাবে হয়তোবা এখানে প্রোডাক্ট অর্ডার দিয়ে কাউকে ঢুকতে হবে না কারণ শাকিবের একটি নামের ভ্যালু রয়েছে ।
মোনার্ক মার্ট ই-কমার্স জগতে নতুন অভিজ্ঞতার নাম
মোনার্ক মার্ট কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে, মোনার্ক মার্ট অটোমোবাইল, ইলেকট্রনিক্স, ফ্যাশন, স্বাস্থ্য এবং গৃহস্থালি পণ্য, সংগীত, বই, পোষা প্রাণীর সরবরাহ, প্লেসেট, খেলাধুলা এবং বাইরের জিনিসপত্র বিক্রি করবে। নতুন প্রজন্মের এই ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে গ্রাহকরা ঝামেলাহীনভাবে কেনাকাটা করতে পারবেন।
মোনার্ক মার্ট হচ্ছে মোনার্ক হোল্ডিংসের একটি অঙ্গ প্রতিষ্ঠান। বর্তমানে মোনার্ক মার্ট লিমিটেড ও মোনার্ক হোল্ডিংস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসাবে নিয়োজিত আছেন মো. আলমগীর হোসেন। মোনার্ক মার্টের চেয়ারম্যান হিসেবে রয়েছেন সাকিব আল হাসান ও ভাইস চেয়ারম্যান ড. জাবেদ এ মতিন।

COMMENTS

WORDPRESS: 0