মুনজেরিন শহীদ তার ঘরে বসে স্পোকেন ইংলিশ বইতে খুব সুন্দর ভাবে ইংরেজি শেখার অভিনব কৌশল উপস্থাপন করেছেন৷ ইংরেজিতে কিছু লিখতে গেলে প্রথমেই যে জিনিস আমাদে
মুনজেরিন শহীদ তার ঘরে বসে স্পোকেন ইংলিশ বইতে খুব সুন্দর ভাবে ইংরেজি শেখার অভিনব কৌশল উপস্থাপন করেছেন৷ ইংরেজিতে কিছু লিখতে গেলে প্রথমেই যে জিনিস আমাদের মাথায় আসে, সেটা হচ্ছে বাক্য গঠন করব কীভাবে? He আগে হবে নাকি is আগে হবে? এখানে কি exclamation sign হবে, নাকি question mark হবে? অনেকগুলো জিনিস নিয়েই আমরা বিভ্রান্ত হয়ে যাই। কিন্তু সঠিক ভাবে writing practice করলে এই সমস্যাগুলো কাটিয়ে উঠা সম্ভব।
আপনি যদি ইংরেজিতে সঠিক উচ্চারণে অনর্গল কথা বলতে পারেন তবে, আপনি একজন ভাগ্যবান ব্যক্তি। কেননা, এটি পৃথিবীর দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত কথ্য ভাষা।ইংরেজি শেখার গুরুত্ব ঠিক লিখে শেষ করা যাবে না। আজকে আমরা মুনজেরিন শহীদ এর এমনই কিছু টিপস যা ফলো করলে আপনিও হয়ে উঠতে পারেন ইংরেজি লেখায় পারদর্শী। ৫ টি টিপস ফলো করে হোন ইংরেজি লেখালেখিতে গুরু!
১. পড়ুন বেশি করে বলা হয়ে থাকে, Speaking এর জন্য Listening জরুরি এবং Writing এর জন্য Reading জরুরি। এটা কী সত্যি? হ্যাঁ, এটা সত্যি। Speaking শিখতে চাই বলে যে শুধু বলতে পারা শিখলেই হবে, এমনটা কিন্তু না। একই জিনিস Writing এর জন্যও প্রযোজ্য। চারটা সেগমেন্টই নিজেদের সাথে সামঞ্জস্যপূর্ণ। একটা শিখতে হলে পারদর্শিতা চাই ওপরটার মধ্যেও।তাই, ইংরেজি লেখালেখি সমৃদ্ধ করতে হলে পড়তে হবে বেশি করে। এতে ভোকাবুলারি, গ্রামার, বাক্য গঠন বা কোন পরিস্থিতিতে কোন শব্দ বা কোন tone – এ লিখতে হয়, এই সকল বিষয়ে একটা ভালো ধারণ সৃষ্টি হবে। যেমন, যদি আপনাকে নিজের বায়ো অথবা ঠিকানা লিখতে হয়, সেটা কীভাবে লিখলে সব চেয়ে সুন্দর হবে সেটা জানার জন্য বিভিন্ন বই বা ম্যাগাজিন থেকে বিভিন্ন সেম্পল দেখে নেওয়া খুবই ভালো একটা আইডিয়া। এভাবে কাজটা খুব সহজ হয়ে গেলো না?
২. ব্যবহার করুন ইংরেজি অভিধানলেখতে গিয়ে যখনই শব্দ খুঁজে পাবেন না তখন কাজে আসতে পারে অভিধান! তাই সুবিধামত অনলাইন বা বই আকারে আপনার বুকশেল্ফ বা ডিভাইস থাকা চাই ইংলিশ-টু-ইংলিশ এবং বাংলা-টু-ইংলিশ অভিধান। হ্যাঁ, দুইটাই চাই। কারণ অনেক সময় শব্দটা খুঁজে পেলেও দেখা যেতে পারে আপনি এর সঠিক অর্থটা জানেন না।ওহ হ্যাঁ, ডিজিটাল অভিধান ব্যবহার করলে শব্দের Synonym ও Antonym সহ আসল শব্দের উচ্চারণ শুনে নিতে হবে বেশ কয়েকবার।
৩. ঝালাই করে নিন আপনার গ্রামারযদিও আপনাকে গ্রামার পড়তে হবে না, ইংরেজি লেখালেখি শুদ্ধভাবে করতে চাইলে আপনাকে অবশ্যই গ্রামার ঝালাই করে নিতে হবে। Speaking এর চেয়ে Writing – এ গ্রামারের দরকার পড়ে বেশি। একবার ভেবে দেখুন তো কেন? কারণ, সাধারণত কথা বলার চেয়ে লিখা বেশি ফরমাল। একটু ভুল হলে খুব বেশি চোখে লাগবে। তাই লেখার সময় গ্রামার হওয়া চাই একদম পারফেক্ট!
৪. লেখা শেষ হওয়ার আগে এবং পরে করে নিতে হবে প্রুফরিড! একবার ভেবে দেখুন, একটা বাংলা আর্টিকেল পড়ছেন, পড়তে পড়তে আপনি লক্ষ্য করলেন প্রচুর বানান ভুল। আপনার সেটা আর পড়তে ইচ্ছা করবে? একদমই না। কারণ এটা পড়তে খুবই বিশ্রী লাগবে এবং সময়ও বেশি লাগবে। একটু আগে বলেছিলাম না অভিধান সাথে রাখতে? সেই অভিধান দিয়ে দেখতে হবে confusing প্রতিটি শব্দ। ভুল হলে ঠিক করে নিতে হবে। এবং, এটা শুধু লেখা শেষ হওয়ার পরে যে করতে হবে এমনটা না। লেখা শুরু করার পরেও অভিধান ব্যবহার করতে হবে। এতে যখন আপনার লেখা শেষ হবে, তখন দেখবেন আপনার আর কোনো বানান ভুল নেই। ব্যাস্! কাজ শেষ!
৫. ডায়েরি লিখুন ইংরেজিতে! ডায়েরি লিখার অনেক ভালো গুণ আছে। অনেক দিন পর এটা আপনার কাজের স্মৃতিচারণ করবে। কিন্তু ডায়েরি ইংরেজিতে লিখলে এটা স্মৃতিচারণ ছাড়াও আপনাকে সাহায্য করবে ইংরেজি লেখা শিখতে। এর মধ্যে একটি কারণ হচ্ছে আপনি কিন্তু নিজের কাছে নিজে লিখছেন। এতে যেমন আপনার স্বাধীন ভাবে লেখার ক্ষমতা আছে, সেভাবেই আপনি লিখতে পারবেন ছোট ও সহজ ভাষায়। প্রতিদিন এই নিয়ম করে ইংরেজি লেখা আপনার কিন্তু পরবর্তীতে অনেক কাজে আসবে।
ইংরেজিতে অনেকেরই কম বেশি ভীতি থাকে৷ এটি একটি আন্তর্জাতিক বিদেশি ভাষা৷ যারা ইংরেজিতে দুর্লল তাদের মুনজেরিন শহীদ এর লেখা জন্য ‘ঘরে বসে Spoken English’ বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছি৷
মুনজেরিন শহীদ এর ঘরে বসে স্পোকেন ইংলিশ বইয়ের রিভিউ
বইয়ের নামঃ ঘরে বসে Spoken English
লেখকের নামঃ মুনজেরিন শহীদ (Munzereen Shahid)
প্রকাশনীঃ 10 Minuties School
COMMENTS