ভালোবাসা দিবসের ছবি ও ইতিহাস – হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে

Homeসোশ্যাল স্ট্যাটাস

ভালোবাসা দিবসের ছবি ও ইতিহাস – হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে

আমার মতো অনেকেই বলে অত ভালবাসা দিবসের প্রয়োজন কি? প্রতিটি দিন হোক ভালবাসা দিবস। একটু খোঁজ নিলেই দেখা যাবে, এরও এক পুরোনো ইতিহাস আছে? কেন এই ‘ভ্যালেন্ট

কষ্টের স্ট্যাটাস – বুক ফাটানো সেরা কষ্টের স্ট্যাটাস
ফেসবুক প্রোফাইল পিক ডাউনলোড – Facebook Profile Pic 2022
পুতুলের ছবি ডাউনলোড (Cute Doll Images Download 2023)

আমার মতো অনেকেই বলে অত ভালবাসা দিবসের প্রয়োজন কি? প্রতিটি দিন হোক ভালবাসা দিবস। একটু খোঁজ নিলেই দেখা যাবে, এরও এক পুরোনো ইতিহাস আছে? কেন এই ‘ভ্যালেন্টাইন্স ডে’ ? আর কবে থেকেই এই দিবসের এর শুরু ? কেই বা ছিলেন ভ্যালেন্টাইন ? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে হলে ইতিহাসের পথে পেছনে হাঁটতে হবে কয়েক শতাব্দী। এই দিনটির শুরুর গল্পটাও বেশ রঙিন। ভালবাসা দিবসকে কেন্দ্র করে অনেক গল্পই প্রচলিত আছে। আজ ভালবাসা দিবসের সবচেয়ে প্রচলিত দুটো গল্পের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেব।

ভালোবাসা দিবসের ইতিহাস

আমরা বাঙালিরা ভালোবাসা দিবস নিয়ে অনেক উদ্বিগ্ন থাকে। এবং এই ভালোবাসা দিবসকে ঘিরে আমাদের মধ্যে নানা ধরনের জল্পনা-কল্পনা সৃষ্টি হয়। কিন্তু এই ভালোবাসা দিবসের ইতিহাস সম্পর্কে আমরা অনেকেই জানিনা। প্রতিটি দিবসের পেছনে ইতিহাস রয়েছে। ঠিক তেমনি ভালোবাসা দিবসেরও একটি ইতিহাস রয়েছে। তাই আমাদের উচিত ভালোবাসা দিবস উদযাপন করার পূর্বে অবশ্যই ভালোবাসা দিবসের ইতিহাস সম্পর্কে জেনে নেয়া।  চলুন তাহলে জেনে নেই সেই ভালোবাসার সঠিক ইতিহাস, ইতিহাস থেকে আজকের এই ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করা হয়।

ইতালির রোম শহরে ২৬৯ সালে একজন খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক বাস করতেন। যার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন্স। মূলত তার কাজ ছিল ধর্ম প্রচার করা। আর এই ধর্ম প্রচার করাকে কেন্দ্র করে তৎকালীন সময়ের রোম সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস ফ্রেন্ড ভ্যালেন্টাইন্স কে বন্দী করেন। আরে বন্দি করার পেছনে মূল কারণ ছিল তৎকালীন সময়ে খ্রিস্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল।

সেই সময়ে সেন্ট ভ্যালেন্টাইন জৈনিক কারারক্ষী দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন এবং সেইসাথে এসেই পাদ্রী এবং চিকিৎসকের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। কিন্তু তার এই জনপ্রিয়তা রোম সম্রাট মেনে নিতে পারেননি। তাই তিনি তাঁর প্রতি ঈর্ষান্বিত হয়ে মৃত্যুদণ্ড দেন। যেদিন তাকে মৃত্যুদণ্ড দেয়া হয় সেদিন ছিল 14 ই ফেব্রুয়ারি। আর এই ঘটনাকে ৪৯৬ সালে পোপ সেন্ট জেলাসিউও সেই পাদ্রী ও চিকিৎসক সেন্ট ভ্যালেন্টাইন্স এর স্মরণে 14 ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন দিবস হিসেবে ঘোষণা করেন। খ্রিস্টানদের ধর্মের এই  রকম অনেক বিষয়কে কেন্দ্র করে বহু দিবস পালন করা হয়।

কিন্তু কালক্রমে খিস্তি ওদের এই ভ্যালেন্টাইন দিবস  বিনষ্ট হওয়ায় ১৭৭৬ সালে ফ্রান্সের সরকার ভ্যালেন্টাইন উৎসব নিষিদ্ধ করে দেন। অন্যদিকে ইংল্যান্ডের ক্ষমতাসীনরাও একসময় এই উৎসবকে নিষিদ্ধ ঘোষণা করেন। ধীরে ধীরে অস্ট্রিয়া-হাঙ্গেরি জার্মানি পাকিস্তান ইত্যাদি দেশগুলোতে ভ্যালেন্টাইন উৎসব সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। পাকিস্তানের ভ্যালেন্টাইন দিবস নিষিদ্ধ হওয়ার মূল কারণ হচ্ছে এটি একটি ইসলাম বিরোধী দিবস। বর্তমান বাংলাদেশ এই দিবসটি কে অনেকে নিষিদ্ধ বললেও বাংলাদেশ সরকার কর্তৃক এখনো এই দিবসটি কে নিষিদ্ধ করা হয়নি।

বর্তমান সময়ে পাশ্চাত্যে এ ভালোবাসা দিবস মহাসমারোহ ভাবে উদযাপন করা হয়। যুক্তরাষ্ট্রে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে 100 কোটি পাউন্ড ব্যয় করে প্রতিবছর। আর এইগুলো হয় কার্ড ফুল চকলেট অন্যান্য উপহার সামগ্রী ক্রয় করার জন্য। এক জরিপে জানা যায় যে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ২.৫  আদান প্রদান করা হয়।

বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছা

সারা বিশ্ব ১৪ ফেব্রুয়ারি- তে বিশ্ব ভালোবাসা দিবস হিস উদযাপন করা হয়ে থাকে বিভিন্ন অনুষ্ঠানিক ভাবে । তবে ভ্যালেন্টাইন ডে দিনে দেখা যায় যে তরুণ-তরুণীদের মাঝেই বেশি উদযাপন করেত দেখা যায় সারা বিশ্বে । কিন্ত এটি মানুষ মানুষে প্রতি ভালোবাসার জন্য উদযাপন করাটা সঠিক এতে মানুষের মাঝে বিশাল পরিবতণ তৈরি হবে।

আমরা আপনাদের মাঝে বিশ্ব ভালোবাসা দিবস কে কেন্দ্র করে ভালোবাসার এসএমএস নিয়ে এসেছি।  যাতে করে  আপনারা খুব সহজেই নিজের মনের কথা প্রিয়জনদের কাছে প্রকাশ করতে পারেন।

1

যত দূরে থাক না কেনো,
থাকবো তোমারই পাশে,
যেমন করে বৃষ্টি জড়িয়ে থাকে ঘাসে,
তোমার সকল কষ্ট মুছে,
মুখের হাসি ফিরিয়ে দিব।
হৃদয় থেকে বলছি তোমায়,
অনেক বেশি ভালোবাসি।

2

মিষ্টি মেয়ে, মিষ্টি  হেসে, মিষ্টি  কথা বলে
আমায় পাগল করে দিলে,
তোমায় নিয়ে হারিয়ে যাবো ঐ নীল আকাশে,
তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা ভালোবাসা,
আমি শুধু পেতে চাই তোমার ভালবাসা।

3

খুজে দেখো মনের মাঝে,
আমি আছি তোমার স্বপ্নের সাঁজে,
তুমি ভেসে যাও আমার হৃদয় জুড়ে
অনুভুতির সাগরে,
সারা জীবন এভাবেই ভালোবাসে যাব।

4

তোমায় ভেবে হারিয়ে যাই অনেক দূরে
যেখানে রয়েছে  শুধু তোমার ভালোবাসার সূখের নীড়।
সেই নীড়কে আপন করে কাটিয়ে দিতে চাই শত জনম।
তাই আমি কল্পনার সাগরে ভেসে চলে যাই,
তোমার হৃদয় সৈকতে, তুমি দিবেনা ধরা ?

5

জানো পাখি কেন ডাকে?
তোমার ঘুম ভাঙ্গানোর জন্য।
জানো ফুল কেন ফোটে?
তুমি দেখবে তাই।
জানো আকাশ কেন কাঁদে?
মন খারাপ হলে।
জানো তোমাকে পছন্দ করি কেন?
তুমি খুব ভাল লাগে বলে।
আর তোমায় ভাল লাগে বলে তোমায় এত ভালোবাসি।

6

প্রেম মানে হৃদয়ের টান,
প্রেম মানে একটু অভিমান,
প্রেম মানে অফুরন্ত ভালোবাসা।

7

নিজেকে খুজতে গিয়ে তোমাকে পেয়েছি,
নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার ভালবেসেছি,
জীবনকে খুজতে গিয়ে তোমার মত জীবন সঙ্গী পেয়েছি।

8

কে তুমি?
কেন তোমায় আমি খুজি?
কেন তোমায় আমি কল্পনার সাগরে দেখতে পাই?
কেন তোমায় আমি অনুভব করি?
কেন তোমায় আমি চাই?
জানি না, কিছু জানি না,
শুধু জানি আমি তোমায় ভালোবাসি

9

কোনো এক কুয়াশা ভেজা সকালে দেখতে পেয়েছি তোমায়,
সাদাসিধে সাজে এলোমেলো চুলে মুখ ঢেকে যায় তোমার চাঁদ মুখ,
তোমায় দেখে পাগল হয়ে যায় আমার মন
অজান্তেই বলে উঠি তোমায় ভালোবাসি

10

ভালোবাসা নীল আকাশের মত সত্য
শিশির ভেজা ঘাসের মত পবিত্র
কিন্তু সময়ের কাছে আমি পরাজিত
বাস্তবতার কাছে অবহেলিত
তবুও বলব আমি তোমায় ভালোবাসি।

11

আমি যদি বৃষ্টি হতাম
স্পর্শ করতাম তোমার অন্তরকে,
ধুয়ে দিতাম বিষাদকে
মেঘলা বরণ অঙ্গ জুড়ে
তুমি আমায় জড়িয়ে নিতে।
কষ্ট আর পারতাে নাকো
কষ্ট দিতে।
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে

12

ভালােবাসা মানে এক মুঠো রােদ
বসন্তের ঐ হাওয়া
ভালােবাসা মানে মনের সাগরে
স্বপ্নের তরী বাওয়া।
ভালােবাসা মানে শিশির ভেজা
সবুজ ঘাসের জমি ,
ভালােবাসা মানে সব সীমা ছারিয়ে
শুধু তুমি আর আমি।
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে

13

মনের মাঝে জড়িয়ে আছাে
ভুলবো কেমন করে,
মুখটা তােমার ভেসে উঠে
আমার দুটি চোখে,
সুখের বাসা ফিরে পেলাম
তােমার এই মনে,
থাকবে আবার আপন হয়ে
যাবে নাতাে ভুলে,
তােমার হৃদয় ভরিয়ে দেব
আমি গোলাপ হয়ে
আমার জীবনে থাকবে তুমি
সুখের সাথী হয়ে।
হ্যাপি ভ্যালেন্টাইন’স ডে

14

আকাশ হয়ে তারা ফোটাবাে
যামিনী হয়ে চাঁদ ওঠাবাে
হাওয়া হয়ে ফুল ঝরাবাে
সবুজ হয়ে চোখ জুরাবাে
অবুঝ হয়ে মন ভরাবাে
কুসুম হয়ে রঙ ছড়াবাে
পথিক হয়ে পথ দেখাবাে
প্রেম হয়ে মন ভােলাবাে.
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে

15

মিষ্টি চাঁদের মিষ্টি আলাে
বাসি তােমায় অনেক ভালাে,
মিটি মিটি তারার মেলা
দেখবাে তােমায় সারাবেলা,
নিশিরাতে শান্ত ভুবন,
চাইবাে তােমায় সারাজীবন।
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে

16
মনেতে আকাশ হয়ে রয়েছাে ছড়িয়ে
বলােনা কোথায় রাখি তােমায় লুকিয়ে।
থাকি যে বিভাের হয়ে শয়নে স্বপনে
যেওনা হৃদয় থেকে দূরে হারিয়ে
আমি যে ভালােবাসি শুধুই তােমাকে।
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে

17

ভালােবাসার বন্ধন
তােমার আমার মাঝে,
দুখে সুখে বর্ষা বসন্তে
গ্রীষ্মের প্রখর দিনে ,
শীতের অলস দুপুরে
বারাে মাসে তেরাে পার্বনে
পাশে আছি পাশে থাকবাে
চিরবন্ধু হয়ে।
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে

 

ভালোবাসা দিবসের ছবি

ভালোবাসা দিবসের ছবি আমরা বিভিন্ন ভাবে প্রকাশ করে থাকি। তারমধ্যে পিকচার শেয়ার করা হচ্ছে অন্যতম একটি মাধ্যম। আমরা জানি যে, একটি পিকচার মনের সকল কথা বিস্তারিত ভাবে বুঝিয়ে দেয়। তাই আমরা অনেকে পিকচার এর মাধ্যমে নিজেদের প্রিয়জনদের কাছে ভালোবাসার কথা জানিয়ে থাকে। এছাড়াও শুভেচ্ছাবার্তা জানানোর জন্য ফেসবুকে স্ট্যাটাস অথবা যেকোন সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দেওয়ার জন্য একটি পিকচার অন্যতম ভূমিকা পালন করে। আপনাদের সুবিধার্থে আমরা নিম্নে কিছু পিকচার দিচ্ছি।

ভালোবাসা দিবসের ছবি

ভ্যালেন্টাইন্স ডে

ভালোবাসা দিবসের ছবি

ভালোবাসা দিবসের ছবি

ভালোবাসা দিবসের ছবি

ভালোবাসা দিবসের ছবি

ভালোবাসা দিবসের ছবি

ভালোবাসা দিবসের ছবি

ভালোবাসা দিবসের ছবি

ভালোবাসা দিবসের ছবি

ভালোবাসা দিবসের ছবি

ভালোবাসা দিবসের ছবি

ভালোবাসা দিবসের ছবি

ভালোবাসা দিবসের ছবি

হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে

বিশ্বের সব প্রেমিক ভোরের সুর্যের ছড়িয়ে দেয়া আলোর কাছ থেকে দীর্ঘ নিশ্বাসে ভালবাসা সংগ্রহ করে। প্রকৃতি থেকে নেয়া এ ভালবাসা বিলায় সারাদিন একে অন্যের মাঝে।আপনারা ভালোবাসা দিবস এর ইতিহাস জানতে পেরেছেন এবং এর বিস্তারিত জানাতে পেরেছি।  আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে ভালোবাসা দিবস খুব ভালো হবে উদযাপন করুন এই শুভকামনা আপনাদের জন্য রইল। আপনার যদি আমাদের কাছ থেকে ভালোবাসা দিবস সম্পর্কিত আরো তথ্য জানতে চান তাহলে আমাদের নিম্নে কমেন্ট বক্সে জানাতে পারেন। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে….

https://www.youtube.com/watch?v=9PAw2bSOweI

COMMENTS

WORDPRESS: 0