ব্লগ সাইট খোলার নিয়ম আপনি যদি লেখালেখি করতে পছন্দ করেন আর এটা যদি অনলাইনে সংরক্ষণ করে জনগনের জন্য উম্মুক্ত করে দেন তাহলেই ব্লগ সাইট খোলার নিয়
ব্লগ সাইট খোলার নিয়ম
আপনি যদি লেখালেখি করতে পছন্দ করেন আর এটা যদি অনলাইনে সংরক্ষণ করে জনগনের জন্য উম্মুক্ত করে দেন তাহলেই ব্লগ সাইট খোলার নিয়ম জানা প্রয়োজন। এর জন্য দরকার ব্লগ সাইট খোলার নিয়ম সঠিকভাবে জানা। আপনি চাইলে টাকা দিয়ে বা ফ্রিতেও ব্লগ সাইট তৈরি করতে পারেন। আপনি ফ্রিতে কিভাবে ব্লগ তৈরি করা যায় সেটাও জানতে পারবেন। আমাদের মধ্যে অনেকে আছে, প্রতিনিয়ত খাতায় লেখালেখি করি অথবা আমাদের মাথায় নানান রকম আইডিয়া ঘুরপাক খায়।
কিন্তু উপযোক্ত কারো কাছে সেই আইডিয়া বা লেখাগুলোকে পৌঁছাতে পারি না। আর এই সুযোগটি দিচ্ছে ফ্রী ব্লগ সাইটগুলো। এর মধ্যে রয়েছে গুগলের ফ্রী ব্লগ সাইট। একেই বলে এক ঢিলে দুই পাখি মারা। প্রথমত আপনার লেখা বা আইডিয়াগুলো সঠিক মানুষের কাছে পৌঁছে দিলেন, দ্বিতীয়ত এর মাধ্যমে কিছু টাকা ইনকামও করে ফেললেন।

ব্লগ সাইট খোলার নিয়ম
পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য একজন ব্লগারের বেশ কয়েকটি জিনিস জানা দরকার। এর মধ্যে প্রথম হলো কীভাবে একটি গুগল ব্লগস্পট বা ব্লগ সাইট তৈরি করা যায়? গুগল ব্লগ সাইট খোলার নিয়ম কী? একটি ব্লগ সাইট খুলতে হলে আপনাকে ধারাবাহিকভাবে নিচের কাজগুলো করতে হবে-
- প্রথম ধাপ: আপনার ব্লগের একটি নিশ বেছে নিন।
- দ্বিতীয় ধাপ: একটি ব্লগিং প্লাটফর্ম নির্বাচন করুন ।
- তৃতীয় ধাপ: ডোমেইনের নাম ঠিক করে রেজিষ্ট্রেশন করুন ।
- চতুর্থ ধাপ: ওয়েব হোস্টিং কম্পানিতে একাউন্ট খুলুন।
- পঞ্চম ধাপ: হোস্টিং সার্ভারে ব্লগ ইনস্টল করুন।
- ষষ্ঠ ধাপ: ব্লগ সাইট কাস্টোমাইজ করুন।
- সপ্তম ধাপ: কনটেন্ট লেখা শুরু করুন।
- অষ্টম ধাপ: SEO কাজ সম্পন্ন করে কনটেন্ট পাবলিশ করুন।
- নবম ধাপ: ব্লগ সাইট প্রোমোট করুন।
ব্লগ ওয়েবসাইট তৈরির প্লাটফর্ম
ইন্টারনেটে বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে এর মধ্যে ব্লগ একধরনের ওয়েবসাইট। ব্লগ তৈরি করার জন্য আপনাকে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে অথবা অন্য কোন প্ল্যাটফর্ম ওয়েব এর মাধ্যমে ব্লগ ওয়েবসাইট তৈরি করতে হবে। ইন্টারনেট বিভিন্ন ধরনের ব্লগ তৈরি করার প্ল্যাটফর্ম দেখা যায় যেমনঃ ব্লগার, ওয়াডপ্রেস, ওইক্স, জুমলা, মিডিয়াম, উইব্লি, থাম্বেলার ইত্যাদি। এই সকল প্ল্যাটফর্ম গুলোর মধ্যে সবচেয়ে ভালো ব্লগার এবং ওয়ার্ডপ্রেস।
ব্লগার এবং ওয়াডপ্রেস এর মধ্যে সবচেয়ে সহজে ওয়েবসাইট তৈরি করা যায়। ব্লগার গুগলের একটি প্রডাক্ট এবং এটি ব্যবহার করার জন্য কোন টাকা খরচ করতে হয় না অপরদিকে ওয়ার্ডপ্রেস একটি ওয়েবসাইট ম্যানেজমেন্ট সিস্টেম এর জন্য হোস্টিং এর প্রয়োজন হয় যা আপনার কিনতে হবে।
ব্লগ এবং ওয়েবসাইটের মাঝে পার্থক্য কী?
ব্লগ সাইট খোলার নিয়মঃ একটি ব্লগ নিয়মিত আপডেট করতে হয়। অর্থাৎ এখানে প্রতিনিয়ত নতুন কনটেন্ট দিতে হয়। হতে পারে সপ্তাহে দুই-তিনটি কিংবা মাসে একটি। তবে ব্লগ হতে হলে অবশ্যই সেখানে নিয়মিত পোস্ট করতে হবে।
অন্যদিকে, ওয়েবসাইট এত পরিবর্তনশীল নয়। এটি এমন কিছু কনটেন্ট নিয়ে অনলাইনে আসে যার ব্যবহার শুধুমাত্র সেসব কাজের জন্যই হয়ে থাকে, যার জন্য তৈরি করা হয়েছে। যেমন: এসএসসি, এইচএসসি রেজাল্ট দেখার ওয়েবসাইট। এখানে প্রতিবছর এক থেকে দুইবার কিছু আপডেট করার প্রয়োজন হয়, যেখানে নতুন কিছু রোল নাম্বার এর জন্য রেজাল্ট-শীট এড করে দেয়।
তবে, সরকারী ওয়েবসাইটের বাইরে প্রায় সকল ওবেসাইটের সাথেই ব্লগ সেকশান থাকে। এর বিভিন্ন লাভ আছে, যেমন ব্লগ আর্টিকেলের জন্য আসা ভিজিটর ওয়েবসাইট সম্পর্কে জনতে পারে। অর্থাৎ ওয়েবসাইটের ডিজিটাল মার্কেটিং হয়ে গেল আর কি।
ফ্রি ব্লগ সাইট খোলার নিয়ম
যারা ফ্রি ব্লগ সাইট খোলার নিয়ম জানতে চান তারা গুগলের প্রডাক্ট ব্লগার ব্যবহার করতে পারেন। ব্লগার এর মাধ্যমে চমৎকার একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ব্লগার হোস্টিং ফ্রী এবং একটি সাবডোমেন ফ্রী দিয়ে থাকে কিন্তু এর মধ্যে যদি আপনি নিজের ডোমেইন যুক্ত করতে চান তা কিনতে হবে।

ফ্রি ব্লগ সাইট খোলার নিয়ম
ব্লগার এর মধ্যে ওয়েবসাইট তৈরি করা অনেক সহজ অল্প কিছু স্টেপ ফলো করার মাধ্যমে ব্লগার এর মধ্যে ওয়েবসাইট তৈরি করতে পারেন। তাহলে দেখেননি কিভাবে ব্লগার এর মধ্যে ফ্রি ব্লগ ওয়েবসাইট তৈরি করবেন।
- গুগলে গিয়ে সার্চ করুন Blogger লিখে সার্চ করুন।
- Blogger.com এর মধ্যে গিয়ে মেইল সিলেক্ট করে আপনার নাম দিয়ে রেজিষ্ট্রেশন করে ফেলুন।
- রেজিষ্ট্রেশন হওয়ার পরে আপনার সামনে লিখা আসবে create new blog এর মধ্যে ক্লিক করুন।
- এখন আপনার ওয়েব সাইটের টাইটেল, এড্রেস লিখুন এবং একটি থিম সিলেক্ট করে create blog এর মধ্যে ক্লিক করুন।
- সবকিছু ঠিক থাকলে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি হয়ে যাবে এবং সুন্দর একটি ইন্টারফেস দেখাবে যার মাধ্যমে সম্পূর্ণ ওয়েবসাইট কন্ট্রোল করতে পারবেন।
ব্লগ একাউন্ট খোলার জন্য কি কি প্রয়োজন?
- একটি সচল জিমেইল একাউন্ট
- কম্পিউটার
- ইন্টারনেট কানেকশান
- ব্লগিং নিশ
- ব্লগ নাম
ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ ওয়েবসাইট তৈরি
ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ ওয়েবসাইট তৈরি করা অনেক সহজ যদিও এর সাহায্যে বর্তমানে অনেক বড় বড় ওয়েবসাইট তৈরি করা হয়। ওয়ার্ডপ্রেস একটি ওপেনসোর্স ওয়েবসাইট তৈরি করার প্ল্যাটফর্ম। এটি ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করার জন্য একটি ডোমেইন এবং হোস্টিং দরকার। ডোমেইন এবং হোস্টিং ক্রয় করার পরে আপনার ডোমেইন এর নেমসার্ভর পরিবর্তন করে হোস্টিং এর সঙ্গে যুক্ত করুন। যুক্ত হওয়ার পরে হোস্টিং এর কন্ট্রোল প্যানেল এর মধ্যে চলে যান গিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন যেভাবে
- Softaculous Apps Installer এর মধ্যে চলে যান।
- ভিতরে wordpress পারবেন এবং এর মধ্যে ক্লিক করুন।
- Wardpress এর মধ্যে যাওয়ার পর ইন্সটল এর মধ্যে ক্লিক করুন।
- এখন ওয়ার্ডপ্রেস এর ভার্সন, https, ডোমেইন, সাইটের টাইটেল, ডেসক্রিপশন, ইউজার নেইম, পাসওয়ার্ড, ইমেইল, থিম সিলেক্ট আবারও ইমেইল দিয়ে ফর্ম ফিলাপ করুন।
- সবকিছু দেখেনিন ঠিক থাকলে ইন্সটল এর মধ্যে ক্লিক করে ইন্সটল করে ফেলুন।
- এডমিন পেনেল এর মধ্যে লগইন করার সকল তথ্য মেইল এর মধ্যে চলে যাবে।
ব্লগে পোস্ট করার নিয়ম
ব্লগে পোস্ট করার নিয়ম সম্পর্কে জানতে হলে অবশ্যই এসইও সম্পর্কে জানতে হবে। এসইও হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বর্তমানে ব্লগ ওয়েবসাইট এর কমপিটিশন অনেক বৃদ্ধি পেয়েছে এর কারণ এর থেকে ভাল পরিমান অর্থ ইনকাম করা যায়। ব্লগ পোস্ট করার সময় অবশ্যই কিওয়ার্ড সম্পর্কে রিসার্চ করে নিতে হবে। দেখতে হবে মানুষ এই ধরনের তথ্য জানার জন্য কিভাবে সার্চ করে থাকে। এই কি ওয়ার্ড গুলোর উপরে কম্পিটিশন কেমন এই সম্পর্কে ধারণা নিতে হবে।
এই কিওয়ার্ডগুলো বর্তমানে গুগলের মধ্যে রয়েছে কিনা এই সম্পর্কেও ধারণা নিতে হবে। ইউ আর রিচার্জ করার জন্য গুগলের প্লাটফর্ম কী-ওয়ার্ড প্লানেট ব্যবহার করতে পারেন। সবকিছু রিসার্চ করার পর আপনার ফোকাস কিওয়ার্ড এর সাথে সাথে রিলেটেড কিওয়ার্ড গুলো আপনার আর্টিকেল এর মধ্যে বিশ্লেষণ করুন। এর ফলে আপনার আর্টিকেল বিভিন্ন কিওয়ার্ড এ গুগল এর মধ্যে সামনের সারিতে রেংক করবে। এরফলে আপনার ভিজিটরের সংখ্যা অনেক গুণ বৃদ্ধি পাবে।
ব্লগ থেকে কিভাবে আয় করা যায়
ব্লগ ওয়েবসাইট থেকে আয় করার প্রধান মাধ্যম হচ্ছে বিজ্ঞাপন দেখানো। তাছাড়া এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ব্লগ ওয়েবসাইট থেকে ইনকাম করা যায়। ব্লগ ওয়েবসাইট থেকে বিজ্ঞাপনের মাধ্যমে ইনকাম করার সবচেয়ে বিশ্বস্ত মাধ্যম গুগল এডসেন্স। গুগল এডসেন্স সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞাপন প্রতিষ্ঠান যার মাধ্যমে মানুষ তাদের ওয়েবসাইটের মধ্যে বিজ্ঞাপন প্রকাশ করিয়ে থাকে।
তবে যারা নিশ ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করে তাদের জন্য তাদের নিস রিলেটেড অ্যাফিলিয়েট প্রোগ্রাম অনেক ভালো একটি উপার্জন করার মাধ্যম হতে পারে। তাছাড়া অনেক সময় ব্লগার তাদের নিজেদের প্রডাক্ট যেমন ইবুক অথবা অনলাইন কোর্স বিক্রি করে অনেক টাকা ইনকাম করে থাকে।
ব্লগ সাইট খোলার নিয়ম নিয়ে সেরা উপদেশ
যারা চিন্তা করছেন ব্লগ ওয়েবসাইট খোলার জন্য তারা জীবনের প্রথম ব্লগ ওয়েবসাইটটি ব্লগার ওয়েবসাইট এর মধ্যে তৈরি করতে পারেন। চাইলে একটি ডোমেইন নিতে পারেন যার ফলে কিছু টাকা খরচ করার মাধ্যমে একটি ভালো মানের ওয়েবসাইট তৈরি করতে পারবেন ব্লগার সাইট এর মধ্যে।
আপনি যদি ব্লগিং নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে থাকেন তাহলে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যবহার করে আপনার জীবনের প্রথম ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারেন। ওয়ার্ডপ্রেস এর মধ্যে কখনও না কখনও আপনাকে আপডেট হতে হবে ব্লগার থেকে।
আপনার ব্লগ ওয়েবসাইটি ভালোভাবে কাস্টমাইজ ডিজাইন এবং এসইও ফ্রেন্ডলি তৈরি করার জন্য ওয়ার্ডপ্রেস বেস্ট। আপনি যখন ওয়াডপ্রেস এর মধ্যে ওয়েবসাইট তৈরি করবেন তখন ওয়েবসাইটের সকল কন্ট্রোল চলে আসবে আপনার হাতে। তা এখন আপনি চিন্তা করুন আপনার ওয়েব সাইটটি কোন প্ল্যাটফর্ম এর মধ্যে তৈরি করা ভালো হবে বলে মনে হয়।
আশা করি আজকের ব্লগ সাইট খোলার নিয়ম পোস্টটি আপনার ভাল লেগেছে। যদি কারোর ব্লগ তৈরি করতে কোন রকম সমস্যা হয় তবে কমেন্ট করে জানাবেন আর আমাদের পোস্ট আপনার ভালো লাগলে বন্ধুদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন ধন্যবাদ।
COMMENTS