ব্রাজিল বনাম আর্জেন্টিনার পরিসংখ্যানে কে এগিয়ে? কোপা আমেরিকার সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল ব্রাজিল। সে সঙ্গে ৩-২ গোলে কল
ব্রাজিল বনাম আর্জেন্টিনার পরিসংখ্যানে কে এগিয়ে? কোপা আমেরিকার সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল ব্রাজিল। সে সঙ্গে ৩-২ গোলে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেলো লিওনেল মেসির দল আর্জেন্টিনা। ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হলো আর্জেন্টাইনরা। এখন ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ল্যাতিন আমেরিকার এই দুই পরাশক্তি।
এই ম্যাচের আগে ফেভারিট কোন সন্দেহ ছাড়াই ব্রাজিল। কিন্তু প্রতিপক্ষ দলটি যেহেতু আর্জেন্টিনা এবং তাদের মেসি তাই হতে পারে যেকোন কিছুই। তবে শক্তি আর বিচারে ব্রাজিল ফেভারিট হলেও কোপা আমেরিকার ইতিহাস বলছে অন্য কথা।
এই ম্যাচের আগে ব্রাজিল ও আর্জেন্টিনা সব মিলিয়ে ১০৯টি ম্যাচে মুখোমুখি হয়েছিল। এই ১০৯ ম্যাচের মধ্যে ব্রাজিল জিতেছে ৪৫টি, আর্জেন্টিনা জিতেছে ৩৯ টি এবং ড্র হয়েছে বাকি ২৫টি ম্যাচ।
রেকর্ড | ম্যাচ | আর্জেন্টিনা | ব্রাজিল | ড্র |
---|---|---|---|---|
মোট ম্যাচ | ১০৪ | ৩৮ | ৪০ | ২৬ |
বিশ্বকাপ | ৪ | ১ | ২ | ১ |
বিশ্বকাপ বাছাইপর্ব | ৮ | ২ | ৪ | ২ |
কনফেডারেশনস কাপ | ১ | ০ | ১ | ০ |
কোপা আমেরিকা | ৩২ | ১৫ | ৯ | ৮ |
প্রীতি ম্যাচ | ৫৯ | ২০ | ২৪ | ১৫ |
সব মিলিয়ে ব্রাজিল এগিয়ে থাকলেও কোপা আমেরিকায় পিছিয়ে আছে ব্রাজিল। কোপা আমেরিকায় এই দুই দল মুখোমুখি হয়েছে ৩২টি ম্যাচে। এই ৩২ ম্যাচের মধ্যে ব্রাজিল জিতেছে ব্রাজিল জিতেছে মাত্র ৯টি ম্যাচ। আর্জেন্টিনা জিতেছে ১৫টি ম্যাচ। ৭টি ম্যাচ হয়েছে ড্র। এই সময়ে ব্রাজিল গোল করেছে ৩৭টি এবং হজম করেছে ৫১টি।
COMMENTS