বিপিএল 2022 সব দলের স্কোয়াড প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বিপিএল টুর্নামেন্টের অষ্টম আসর শুরু হবে ২০২২ সালের ২১ জানুয়ারি
বিপিএল 2022 সব দলের স্কোয়াড প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বিপিএল টুর্নামেন্টের অষ্টম আসর শুরু হবে ২০২২ সালের ২১ জানুয়ারি, এবং তা চলবে ২৯ দিন। বিপিএল ২০২২ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে বাংলাদেশের টুর্নামেন্টটির অষ্টম আসর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্রমতে বিপিএলের আসরটি শুরু হবে ২০২২ সালের ২১জানুয়ারি, চলবে ২৯ দিন।
এবারের বিপিএলে ”এ” ক্যটাগরতে দেশীয় প্লেয়ারদের সর্বোচ্চ পারিশ্রমিক ধরেছে (বিসিবি) যা হল ৭০ লাখ। তাহলে দেখে নিন বিপিএল 2022 সব দলের স্কোয়াড।
বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় টুনামেন্ট হল বিপিএল। এর মধ্যে ৮ টি দলের মধ্যে ৬ টি নির্বাচিত করেছে বাংলােদেশের ক্রিকেট সংস্থা বিসিবি। ৩৪ টি ম্যাচ নিয়ে ২০২২ সালের জানুয়ারীর ২০ তারিখে শুরু হবে বিপিএলের ৮ম আসর। টুনামেন্ট চলবে ৩৬ দিন। বিপিএল 2022 সব দলগুলো হল : বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও খুলনা।
বিপিএল 2022 কোন দলের মালিক কে?
১। বরিশাল দলের মালিক ফরচুন গ্রুপ
২। সিলেট সিক্সেস দলের মালিক প্রগতি গ্রুপ
৩। ঢাকা দলের মালিক মিনিস্টার
৪। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের মালিক আকতার গ্রুপ
৫। খুলনা টাইগার্স এর মালিক মাইন্ড ট্রি গ্রুপ
৬। কুমিল্লা ভিক্টোরিয়ানস এর মালিক নাফিসা কামাল
বিপিএল 2022 স্টেডিয়ামের তালিকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2022 তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। লিগ পর্ব, প্লে অফ এবং গ্র্যান্ড ফাইনালের জন্য এই ভেন্যুতে মোট 36 টি ম্যাচ খেলা হবে। বিপিএল 2022 ভেন্যু হল:
- ঢাকার শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম
- চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
- সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
বিপিএল 2022 সব দলের স্কোয়াড
বিপিএল 2022 সব দলের স্কোয়াড: বিপিএলে মোট ছয়টি দল অংশ নেবে এবং তারা চ্যাম্পিয়নশিপ ট্রফির জন্য লড়বে। কিন্তু এই দলগুলো বিসিবি থেকে মাত্র এক বছরের চুক্তি পেয়েছে, লিগের আসন্ন বিপিএল সংস্করণ থেকে খুব কম দলই ছিটকে যেতে পারে। 2022 সংস্করণের জন্য বিপিএল দলের তালিকা নীচে রয়েছে
- ঢাকা
- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
- ফরচুন বরিশাল
- সিলেট সানরাইজার্স
- খুলনা টাইগার্স
- কুমিল্লা ভিক্টোরিয়ান্স
ফরচুন বরিশাল স্কোয়াড ২০২২
দেশি ক্রিকেটার
- সাকিব আল হাসান
- নুরুল হাসান সোহান
- নাজমুল ইসলাম শান্ত
- মেহেদী হাসান রানা
- ফজলে মাহমুদ
- তাওহিদ হৃদয়
- জিয়াউর রহমান
- সফিকুল ইসলাম
- শইকত আলি
- নাঈম হাসান
- তাইজুল ইসলাম
- সালমান হোসেন
- ইরফান শুক্কর
বিদেশি ক্রিকেটার :
- মুজিবুর রহমান (আফগানিস্তান)
- ধানুস্কা গুনাথিলাকা (শ্রীলকা)
- ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)
- ওবেদ ম্যাককয় (ওয়েস্ট ইন্ডিজ)
- আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ)
- নিরোসান ডিকওয়েলা (শ্রীলকা)
সিলেট সানরাইজার্স স্কোয়াড ২০২২
দেশি ক্রিকেটার :
- তাসকিন আহমেদ
- মোসাদ্দেক হোসেন সৈকত
- মোহাম্মাদ মিথুন
- আল- আমিন হোসেন
- নাজমুল ইসলাম
- এনামুল হক বিজয়
- সোহাগ গাজী
- অলোক কপালি
- মুক্তার আলী
- জুবায়ের হোসেন লিখন
- মিজানুর রহমান
- শফিউল হায়রাত
- নাদিফ চৌধুরি
- সানজামুল ইসলাম
বিদেশি ক্রিকেটার :
- দিনেস চান্দিমাল (শ্রীলকা)
- সিরাজ আহমেদ (আরব আমিরাত)
- রাবি বোপারা (ইংল্যান্ড)
- অ্যাঞ্জেলো পেরেরা (শ্রীলকা)
- ক্যাসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)
- কলিন ইনগ্রাম (সাউদ আফ্রিকা)
ঢাকা স্টার্স স্কোয়াড ২০২২
দেশি ক্রিকেটার :
- মাশরাফি বিন মুতুর্জা
- মাহমুদুল্লাহ রিয়াদ
- তামিম ইকবাল
- রুবেল হোসেন
- শুভাগত হোম
- মোহাম্মাদ নাঈম শেখ
- আরাফাত সানি
- ইমরান উজ্জামান
- শফিউল ইসলাম
- জহুরুল ইসলাম
- সামসুর রহমান
- ইবাদত হোসেন
বিদেশি ক্রিকেটার :
- মোহাম্মাদ শেহজাদ (আফগানিস্তান)
- কাইস আহমেদ (আফগানিস্তান)
- ইসুরু উডানা (শ্রীলকা)
- নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান)
- ফজলহক ফারুকী (আফগানিস্তান)
চট্রগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড ২০২২
দেশি ক্রিকেটার :
- নাসুম আহমেদ
- শরিফুল ইসলাম
- আফিফ হোসেন
- শামীম পাটোয়ারী
- মুকিদুল ইসলাম
- রেজাউর রহমান রাজা
- মৃত্যুঞ্জয় চৌধুরী
- মেহেদী হাসান মিরাজ
- নাঈম ইসলাম
বিদেশি ক্রিকেটার :
- চাদউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ)
- রায়াত এমরিট (ওয়েস্ট ইন্ডিজ)
- উইল জ্যাকস (ইংল্যান্ড)
- কেনার লুইস (ওয়েস্ট ইন্ডিজ)
- বেনি হাওয়েল (ইংল্যান্ড)
খুলনা টাইগার্স স্কোয়াড ২০২২
দেশি ক্রিকেটার :
- মুশফিকুর রহিম
- শেখ মেহেদি হাসান
- সৌম্য সরকার
- কামরুল ইসলাম
- ইয়াসির আলি
- ফরহাদ রেজা
- রনি তালুকদার
- খালেদ আহমেদ
- জাকির আলী
- নাবিল সামাদ
বিদেশি ক্রিকেটার :
- থিসারা পেরেরা (শ্রীলকা)
- নাভিন উল হক (আফগানিস্তান)
- ভানুকা রাজাপাকশে (শ্রীলকা)
- সেকুগে প্রসন্ন (শ্রীলকা)
- সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)
কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড ২০২২
দেশি ক্রিকেটার :
- মোস্তাফিজুর রহমান
- লিটন দাস
- শহিদুল ইসলাম
- ইমরুল কায়েস
- তানভীর ইসলাম
- আরিফুল হক
- নাহিদুল ইসলাম
- মাহমুদুল হাসান জয়
- সুমন খান
- মুমিনুল হক
- মাহিদুল ইসলাম
- পারভেজ হোসেন
- আবু হায়দার
বিদেশি ক্রিকেটার :
- মঈন আলী (ইংল্যান্ড)
- ফাফ ডু প্লেসি (সাউদ আফ্রিকা)
- সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ)
- কুশল মেন্ডিস (শ্রীলকা)
- ওশানে থমাস (ওয়েস্ট ইন্ডিজ)
এই ছিলো বিপিএল 2022 সব দলের স্কোয়াড লিস্ট। আমরা সবর্দা আপনাদের কে সঠিক তথ্য দিয়ে সাহায্য করি। যদি কেউ আমাদের ভুল ধরিয়ে দিতে পারে তাহলে তাকে পুরস্কৃত করা হবে। বিপিএল ২০২২ নিলামের পর যদি কোন টিম প্লেয়ার কিনে থাকে সেই লিস্ট এখানে নেই।
COMMENTS