৫০+ বাংলা প্রেমের কবিতা

Homeসোশ্যাল স্ট্যাটাস

৫০+ বাংলা প্রেমের কবিতা

বাংলা প্রেমের কবিতা: আস্সালামু আলাইকুম প্রেমের কবিতা পোষ্টে আপনাদের স্বাগত্বম। আজকে আমরা ৫০+ ভালোবাসার কবিতা বা প্রেমের কবিতা আপনাদের শেয়ার করব। আশা ক

সেরা প্রেমের কবিতা ও প্রেমের ছন্দ | Bangla Premer Kobita
Best Facebook Status Bangla 2022
ফেসবুক স্ট্যাটাস ছবি ও আনলিমিটেড স্মার্ট ফেসবুক স্ট্যাটাস ২০২২

বাংলা প্রেমের কবিতা: আস্সালামু আলাইকুম প্রেমের কবিতা পোষ্টে আপনাদের স্বাগত্বম। আজকে আমরা ৫০+ ভালোবাসার কবিতা বা প্রেমের কবিতা আপনাদের শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।

আজকের পোষ্টে থাকবে কিছু অসম্ভব সুন্দর প্রেমের কবিতা, ভালোবাসার কবিতা (Valobasar Kobita), রোমান্টিক প্রেমের কবিতা, ফুল নিয়ে প্রেমের কবিতা, আধুনিক প্রেমের কবিতা, ছোট প্রেমের কবিতা সমগ্র, প্রেমের ছড়া, মিষ্টি প্রেমের কবিতা, ভালোবাসার প্রেমের কবিতা।

আরও পড়ুন –

প্রেমের কবিতা ও ভালোবাসার কবিতা

প্রেমের কবিতা : আপনার নিশ্চই একজন ভালোবাসার মানুষ রয়েছে। তাই অপনার ভালোবাসার মানুষটাকে খুশি করার জন্য ভালোবাসার বা প্রেমের কবিতা খুজছেন, তাই না? তাহলে আপনি সঠিক স্থানেই এসেছেন।

আজ আমারা আপনার ভালোবাসার মানুষটার জন্য কিছু সুন্দর সুন্দর প্রেম বা ভালোবাসার কবিতা উপহার দিব। এই প্রেম ভালোবাসার কবিতা গুলো আপনার প্রেমকে আরও রোমান্টিক করে তুলবে।

আপনি যেহেতু প্রেম করেন সেহেতু আপনার প্রেমের মানুষটাকে খুশি করার জন্য প্রেমের সুন্দর সুন্দর কবিতা বিভিন্ন জায়গায় খোজাখুজি করেন। কারন, প্রেমে পড়লে অনেকের ভিতরে কবি হওয়া স্বাদ জাগে। আজ কিছু সেরা প্রেমের কবিতা শেয়ার করব। যেগেুলো পড়ার পর আপনার প্রেমিক বা প্রেমিকার মনে আপনার প্রতি ভালোবাসা বেড়ে যাবে। ভালোবাসার কবিতা

অসম্ভব সুন্দর প্রেমের কবিতা

প্রেমের কবিতা বা ভালবাসার কবিতা পড়তে ও শুনতে আমরা সবাই পছন্দ করি। বিশেষকরে প্রেমের কবিতা (Premer Kobita) এর প্রতি আমাদের সবার আগ্রহ একটু বেশি থাকে। আজ আমরা ৫০টি অসম্ভব সুন্দর প্রেমের কবিতা আপনাদের সাথে শেয়ার করব। প্রেম ভালোবাসার প্রতি যাদের দূর্বলতা আছে, তাদের অবশ্যই এই রোমান্টিক প্রেমের কবিতা পছন্দ হবে।

ডালটি হলো সবুজ, ফুলটি হলো লাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল।
ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন, তুমি আসলে দুজন মিলে সাজাবো জীবন। চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা তুমি আসলেই ডাউনলোডে দিবো আনলিমিটেড ভালোবাসা।
আজ ছন্দ মহলে মিলছে দুটি মন, মনে মনে বলবে ওরা কথা যে সারাক্ষন, কথার মাঝে থাকবে গভীর ভালোবাসা, ভালোবাসার মাঝে থাকবে দুটি মনের বেকুলতা
স্কুল লাইফে তোমায় দেখি কলেজ লাইফে প্রেম, হাতের মাঝে উল্কি এঁকে লিখেছি তোমার Name..
জল জমে থাকা কাচে জ্বর হয়ে থাকা আঁচে তুমিও থাকো অসুখের মতো কী ভীষণ ছোঁয়াচে!
আমিও চলে যেতেই পারতাম, তোমার মতো আমার বুকেও জমছে অথৈ কান্না, ক্ষত তবুও আমি থেকেই গেছি, কোথাও যাইনি তোমায় ভুলে, অন্য মানুষ খুঁজতে চাইনি!
সেখানে তোমর চিহ্ন, যেখানে পেতেছি বুক ছিন্ন পালের নৌকা জেনেছে, ভেসে যাওয়া যতটুক। সেখানে তোমার সীমানা, যেখানে থেমেছি আমি তুমি ছাড়া আর সকলে জেনেছে, তুমি অন্তর্যামী।
পথের ধুলোয় পায়ের ছাপটি আঁকা ছাপের ভেতর মন কেমনের সুর। চলে গিয়ে চোখের আড়াল হলেও মনের আড়াল কোথায়, কত দূর?
তোমার একটা নাম থাকুক আমার দেয়া মেঘের মেয়ে, নদী কিংবা জলজ খেয়া আমার দেয়া একখানা নাম তোমার থাকুক না হয় আমি হারিয়ে গেলেও একলা একা সন্ধা তারা সেই নামেই তোমায় ডাকুক।
আমার তকেই ভাবা ভোর চোখে শাপলা-শালুক ঘোর। থাকুক শাপলা-শালুক ঘোর থাকুক টুপ জেলেদের ভোর থাকুক ছন্নছাড়া রাত তর হাতের ভীতর হাত। থাকুক তর পায়েতে পা তুই অন্যতো কেউ না।
আমি হলাম সাগর তুমি হলে ঢেউ, চুপি চুপি প্রেম করবো জানবে নাতো কেউ।
তোমার একটা নাম থাকুক আমার দেয়া মেঘের মেয়ে, নদী কিংবা জলজ খেয়া আমার দেয়া একখানা নাম তোমার থাকুক না হয় আমি হারিয়ে গেলেও একলা একা সন্ধা তারা সেই নামেই তোমায় ডাকুক।

💖রোমান্টিক প্রেমের কবিতা

পাখির ঠোঁটে চিঠি দিলাম, তুমি খুলে পড়ো। স্বপ্ন দেখে ভয় পেলে হাতটা চেপে ধরো। রাত জাগা পাখির মত জেগে আছি আমি, মনটা আমার জানতে চায় কেমন আছো তুমি ?
রাতের আকাশে অনেক তারা। একলা লাগে তােমাকে ছাড়া। শুধু ভাবি তােমার কথা। কেমন আছাে আমাকে ছাড়া ?
এমন জলের রাতে নদী হই যদি যদি—তোমাকে জমা রাখি বুক অবধি। আধারের রং ছুঁয়ে তুমিও খানিক আমায় জমিয়ে রেখো বুকের বাঁ দিক।
কিছুটা মেঘের মতো ছাড়া যদি নামে কিছুটা বিষাদ আসে বিকেলের খামে সকালের মিহি রোদে, রাত হয়ে যায় জেনে নিও, খুঁজে আর পাবে না আমায়।
একটা তোমার মতো চাঁদের জন্য মেয়ে আমি জোছনা সকল হেলায় ভুলে থাকি। একটা তোমার মতো মনের জন্য মেয়ে আমি হৃদয়টাকে যত্নে তুলে রাখি।
চেনা রাস্তায়, দেখা হয়ে গেলে হয়ে যাবে কী, খুব অচেনা? কেনা সস্তায়, ঢাকা সানগ্লাস চোখে রয়ে যাবে কী, জল অজানা!
এলোকেশী মেয়ে কার পথ চেয়ে, মেলেছিলে ঐ কেশ? পথ চাওয়া শেষে, এসেছিল কী সে? ছুয়ে মেঘ অনিমেষ। এলোকেশী মেয়ে, মেঘবেলা ধেয়ে, এসেছে কী তার ঢল? তুমি কার জলে, তোমার ভেজালে? ভাসালেই প্রেমাচল! দেখেনিতো চেয়ে, এলোকেশী মেয়ে, আর কেউ ছিল তার কী বিষাদে পুড়ে, তার বুক জুড়ে, কেঁদেছে বিরহী সেতার।

ছোট প্রেমের কবিতা:💕

বন্দু আমার প্রেমের দেশে……
থাকো অনেক দুরে,,,,,,,,
মনের ডানায় দুরের দেশে,,,,,,,,
উড়ে যাই দুরে।
——————————————————-
পরানে আগুন দিয়া দরদী,,,,,,,,,
পুড়লি আমার অন্তর,,,,।
পোড়া অন্তরে রাখি তরে,,,,,,,
একঘরে বসবাস অনন্তর…..।
——————————————————-
তুমি আমার মনের রাধা,,,,,
আমি কৃষ্ণ মাধূরায়,,,,।
প্রেমের জোয়ড় বাইছো বুকে……
উজান ভাটির যমুনায়।
——————————————————-
তোমার প্রেমে পুড়ে আমার
দেহ করলাম মাঠি,,,,,,,,।
তোমার প্রেমে পুড়ে আমার
প্রেমে হলো খাটিঁ…..।
——————————————————-
শীতের কালে ভালো লাগে
নরম গরম পিঠা,,,,,
যৌবন কালে প্রেমের মজা
লাগে অনেক মিঠা।
  বাংলা প্রেমের কবিতা

 

💓Bangla Premer Kobita💓

Hajar tara chaina ami,,, akti chad chai
Hajar ful chaina ami,,,, ajkti gulap chai
Hajar jonom chaina ami,,,,, akti jonom chai
sai jonom a jano sodu 2my ami pai
—————————————————————————–
Sodu 2md acho thai,,,, ami kotha kuja pai
Dur hota ami tai,,,,, 2my dhaka jai
2md akto haso tai ami chader misty alo pai
—————————————————————————–
Ami holam akash,,,, Kosto amr magh
Jusna amr abegh,,,,, Bristy ami Kanna
Rud amr Hasi,,,,, ki kora bujbha—
Bhondu tumay ami kotho Bhalobasi
—————————————————————————–
Prem mane Hridoyer Tan,
Prem Mane Akto Obhiman,
2ti Phakir 1ti Nir,
1ti nodir 2ti Thir,
2ti moner 1ti asha,,,,, ar nam Bhalobasa
—————————————————————————–
Obhimani Bondhu tumi kico Vujona,
Ki Kora Bujabo Tumay moner badhona,
Tumaka Ki Shob Khula Boltha Hoy,
Amon Kico Kotha Acha Buja Nita Hoy.
 
বিঃদ্রঃ উপরের প্রেমের কবিতা (premer kobita) গুলো এবং ভালোবাসার কবিতা (Valobasar Kobita) গুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে। বেশিরভাগ ফেসবুক থেকে আমরা সংগ্রহ করেছি। যদি কোন ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
 
৫০+ প্রেমের কবিতা আশা করি আপনাদের ভালো লেগেছে। আরও বাংলা কবিতা সংগ্রহ করতে স্ট্যাটাস ক্যাটাগরি দেখুন।
 

COMMENTS

WORDPRESS: 0