বাংলা প্রেমের কবিতা: আস্সালামু আলাইকুম প্রেমের কবিতা পোষ্টে আপনাদের স্বাগত্বম। আজকে আমরা ৫০+ ভালোবাসার কবিতা বা প্রেমের কবিতা আপনাদের শেয়ার করব। আশা ক
বাংলা প্রেমের কবিতা: আস্সালামু আলাইকুম প্রেমের কবিতা পোষ্টে আপনাদের স্বাগত্বম। আজকে আমরা ৫০+ ভালোবাসার কবিতা বা প্রেমের কবিতা আপনাদের শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।
আজকের পোষ্টে থাকবে কিছু অসম্ভব সুন্দর প্রেমের কবিতা, ভালোবাসার কবিতা (Valobasar Kobita), রোমান্টিক প্রেমের কবিতা, ফুল নিয়ে প্রেমের কবিতা, আধুনিক প্রেমের কবিতা, ছোট প্রেমের কবিতা সমগ্র, প্রেমের ছড়া, মিষ্টি প্রেমের কবিতা, ভালোবাসার প্রেমের কবিতা।
আরও পড়ুন –
প্রেমের কবিতা ও ভালোবাসার কবিতা
প্রেমের কবিতা : আপনার নিশ্চই একজন ভালোবাসার মানুষ রয়েছে। তাই অপনার ভালোবাসার মানুষটাকে খুশি করার জন্য ভালোবাসার বা প্রেমের কবিতা খুজছেন, তাই না? তাহলে আপনি সঠিক স্থানেই এসেছেন।
আজ আমারা আপনার ভালোবাসার মানুষটার জন্য কিছু সুন্দর সুন্দর প্রেম বা ভালোবাসার কবিতা উপহার দিব। এই প্রেম ভালোবাসার কবিতা গুলো আপনার প্রেমকে আরও রোমান্টিক করে তুলবে।
আপনি যেহেতু প্রেম করেন সেহেতু আপনার প্রেমের মানুষটাকে খুশি করার জন্য প্রেমের সুন্দর সুন্দর কবিতা বিভিন্ন জায়গায় খোজাখুজি করেন। কারন, প্রেমে পড়লে অনেকের ভিতরে কবি হওয়া স্বাদ জাগে। আজ কিছু সেরা প্রেমের কবিতা শেয়ার করব। যেগেুলো পড়ার পর আপনার প্রেমিক বা প্রেমিকার মনে আপনার প্রতি ভালোবাসা বেড়ে যাবে।
অসম্ভব সুন্দর প্রেমের কবিতা
প্রেমের কবিতা বা ভালবাসার কবিতা পড়তে ও শুনতে আমরা সবাই পছন্দ করি। বিশেষকরে প্রেমের কবিতা (Premer Kobita) এর প্রতি আমাদের সবার আগ্রহ একটু বেশি থাকে। আজ আমরা ৫০টি অসম্ভব সুন্দর প্রেমের কবিতা আপনাদের সাথে শেয়ার করব। প্রেম ভালোবাসার প্রতি যাদের দূর্বলতা আছে, তাদের অবশ্যই এই রোমান্টিক প্রেমের কবিতা পছন্দ হবে।
ডালটি হলো সবুজ, ফুলটি হলো লাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল। |
ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন, তুমি আসলে দুজন মিলে সাজাবো জীবন। চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা তুমি আসলেই ডাউনলোডে দিবো আনলিমিটেড ভালোবাসা। |
আজ ছন্দ মহলে মিলছে দুটি মন, মনে মনে বলবে ওরা কথা যে সারাক্ষন, কথার মাঝে থাকবে গভীর ভালোবাসা, ভালোবাসার মাঝে থাকবে দুটি মনের বেকুলতা |
স্কুল লাইফে তোমায় দেখি কলেজ লাইফে প্রেম, হাতের মাঝে উল্কি এঁকে লিখেছি তোমার Name.. |
জল জমে থাকা কাচে জ্বর হয়ে থাকা আঁচে তুমিও থাকো অসুখের মতো কী ভীষণ ছোঁয়াচে! |
আমিও চলে যেতেই পারতাম, তোমার মতো আমার বুকেও জমছে অথৈ কান্না, ক্ষত তবুও আমি থেকেই গেছি, কোথাও যাইনি তোমায় ভুলে, অন্য মানুষ খুঁজতে চাইনি! |
সেখানে তোমর চিহ্ন, যেখানে পেতেছি বুক ছিন্ন পালের নৌকা জেনেছে, ভেসে যাওয়া যতটুক। সেখানে তোমার সীমানা, যেখানে থেমেছি আমি তুমি ছাড়া আর সকলে জেনেছে, তুমি অন্তর্যামী। |
পথের ধুলোয় পায়ের ছাপটি আঁকা ছাপের ভেতর মন কেমনের সুর। চলে গিয়ে চোখের আড়াল হলেও মনের আড়াল কোথায়, কত দূর? |
তোমার একটা নাম থাকুক আমার দেয়া মেঘের মেয়ে, নদী কিংবা জলজ খেয়া আমার দেয়া একখানা নাম তোমার থাকুক না হয় আমি হারিয়ে গেলেও একলা একা সন্ধা তারা সেই নামেই তোমায় ডাকুক। |
আমার তকেই ভাবা ভোর চোখে শাপলা-শালুক ঘোর। থাকুক শাপলা-শালুক ঘোর থাকুক টুপ জেলেদের ভোর থাকুক ছন্নছাড়া রাত তর হাতের ভীতর হাত। থাকুক তর পায়েতে পা তুই অন্যতো কেউ না। |
আমি হলাম সাগর তুমি হলে ঢেউ, চুপি চুপি প্রেম করবো জানবে নাতো কেউ। |
তোমার একটা নাম থাকুক আমার দেয়া মেঘের মেয়ে, নদী কিংবা জলজ খেয়া আমার দেয়া একখানা নাম তোমার থাকুক না হয় আমি হারিয়ে গেলেও একলা একা সন্ধা তারা সেই নামেই তোমায় ডাকুক। |
💖রোমান্টিক প্রেমের কবিতা
পাখির ঠোঁটে চিঠি দিলাম, তুমি খুলে পড়ো। স্বপ্ন দেখে ভয় পেলে হাতটা চেপে ধরো। রাত জাগা পাখির মত জেগে আছি আমি, মনটা আমার জানতে চায় কেমন আছো তুমি ? |
রাতের আকাশে অনেক তারা। একলা লাগে তােমাকে ছাড়া। শুধু ভাবি তােমার কথা। কেমন আছাে আমাকে ছাড়া ? |
এমন জলের রাতে নদী হই যদি যদি—তোমাকে জমা রাখি বুক অবধি। আধারের রং ছুঁয়ে তুমিও খানিক আমায় জমিয়ে রেখো বুকের বাঁ দিক। |
কিছুটা মেঘের মতো ছাড়া যদি নামে কিছুটা বিষাদ আসে বিকেলের খামে সকালের মিহি রোদে, রাত হয়ে যায় জেনে নিও, খুঁজে আর পাবে না আমায়। |
একটা তোমার মতো চাঁদের জন্য মেয়ে আমি জোছনা সকল হেলায় ভুলে থাকি। একটা তোমার মতো মনের জন্য মেয়ে আমি হৃদয়টাকে যত্নে তুলে রাখি। |
চেনা রাস্তায়, দেখা হয়ে গেলে হয়ে যাবে কী, খুব অচেনা? কেনা সস্তায়, ঢাকা সানগ্লাস চোখে রয়ে যাবে কী, জল অজানা! |
এলোকেশী মেয়ে কার পথ চেয়ে, মেলেছিলে ঐ কেশ? পথ চাওয়া শেষে, এসেছিল কী সে? ছুয়ে মেঘ অনিমেষ। এলোকেশী মেয়ে, মেঘবেলা ধেয়ে, এসেছে কী তার ঢল? তুমি কার জলে, তোমার ভেজালে? ভাসালেই প্রেমাচল! দেখেনিতো চেয়ে, এলোকেশী মেয়ে, আর কেউ ছিল তার কী বিষাদে পুড়ে, তার বুক জুড়ে, কেঁদেছে বিরহী সেতার। |
ছোট প্রেমের কবিতা:💕

COMMENTS