টেলিটক বর্ণমালা সিম কি শুধুমাত্র বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য। বিশেষ সুবিধা সম্বলিত এই সিমটি বাংলাদেশের যে কোন শিক্ষার্থী ব্যবহার করতে পারবে। আপনি যদ
টেলিটক বর্ণমালা সিম কি শুধুমাত্র বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য। বিশেষ সুবিধা সম্বলিত এই সিমটি বাংলাদেশের যে কোন শিক্ষার্থী ব্যবহার করতে পারবে। আপনি যদি টেলিটক বর্ণমালা সিম সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে এই নিবন্ধটি আপনার জন্য।
আমাদের দেশের কোম্পানী টেলিটক। টেলিটক ছাত্র/ছাত্রীদের জন্য এরকমই একটি বিশেষ সিম নিয়ে এসেছে যেখানে এতগুলো সুবিধা পাওয়া যাচ্ছে। এই বিশেষ সিমটির নাম হলো বর্ণমালা (Bornomala)।
টেলিটক বর্ণমালা সিমের অফার
টেলিটক বর্ণমালা সিম কি শুধুমাত্র স্টুডেন্টদের জন্য হওয়ায় এই সিমের স্পেশাল অফার থাকে। যেমন টেলিটক বর্ণমালা সিমের স্পেশাল অফার গুলোর মধ্যে হচ্ছে ।
- যে কোন নাম্বারে মাত্র 45 পয়সা প্রতি মিনিট কথা বলা যায়।
- এছাড়াও 1 পয়সা সেকেন্ড কলরেট প্রযোজ্য।
- প্রতিটি এসএমএস মাত্র 30 পয়সা যেকোন অপারেটরে।
আপনি আপনার চাহিদা অনুযায়ী যেকোনো পরিমাণ রিচার্জ করতে পারেন। রিচার্জের কারণে আপনার অফার পরিবর্তন হবে না। আপনি যদি প্যাকেজটি নিষ্ক্রিয় করতে চান তবে আপনাকে কাস্টমার কেয়ার সার্ভিসের সাথে যোগাযোগ করতে হবে। আমি আশা করি এই পরিষেবাটি একজন ছাত্র হিসাবে আপনার জন্য উপকারী।

টেলিটক বর্নমালা সিম ইন্টারনেট অফার
টেলিটক বর্নমালা সিম ইন্টারনেট অফার ২০২২
যেহেতু একজন শিক্ষার্থীর সব সময় ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকা অত্যন্ত প্রয়োজন। সে কথা মাথায় রেখে টেলিটক বর্ণমালা সিম দিচ্ছে ছাত্র-ছাত্রীদের জন্য আকর্ষণীয় ইন্টারনেট প্যাকেজ। আমি টেলিটক বর্ণমালা সিমের ইন্টারনেট প্যাকেজ গুলোর দাম এবং ভ্যালিডিটি আলোচনা করলাম।
- ১জিবি ২৪ টাকা (৭ দিন)
- ১ জিবি ৪৬ টাকা (৩০ দিন)
- ২ জিবি ৮৩ টাকা (৩০ দিন)
- ৩ জিবি ৬২ টাকা (১০ দিন)
- ৫ জিবি ৯৬ টাকা (১৫ দিন)
- ১০ জিবি ১৮৬টাকা (৩০ দিন)
টেলিটক বর্ণমালা তার গ্রাহকদের জন্য খুব কম হারে ডেটা প্যাক প্রকাশ করেছে। তার মানে আপনি খুব সস্তা কল রেট এবং ইন্টারনেট অফার উপভোগ করবেন। এখন এখানে, আমরা একটি টেবিল সহ টেলিটক বর্নোমালা ইন্টারনেট অফার ২০২২ দিচ্ছি। টেলিটক বর্ণমালা ইন্টারনেট প্যাক দেখুন:
বর্ণমালা সিম ইন্টারনেট অফার | অ্যাক্টিভেশন কোড | দাম | বৈধতা |
---|---|---|---|
1 জিবি | *111*611# | 24 টাকা | 7 দিন |
1 জিবি | *111*612# | 46 টাকা | 30 দিন |
2 জিবি | *111*613# | 83 টাকা | 30 দিন |
3 জিবি | *111*614# | 62 টাকা | 10 দিন |
5 জিবি | *111*615# | 96 টাকা | 15 দিন |
10 জিবি | *111*616# | 186 টাকা | 30 দিন |
শর্তাবলী:
- টেলিটক বর্ণমালা সিমের গ্রাহকরা শুধুমাত্র এই টেলিটক বর্ণমালা ইন্টারনেট অফারটি উপভোগ করতে পারবেন।
- ইন্টারনেট ব্যালেন্স চেক করতে চাইলে শুধু ডায়াল করুন *152#।
- আপনি এই ইন্টারনেট অফারটি একাধিকবার কিনতে পারবেন।
- সমস্ত মূল্য ভ্যাট সহ, SD.
বর্ণমালা সিম অনলাইন রেজিস্ট্রেশন
এছাড়াও আপনি বর্ণমালা সিমে অনলাইন রেজিস্ট্রেশন করে কিনতে পারবেন। অনলাইন রেজিস্ট্রেশন এর লিঙ্ক আমি নিচে যুক্ত করলাম। অনলাইন রেজিস্ট্রেশন করতে আপনার নাম এসএসসি বোর্ড পাসের সাল রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার সহ যাবতীয় তথ্য পূরণ করে অনলাইনে পাঠিয়ে দিতে হবে।

বর্ণমালা সিম অনলাইন রেজিস্ট্রেশন
অনলাইনে পাওয়ার পর আপনার ফোনে কনফার্মেশন এসএমএস আসবে। এবং আপনার সিমটি তৈরি হয়ে গেলে আপনার ফোন ফোনে কালেকশন এর ডেট দিয়ে জানিয়ে দেবে। তখন আপনি আপনার নিজের নিকটস্থ টেলিটক কাস্টমার কেয়ার থেকে টেলিটক বর্ণমালা সিম টি সংগ্রহ করতে পারবেন।
বর্ণমালা সিম অনলাইন রেজিস্ট্রেশন
কাস্টমার কেয়ার থেকে বর্ণমালা সিম উত্তোলন
আপদি যদি সঠিকভাবে বর্ণমালা সিমের জন্য আবেদন করে থাকেন তবে আপনাকে কনফার্মেশন মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে কখন কাস্টমার কেয়ার থেকে আপনার সিমটি সংগ্রহ করবেন। সিম সংগ্রহ করার সময় আপনার নিম্নোক্ত ডকুমেন্ট গুলো প্রয়োজন হবে এবং অবশ্যই কাস্টমার কেয়ারে যাওয়ার সময় ডকুমেন্টগুলো সাথে করে নিয়ে যাবেন।
- টেলিটক থেকে প্রাপ্ত কনফার্মেশন মেসেজ যেখানে একটি OTP নাম্বার দেয়া রয়েছে। এই মেসেজটি কাস্টমার কেয়ারে দেখাতে হবে এবং OTP নাম্বারটি তারা মিলিয়ে দেখবে।
- যার নামে সিমটি রেজিস্ট্রেশন করা হবে তার ২ কপি ছবি।
- যার নামে সিমটি রেজিস্ট্রেশন করা হবে তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
- সিমটি বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা হবে তাই যার নামে রেজিস্ট্রেশন করা হবে তাকে স্ব-শরীরে উপস্থিত থাকতে হবে।
- পূরণকৃত গ্রাহক নিবন্ধন ফরম / User Registration Form । এই ফরমটি আপনাকে কাস্টমার কেয়ার থেকেই দিবে। আপনি শুধু ফরমটি পূরণ করে দিবেন।
- সিমটি সংগ্রহ করার জন্য ৫০ টাকা ফি প্রদান করতে হবে।
আরও জানুনঃ
- Banglalink Free Internet Offer 1GB | Banglalink Mb Offer 2022
- বাংলালিংক ইন্টারনেট অফার ২০২১
- রবি ইন্টারনেট অফার ২০২২
বি:দ্র: অনেক ছাত্র/ছাত্রী আছে যারা এখনো নিজেদের জাতীয় পরিচয়পত্র পায়নি। সেক্ষেত্রে তাদের সিমটি তাদের বাবা-মা/ভাই-বোন অথবা যেকোন আইনানুগ অভিভাবকের নামে রেজিস্ট্রেশন করতে হবে।
COMMENTS