বন্ধু মানে পথ চলার সাথী। যে সব সময় আমাকে আগলে রাখবে। আমার সাথে থাকবে। পাশে কাঁধে রেখে কথা বলবে। বন্ধুহীন মানুষ পাওয়া বেশ ভার। যার বন্ধু নেই সে মাঝি
বন্ধু মানে পথ চলার সাথী। যে সব সময় আমাকে আগলে রাখবে। আমার সাথে থাকবে। পাশে কাঁধে রেখে কথা বলবে। বন্ধুহীন মানুষ পাওয়া বেশ ভার। যার বন্ধু নেই সে মাঝি ছাড়া নৌকার মতো। তার জীবনের কোন দিক দর্শন থাকে না। বন্ধুদের মিস করা নিয়ে কিছু কথা শেয়ার করবো।
বন্ধু ছাড়া আমরা যেমন জীবন কল্পনা করতে পারিনা, বিখ্যাত মনীষীদের ক্ষেত্রেও একইরকম ছিল। তাঁরাও তাঁদের বন্ধু এবং বন্ধুত্ব নিয়ে বেঁচে ছিলেন। তাই তাঁদের জীবনেও পড়েছিল বন্ধুর ছায়া, যা তাঁদের বিভিন্ন উক্তির মাধ্যমে ফুটে উঠে। বিভিন্ন মনীষীদের করা বন্ধু নিয়ে উক্তি সমূহ নিচে কোটেশন আকারে উপস্থাপন করা হলো।
বন্ধু নিয়ে উক্তি
বন্ধুহীন জীবন হলে লবণ ছাড়া তরকারির মতো। বন্ধুত্ব নিয়ে মানুষের অনেক ধারণা বিশ্বাস রয়েছে । সবচেয়ে বেশি রয়েছে আবেগ । সহজ কথায় সহজ ভাষায় এর সংজ্ঞা দেওয়া সম্ভব নয় । কেন না বন্ধু হল মানুষের এক হৃদয়ের অনুভূতিমূলক সম্পর্ক । বিভিন্ন মনীষী বন্ধুত্ব বিষয়ে সুন্দর সুন্দর কথা বলে গেছেন । সেগুলি তাদের নিজস্ব অনুভূতির কথা । তুমিও তোমার বন্ধুর সম্পর্কে যে ধারণা বিশ্বাস রাখো , তার সঙ্গে এই সমস্ত উক্তি মিলিয়ে দেখবে অনেক সমৃদ্ধ হবে । তাই এসো দেখে নিই বন্ধু এবং বন্ধুত্ব নিয়ে কে কী বলে গেছেন ।
⭐ আস্থা ছাড়া বন্ধুত্ব থাকতে পারে না। – এপিকিউরাস”
⭐ “বন্ধু কী? দুটি দেহের মধ্যে অভিন্ন একটি হৃদয়। – এরিস্টটল”
⭐ “সৌভাগ্য ও উন্নতি আমাদের বন্ধু বান্ধব জুটিয়ে আনে, আর দুঃখে পতিত হলে তাদের পরীক্ষা হয়। – অজ্ঞাত”
⭐ “যে দোষ ধরে, বন্ধু সেই জন।
সুম্মুখে তারিফ করে, দুষমন সে জন। – হযরত ওমর ফারুক (রাঃ)”
⭐ “একজন সত্যিকারের বন্ধু কখনাে বন্ধুর আচরণে ক্ষুব্ধ হয় না। – চার্লস ল্যাম্ব”
⭐ “বন্ধু তােমার বুক ভরা লােভ দুচোখে স্বার্থঠুলি।
নতুবা দেখিতে, তােমারে সেবিতে দেবতা হয়েছে কুলি। – কাজী নজরুল ইসলাম”
⭐ “সম্পদে বন্ধু আকর্ষণ করে। দরিদ্র মানুষ আত্মীয়ের নিকটও প্রত্যাখ্যাত হয়। গুণের আকর্ষণে যে বন্ধুত্ব সৃষ্টি হয়, তাই সাধারণত স্থায়ী হয়ে থাকে। – হযরত সােলায়মান (আঃ)”
⭐ “বিশ্বাস এবং আস্থা ছাড়া বন্ধুত্ব হয় না। – রবার্ট ক্লেয়ার”
⭐ “কর্মদক্ষতাই মানুষের সবচেয়ে বড় বন্ধু। – দাওয়ানি”
⭐ “বন্ধুর সাথে ততটা ঘনিষ্ঠতা করাে না, সে যদি কোনােদিন শক্র হয়ে ওঠে তুমি ব্যথা পেতে পারো। – প্রাচীন পারস্য উপদেশ”
⭐ “নির্বোধের বন্ধুত্ব থেকে দূরে থাক। কারণ, সে উপকার করতে চাইলেও তার দ্বারা তােমার ক্ষতি হয়ে যাবে। – হয়রত আলী (রাঃ)”
⭐ “বুদ্ধিহীন অনেক লােক অপেক্ষা একজন বুদ্ধিমান লােকের বন্ধুত্ব অধিক ভালাে। – ডেমােক্রিটাস”
⭐ “একজন সৎ বন্ধু যার নাই তার জীবন দুঃসহ। – ডেমােক্রিটাস”
⭐ “বন্ধুর শক্রর সঙ্গে মিত্রতা করিও না, করিলে বন্ধু হারাইবে। – হয়রত আলী (রাঃ)

বন্ধু নিয়ে উক্তি
⭐ “দৃষ্টিভঙ্গির সমতা বন্ধুত্ব গড়ে তােলে। – ডেমােক্রিটাস”
⭐ “তিনজন বিশ্বাসী বন্ধুর উপর নির্ভর করা যায় যথা, অনেক দিনের বিয়ে করা স্ত্রী, পুরানো পােষা কুকুর এবং নগদ জমা টাকা। – ফ্রাঙ্কলিন”
⭐ “হাসি তামাসায়ও কখনাে বন্ধুত্বে আঘাত দিতে নেই। – সাইরাস”
⭐ “যার বন্ধু নাই তার শক্রও নাই। – টেনিসন”
⭐ “বন্ধু থাকা ভালাে কারণ প্রয়ােজনে বন্ধুরাই এগিয়ে আসবে। – ফ্লেচার”
⭐ “জীবনটা পরিপূর্ণ হয়ে ওঠে বহু বন্ধুর সুমহান বন্ধুত্বে। – সিডনি স্মিথ”
⭐ “যার বন্ধু নেই সেই গরিব। আবার স্বার্থের বন্ধুত্ব সামান্য আঘাতেই ভেঙে যায়। – হযরত আলী (রাঃ)”
⭐ “দূরত্ব কখনাে বন্ধুত্বকে গভীর ও মধুর করে থাকে। – জে হোওয়েল”
⭐ “জীবনের সফলতা এবং ধন সম্পদ, বন্ধু বৃদ্ধিতে সহায়তা করে। – হার্বাট হোভার”
⭐ “যাদি তােমার সত্যিকার বন্ধু থাকে তবে তার কাছ থেকে কখনাে কখনো যা আশা কর তার চোয়ে বেশি পাবে। – জোসেফ রউস্ক”
⭐ “প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনাে বন্ধুকেই যথার্থ বন্ধু বলা যাবে না। – বায়রন”
⭐ “বন্ধু সেই, সে একই লােককে অপছন্দ করে; যাকে তুমিও অপছন্দ কর। – অজ্ঞাত”
⭐ “আমি আমার বিশ্বস্ত বন্ধুকে যেমন ভালােবাসি, তেমনি শক্তিশালী শক্রকেও ভালােবাসি; কারণ এরা দুজনেই আমার উনতির মূলে সমানভাবে কাজ করে। – জর্জ বার্নার্ড শ”
⭐ “বন্ধু ছাড়া জীবন, প্রত্যক্ষদর্শী ছাড়া মৃত্যুর মতাে। – জর্জ হার্বার্ট”
⭐ “সর্বস্বাৰ্থভাবে যে বন্ধুত্ব স্থাপন করতে পারে, সে সকলের প্রিয়ভাজন। – জন কিপলিং”
⭐ “সারা জীবনের জন্য একজন প্রকৃত বন্ধুই যথেষ্ট। – মেরি এ্যাডমস”
⭐ “যে সবরকম মানুষের বন্ধু হয়, সে আসলে কারাে বন্ধু নয়। – সি, সি, ফলটন”
⭐ “বিপদের সময় যে হাত বাড়িয়ে দেয়, সেই সত্যিকারের বন্ধু। – শেক্সপিয়ার”
⭐ “বন্ধু চয়ন করো ধিরে, আরো ধীর হও পরিবর্তনে। – ফ্রাঙ্কলিন”
⭐ “যে বন্ধু অহংকার এবং স্বার্থের উর্ধ্বে থাকে সে সত্যিকারের বন্ধু। – জোসেফ রাউস্ক”
⭐ “বন্ধুরা কখনাে কখনাে শক্রর চেয়েও ভয়ঙ্কর হতে পারে। – উইলিয়াম এলিংহাম”
⭐ “বন্ধুত্ব চোখের পলকে শক্র হতে পারে। – জন ডান”
⭐ “আদর্শবান লােকদের বন্ধুর সংখ্যা কম থাকে। – ডগলাস জেরল্ড”
⭐ “বন্ধু হচ্ছে ছায়াদানকারী বৃক্ষের মতাে। – এস, টি, কোলরিজ”
⭐ “খ্যাতি হচ্ছে জাকালাে সােনার মুকুটপরা সৌরভহীন সূর্যমুখী, কিন্তু বন্ধুত্ব হচ্ছে জীবন্ত গোলাপ যার পরতে পরতে খােশবাই। – অলিভার ওয়েনডেল হােমস”
⭐ “সে সবার বন্ধু হয় সে, আসলে কারােরই প্রকৃত বন্ধু নয়। – এরিষ্টটল”
⭐ “একজন বিজ্ঞ বন্ধুই হল জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। – ইউরিপাইডস”
⭐ “বন্ধুর নিন্দে করতে হলে গােপনে, আর তার প্রশংসা করার সময় খােলাখুলিভাবে করবে। – সাইরাস”
⭐ “বন্ধুত্ব করার সময় খুবই ধীরে ধীরে অগ্রসর হতে হবে। কিন্তু যখন বন্ধুত্ব হয়ে যায় তখন তা দৃঢ়তর ও স্থায়ী করো। – সক্রেটিস”
⭐ “আক্রমণকারী শক্র অপেক্ষা তােষামােদকারী বন্ধুকে বেশি ভয় কর। – জি, ওব্রায়েন”
⭐ “উৎসবে-অনুষ্ঠানে, অত্যাসক্তির বিষয়সমূহেত, রাজদ্বারে, শ্মশানে, শত্রুনিগ্রহে যে অংশীদার হয় সেই প্রকৃত বন্ধু। – চাণক্য পন্ডিত”
⭐ “আমার শৈশবের বন্ধুরা আমার নিকট এক একটি বিশ্বাসের স্তম্ভ। – জি, এম, হিলার্ড”
⭐ “পাচ প্রকারের লােকের সাথে বন্ধুত্বসূত্রে আবদ্ধ হয়াে না।
১. মিথ্যাবাদী লােক, যে তােমাকে মরীচিকার মতাে প্রতারিত করে।
২. মূর্খ ব্যক্তি, যে তোমার কোনােপ্রকার উপকার করতে পারে না।
৩. কৃপণ লােক, যখন তুমি তার সাহায্য আবশ্যক মনে করো; তখন সে তোমার সংসর্গ ত্যাগ করে।
৪. ভীরু ব্যক্তি, যে তােমার বিপদ দেখে পলায়ন করে।
৫. দুষ্ট পাপী, যে তােমাকে সামান্য স্বার্থের জন্য বিক্রয় করবে। – ইমাম জাফর আল সাদিক”
⭐ “একজন বিশ্বস্ত বন্ধু হচ্ছে সারাজীবনের জন্য এক পরম উপকাৱী মহৌষধ। – এইচ জে ভন”
⭐ “প্রত্যক্ষে প্রিয়ভাষী, পরােক্ষে সর্বনাশী বিষকুম্ভ পয়ােমুখ এমন বন্ধু পরিত্যাজ্য। – চাণক্য পন্ডিত”
⭐ “বন্ধুত্ব রাখার সবচেয়ে ভালাে পন্থা হল তাদের কিছু ধার না দেয়া এবং তাদের থেকে কিছু ধার না নেয়া। – পল ডি কক”
⭐ “গোপনীয়তা রক্ষা না করে চললে কোনাে বন্ধুত্ব টেকে না। – চার্লস হেনরি ওয়েব”
⭐ “আমি গর্বিত এই জন্য যে, আমার বন্ধুরা দরিদ্র হলেও সৎ। – জন ওজেল”
⭐ “প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয়। কিন্তু বন্ধুত্ব যতই পুরাতন হয়, ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয়। – এরিষ্টটল”
⭐ বন্ধুর সাথে এরুপ ব্যবহার কর, যাতে বিচারকের শরণাপন্ন হতে না হয়। – প্লেটো
⭐ “যে বন্ধুহীন জীবন যাপন করে এবং যার মৃত্যুর সময় প্রিয়জন কাছে থাকে না, তার মতাে দুর্ভাগ্য কেউ নেই। – জেমস হগ”

বন্ধু নিয়ে উক্তি
বন্ধুদের মিস করা নিয়ে কিছু উক্তি
যখন একটি ছোট্ট ছেলে অপর একটি ছোট্ট শিশুর কাছে আসে দুষ্টুমি করে। একে অপরকে হাত পা দিয়ে আঘাত করে। তার মাঝেই বন্ধুত্বের বন্ধন ফুটে উঠে। একটা সময় তারাই দেখা যায় বন্ধুত্ব নিয়ে বেড়ে ওঠে।
বন্ধু কখনোই আপনাকে দুঃখ দিতে চাইবে না। আপনার সুখে সুখী হবে। আপনার দুঃখে দুঃখী হবে
বন্ধু আপনাকে ভালোবাসবে। আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। কখনো কখনো আপনাকে নিয়ে হাসি ঠাট্টাও করতে দ্বিধা করবেনা। এর মাঝেই তো হাসি খুশি মিশে আছে।
আমার শৈশবের বন্ধুদের কথা মনে পড়লে এখনো মন কেঁদে ওঠে। জীবনের ধারাবাহিকতায় একসময় হয়তো বন্ধুদের সাথে আর দেখা সাক্ষাৎ হবে না। মনে পড়বে, সেই পুকুর পাড়ে, মাঠে, স্কুল মাঠে কিংবা পুলের উপরে বসে থাকা সেই আড্ডা’র কথা।
বন্ধুদের নিয়ে হয়তো কত জায়গায় ভ্রমণ করতেন কিংবা কত জায়গায় বেড়াতে যেতেন, সেসব কথা গুলো ভেসে উঠবে। মাঝে মাঝে হয়ত বন্ধুদের নিয়ে আড্ডা দিয়ে চার থেকে পাঁচ ঘণ্টায় শেষ করে দিয়েছেন। কিংবা একসাথে বসে টংগের দোকানে চা-নাস্তা করা এ ব্যাপার গুলো আসলেই মন কেদে উঠবে। যখন মনে দুঃখ গুলো নাড়া দেয় তখন পুরো শরীরে বিদ্যুতের মতো চমকে উঠে।
বন্ধুত্বের বন্ধন কখনোই ভেঙে যাবার জন্য নয়। শৈশব কিংবা কৈশরের সেই বন্ধুটিকে আপনি কখনোই ভুলে যাবেন না। তাকে জান দিয়ে আগলে ধরুন।
স্কুল জীবনে সকলের মত আমারও বন্ধুদের অভাব ছিল না। তারা ছিল অসাধারণ। একসঙ্গে চলতাম। একসঙ্গে স্কুলে আসতে হতো। একসঙ্গে স্কুল থেকে বাড়িতে যেতাম। একইভাবে বিকালবেলা খেলতাম। এমনকি স্কুলের পিছনের বেঞ্চে বসে হাসি ঠাট্টা করা, মজা করা, গান গাওয়ার কথাগুলো মনে পড়ে। ধুমছে খেলাধুলা করার কথা কথা গুলোও মনে পড়ছে।
সে কলেজ লাইফে আরো কিছু বন্ধুদের সাথে পরিচয়। তাদের সাথে কথাবার্তা হয়, নতুন বন্ধু মিলে। তবে সেই হাই স্কুলের বন্ধুদের মতো কোথাও পাই নি। তাদের সঙ্গে পাঁচ বছরের চলা ও স্কুল পালানোর কথাগুলো মনে পড়লেই মন কেঁদে ওঠে।
বন্ধুদের মিস করা নিয়ে কিছু কথা
মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধ জীবন বাস করবে এটাই স্বাভাবিক। সমাজে বাস করতে গিয়ে বিভিন্ন বন্ধুর সাথে দেখা-সাক্ষাৎ মিলে। তাদের সাথে মিলেমিশে থাকা জীবনের সার্থকতা। আপনার জীবনে বন্ধু নেই, মানে হল আপনি কোন সামাজিক মানুষ নন। একজন সামাজিক মানুষের অজস্র বন্ধু থাকে।
বন্ধু নিয়ে উক্তি বিষয়ক আজকের লিখায়, মূলত এবিষয়ে মহান মনিষীদের ও সফল ব্যক্তিদের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। তাদের ব্যক্তিজীবনের উত্থান পতনে মনিষীদের ‘বন্ধু নিয়ে উক্তি গুলো আপনার সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে ও দিক নির্দেশনা দিবে, যা আমাদের জীবনে সফলতার দাঁড় গোড়ায় নিয়ে যায়।
শেষকথা
বন্ধুত্ব একটি সুন্দর সম্পর্ক। কাজেই বন্ধুদের মিস করলে তাদের সাথে দেখা করুন। ভাব বিনিময় করুন। ভালো লাগলে শেয়ার করুন। যদি বন্ধুদের মিস করে থাকেন, তবে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ। খোদা হাফেজ।সমাজ জীবনের সকলেরই বন্ধু থাকে। বন্ধু বিনা জীবন আসলে চিন্তা করা যায় না। আজকে আমরা বন্ধুত্ব নিয়ে কিছু কথা জানলাম। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন। যদি আপনি আপনার বন্ধুকে মিস করেন, ভালোবাসেন তবে অবশ্যই শেয়ার করেন।
COMMENTS