ফুড পান্ডা ডেলিভারি ম্যান বেতন ও ফুডপান্ডা রাইডার হিসাবে আবেদনের যোগ্যতা কি?

HomeUncategorized

ফুড পান্ডা ডেলিভারি ম্যান বেতন ও ফুডপান্ডা রাইডার হিসাবে আবেদনের যোগ্যতা কি?

বর্তমানে বাংলাদেশ সহ ১১ টি দেশে ফুডপান্ডা তার কার্যক্রম পরিচালনা করছে। এর প্রধান সদর দপ্তর হলো জার্মানির বার্লিন শহরে। এটি বর্তমানে খুব জনপ্রিয়। ফুডপ

দ্রুত ইংরেজি শেখার সহজ উপায় ও কৌশল ২০২১
আলেশা কার্ড কি? আলেশা কার্ড কিভাবে পাবো বিস্তারিত ২০২২
রবি ইন্টারনেট অফার ২০২১ নিয়ে বিস্তারিত

বর্তমানে বাংলাদেশ সহ ১১ টি দেশে ফুডপান্ডা তার কার্যক্রম পরিচালনা করছে। এর প্রধান সদর দপ্তর হলো জার্মানির বার্লিন শহরে। এটি বর্তমানে খুব জনপ্রিয়। ফুডপান্ডা সাধারনত তাদের খাবারের অর্ডারের কাজ তাদের মোবাইল এপ বা ওয়েবসাইটের মাধ্যমে করে থাকে। তাদের মোবাইল এপস টি বেশি জনপ্রিয়। ক্রেতারা মোবাইল এপ বা ওয়েবসাইটের মাধ্যমে তাদের খাবার অর্ডার করে। আর তারা তাদের ডেলিভারি ম্যান দিয়ে খাবার পৌঁছে দেয়। যেহেতু এই অনলাইন কার্যক্রমটি খুব জনপ্রিয় তাই, এতে অনেকেই কাজ করতে চায়।

আজকের এই পোস্টটি সাজানো হয়েছে একজন সহজ ফুড ডেলিভারি ম্যান, ডেলিভারি ম্যান চাকরি, ফুড পান্ডা ডেলিভারি ম্যান বেতন, ফুডপান্ডা চাকরি, ফুডপান্ডা রাইডার হিসাবে আপনার আবেদনের যোগ্যতা ইত্যাদি বিষয় নিয়ে।

একজন ফুড পান্ডা ডেলিভারি ম্যান বেতন হিসাবে কত টাকা আয় করেন? ফুডপান্ডা রাইডার হিসাবে আপনার আবেদনের যোগ্যতা কি প্রয়োজন। একজন ফুডপান্ডা ডেলিভারি ম্যান মূলত কোন প্রোডাক্ট বা সার্ভিস কাস্টমারের কাছে সরাসরি পৌঁছে দেবার দায়িত্বে থাকেন। বর্তমানে ইন্টারনেটভিত্তিক বেচাকেনা আর হোম ডেলিভারি সার্ভিসের প্রসারের কারণে দেশের শহরাঞ্চলগুলোতে ফুডপান্ডা চাকরির চাহিদা তৈরি হয়েছে।

   Foodpanda

বর্তমানে ফুড ডেলিভারি করে আয় করার একটা সুযোগ তৈরি হয়েছে।  ফুড ডেলিভারি কোম্পানির ভিতর ফুডপান্ডাই এগিয়ে আছে বেশী। সেই কারণেই ফুড পান্ডা ডেলিভারি ম্যানের বেতন অন্যান্য ফুড ডেলিভারি কোম্পানির ডেলিভারি ম্যানের থেকে তুলনা বেশি। আজকে আমরা আলোচনা করবো ফুডপান্ডা ডেলিভারি ম্যান বেতন নিয়ে। আমরা আলোচনা করবো ফুড পান্ডা ডেলিভারি ম্যান কত বেতন পান, এই কাজ কত  আয় করা যায়? কখন বেতন দেয়? আবেদনের যোগ্যতা কি? তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাকঃ

ফুড পান্ডা ডেলিভারি ম্যান বেতন কত পায় ?

ফুডপান্ডাতে ডেলেভারি ম্যানের বেতন নির্দিষ্ট না। এদের ইনকাম তাদের ফুড ডেলেভারির উপর নির্ভর করে। ফুড পান্ডায় জয়েন করার পর একটা অ্যাপে কাজের সব হিসাব রাখা হয়ে থাকে। কাজের কোয়ালিটির উপর সবকিছু  নির্ভর করে থাকে। কাজ ভালো করলে স্কোর বাড়বে, স্কোর বাড়লে ব্যাচ বাড়ে আর ইনকাম ও বাড়ে। ঘন্টা হিসেবে যত বেশি ডেলিভারি দেয়া যাবে আয় ও তত বেশি হবে।

ফুড পান্ডা ডেলিভারি ম্যান বেতন

ফুড পান্ডা ডেলিভারি ম্যান বেতন

সাইকেল ও মোটর সাইকেল এর আয়ের হিসাব আলাদা হয়ে থাকে। ৫ ঘন্টায় ৪০০-৫০০ টাকা বা ৬ ঘন্টায় ৬০০-৭০০ টাকা ইনকাম করা যায় সাইকেল দিয়ে। বাইক দিয়ে আরো বেশি। প্রতি সপ্তাহে বেতন দেয়া হয় আর কাস্টমার যা টিপস দেয় সেটা মিলে ইনকাম বেশ ভালোই হয়। পার্ট টাইম কাজ হিসেবে ফুডপান্ডার রাইডার এর কাজ বেশ ভালো। এই আয়ের পরিমাণ ডেলিভারির উপর নির্ভর করবে। ফুড পান্ডাতে পারফরম্যান্স অনুসারে ব্যাচ নির্ধারণ করা হয়ে থাকে। এই ব্যাচ হয় মোট ৪ টি প্রথম ব্যাচে প্রতি অর্ডারে ৩৮ টাকা , দ্বিতীয় ব্যাচে প্রতি অর্ডারে ৩৬ টাকা পাওয়া যায়। যদি ভাল অর্ডার পান  তাইলে সপ্তাহে ৩ হাজার টাকাও আয় করতে পারেন। তবে এভারেজ সপ্তাহে ২ হাজার এর মত আয় হয়ে থাকে  সবার ।

ফুড পান্ডা ডেলিভারি ম্যান বেতন

একজন ফুড পান্ডা ডেলিভারি ম্যান বেতন কেমন পায়? ফুডপান্ডা সাধারনত ফ্রি ডেলিভারি দিয়ে থাকে। এই ব্যবসাটা হয় কমিশন ভিত্তিতে। এই কোম্পানির আয় হয় রেস্টুরেন্ট গুলোর কমিশনের উপর ভিত্তি করে। প্রতিটি অর্ডারের জন্য রেস্টুরেন্ট থেকে কমিশন পেয়ে থাকে।

উদাহরণ হিসেবে যেমন একটি রেস্টুরেন্টের মালিক বিরিয়ানির প্লেট বিক্রি করে ১০০ টাকায়। ফুডপান্ডা সেই রেস্টুরেন্টের সাথে যোগাযোগ করে তার থেকে বিরিয়ানির প্লেট কিনবে প্রতি প্লেট ৮৫ টাকায়। ৮৫ টাকায় কিনে ফুডপান্ডা বিক্রি করবে ১০০ টাকায়। এখন কাস্টমার যখন দেখবে যে দোকানে না গিয়েই সেই একই টাকায় বাসায় বসে খাবার পাওয়া যাচ্ছে তখন তারা ফুডপান্ডা বেছে নিবে।

ফুড পান্ডা ডেলিভারি ম্যান বেতন ছাড়া বাড়তি সুবিধা

পারফর্মেন্স বোনাস পাওয়া যায়। ফুড পান্ডা ডেলিভারি ম্যানের বেতন নিজের পছন্দ অনুযায়ী কাজ করার সময় বেঁছে নিতে পারবেন। এছাড়া, পার্ট টাইম কিংবা ফুল টাইম যেকোন ভাবেই কাজ করতে পারবেন। এটা স্মার্ট পদ্ধতিতে কাজ বলা যায়। ফুড পান্ডা থেকে বিভিন্ন ইভেন্টস হয় সেসব ইভেন্টেসে যোগ দেয়ার সুযোগ।

সবসময় ডেলিভারি করার জন্য একজন ক্ষুধার্ত কাস্টমার পাওয়া যাবে। ফুডপান্ডা রাইডাররা প্রতিদিন কয়েক মিলিয়ন কাস্টমারের জন্য হাসি সরবরাহ করে। এটি সহজ: সাইন আপ করুন, সরঞ্জামগুলি নিয়ে নিন এবং রাস্তায় নেমে পড়ুন। ডেলিভারির ভিত্তিতে আপনি আয় করতে পারেন মাসে ২৫০০০ টাকা পর্যন্ত! আপনি আপনার নিজের মোটরবাইক বা সাইকেল নিয়ে আসুন।

   রেজিস্ট্রেশন

আবেদন করার সময় কোন এলাকায় কাজ করতে ইচ্ছুক সে এলাকা উল্লেখ করতে হবে। তারপর সেই অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এছাড়া সরাসরি তাদের মহাখালির অফিসে গিয়েও আবেদন করা যায়। আবেদন করার সময় কখনো কখনো রেফারেন্স লাগে। সরাসরি অফিসে গিয়ে যোগাযোগ করলে তারা নাম, ঠিকানা লিখে রাখে। কোন কোন এলাকায় কাজ করতে ইচ্ছুক সেটা লিখে রাখবে। যে এলাকা বাছাই করা হবে, সে এলাকায় যদি লোকবলের দরকার হয় তখন তারা তা জানায়।

কাজে নিয়োগ দেয়ার পর তারা একটা আইডি করে দেয় এবং একটা ব্যাগ ও গেঞ্জি দেওয়া হয়। ব্যাগ ও গেঞ্জি পাওয়ার পর পরই ফুডপান্ডা ডেলিভারি ম্যান হিসাবে কাজ শুরু করা যাবে। কখনো কখনো এই কাজটি সম্পন্ন হতেই সময় বেশি লাগে। ফুডপান্ডা ডেলিভারি ম্যান নিয়োগ দেয় এলাকার চাহিদার উপর ভিত্তি করে, তাই আবেদন করার পর একটু যোগাযোগ রাখতে হবে।

ফুডপান্ডা রাইডার হিসেবে আবেদন  করার যোগ্যতা

ফুড পান্ডা রাইডার বা ফুডপান্ডাতে ডেলিভারি ম্যান হিসেবে আবেদন করেতে আপনাকে নিম্নোক্ত যোগ্যতা থাকতে হবে। একজন ফুড পান্ডা ডেলিভারি ম্যান বেতন কত পায় তাই নিয়ে বিস্তারিতঃ

  1. ন্যাশনাল আইডি কার্ড / যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাইলে জন্মনিবন্ধন দিয়েও হবে।
  2. পাসপোর্ট সাইজের পিকচার- ২ কপি।
  3. আপনাকে অবশ্যই সাইকেল বা  মোটরসাইকেল থাকতে হবে।
  4. একটা এন্ড্রোয়েড ফোন থাকতে হবে।
  5. ম্যাপ ব্যাবহার করা জানতে হবে।
  6. ইমেল ঠিকানা। এই লিংকে গিয়ে আবেদন করতে পারেন।

আপনার ফোনের যা যা থাকতে হবেঃ

  1. আপনার ফোনের এন্ড্রোয়েড ভার্শন ৬.০০ থেকে ৯.০০ হতে হবে। নইলে জব পাবেন না।
  2. আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতেই হবে।
  3. আপনার ফোনে জিপিএস থাকতে হবে।
  4. আপনার পাওয়ার ব্যাংক থাকতে হবে।

এইবার দেখি আপনার স্কোর কিভাবে পাবেনঃ

  1. আপনি যদি আপনার শিফটের ফুল টাইম কাজে লাগাতে পারেন তাইলে আপনি ৫০% স্কোর পাবেন। আর যদি না পারেন যেমন অনুপস্থিত থাকে বা এরকম কিছু তাইলে আপনার স্কোর মাইনাস হবে।
  2. আপনি যদি সাথে সাথে অর্ডার রিসিভ করেন তাইলে আপনি ৩০% স্কোর পাবেন।
  3. এর পর যদি আপনি দুপুর ১২ টা থেকে ৩ টা আর সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০টার শিফট নিয়ে কাজ করেন তাইলে আপনি পাবেন এক্সট্রা ২০% স্কোর। এভাবে আপনার মোট স্কোর হিসাব করা হবে।

ফুড পান্ডা ডেলিভারি ম্যান বেতন

ফুড পান্ডা ডেলিভারি ম্যান বেতন

ফুডপান্ডা ডেলিভারি ম্যান এর কাজ

ফুডপান্ডা ডেলিভারি ম্যানের কাজ হল অনলাইনে অর্ডারকৃত খাবার কাস্টমারের থিকানায় পৌছে দেওয়া। এক্ষেত্রে তার সময়জ্ঞান থাকা অবশ্যক। এর জন্য তিনি প্রথমে দোকান থেকে খাবার কালেক্ট করবেন। পরে তিনি কাস্টমারের ঠিকানায় খাবার পৌছে দেবেন। ক্রেতারা মোবাইল এপ বা ওয়েবসাইটের মাধ্যমে তাদের খাবার অর্ডার করে। আর তারা তাদের ডেলিভারি ম্যান দিয়ে খাবার পৌঁছে দেয়।

আরও পড়ুনঃ-

ফুডপান্ডা মোবাইল অ্যাপ থেকে খাবার অর্ডার করবেন যেভাবে

ফুডপান্ডা ওয়েবসাইট এর পাশাপাশি ফুডপান্ডা মোবাইল অ্যাপ এর মাধ্যমেও আপনি যে কোনো সময় যে কোনো স্থান থেকে খাবার অর্ডার করতে পারবেন। তো চলুন দেখে নেই কিভাবে ফুডপান্ডা মোবাইল অ্যাপ দিয়ে খাবার অর্ডার করবেন।

  • সর্বপ্রথম মোবাইলের play store থেকে foodpanda অ্যাপটি ডাউনলোড করে নিন।
  • এবার অ্যাপ ডাউনলোড হয়ে গেলে সেটি open করুন।
  • অ্যাপ ওপেন করলে সেখানে লগইন করুন।
  • লগইন করার পর আপনার যদি পূর্বে কোনো অ্যাকাউন্ট খোলা না থাকে তবে একটি অ্যাকাউন্ট খুলে নিন।
  • অ্যাকাউন্ট খুলতে প্রথমে আপনার একটি ই-মেইল এ্যাড্রেস চাইবে।
  • এরপর আপনার নাম , একটি strong পাসওয়ার্ড এবং একটি active মোবাইল নাম্বার দিয়ে দিন।
  • মোবাইল নাম্বারটি অবশ্যই active হতে হবে। কেননা কিছু সময় পর সেই নাম্বারে একটি verification code ম্যাসেজ করে পাঠানো হবে।
  • এবার সেই কোডটি যথাসময়ে টাইপ করে দিলেই আপনার অ্যাকাউন্ট active হয়ে যাবে এবং আপনি যে কোনো সময় খাবার অর্ডার করতে পারবেন।
  • এখন আপনি যদি খাবার অর্ডার করতে চান তাহলে প্রথমে অ্যাপে প্রবেশ করলেই আপনি খাবারের অনেক মেনু দেখতে পাবেন। তাছাড়া সার্চ বক্স থেকেও আপনি মেনু খুঁজে নিতে পারবেন। সেখান থেকে আপনার পছন্দের খাবারটি সিলেক্ট করে দিন। এক্ষেত্রে আপনি চাইলে পছন্দের রেস্টুরেন্টের নাম সিলেক্ট করে দিতে পারবেন।
  • এরপর আপনি যেই স্থানে অবস্থান করছেন তার ঠিকানা দিয়ে দিন।
  • এবার একটি পেমেন্ট মেথড যুক্ত করে দিন। আপনি চাইলে কার্ডের মাধ্যমে পেমেন্ট দিতে পারবেন। আবার ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন। পছন্দমত সেটা সিলেক্ট করে দিন।
  • এরপর অর্ডার কনফার্ম করে দিন।
  • অর্ডার কনফার্ম হলে আপনি সেখানে সময় দেখতে পাবেন যে কত সময় পর অর্ডার আপনার ঠিকানায় পৌঁছে যাবে।
  • এখন নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করুন।
  • খাবার চলে এলে যদি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকেন তাহলে মূল্য পরিশোধ করে দিন।

ব্যাস হয়ে গেল ঘরে বসে ফুডপান্ডা থেকে খাবার অর্ডার ও খাবার গ্রহণ।

COMMENTS

WORDPRESS: 0