তেলেগু সিনেমার ‘স্টাইলিশ স্টার’ আল্লু অর্জুন। তার বহুল প্রতীক্ষিত আল্লু অর্জুনের পুষ্পা মুভি। পুষ্পা মুভিও যেটি মুক্তি পাবে দু’টি অংশে। প্রথম অংশের ন
তেলেগু সিনেমার ‘স্টাইলিশ স্টার’ আল্লু অর্জুন। তার বহুল প্রতীক্ষিত আল্লু অর্জুনের পুষ্পা মুভি। পুষ্পা মুভিও যেটি মুক্তি পাবে দু’টি অংশে। প্রথম অংশের নাম ‘পুষ্পা: দ্য রাইজ’।
জানা যায়, ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা সুকুমার। সিনেমাটিতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ফাহাদ ফাসিল।
আরও পড়ুন: ১৩ টি ভূতের ছবি দেখলে পেতে পারেন এক লক্ষ টাকা
গত ১৩ আগস্ট সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়নি। সব কিছু ঠিক থাকলে ১৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পুষ্পা মুভি।পুষ্পা মুভি একটি আসন্ন ভারতীয় তেলুগু ভাষার মারপিটধর্মী-রোমাঞ্চকর চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন সুকুমার। এতে মূখ্য চরিত্রে আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা, ফাহাদ ফজিল, প্রকাশ রাজ ও জগপতি বাবু এবং সহযোগী চরিত্রে হরিশ উথামান, বেন্নেলা কিশোর এবং অনসূয়া ভরদ্বাজ অভিনয় করেছেন। এতে সঙ্গীতে সুর দিয়েছেন দেবী শ্রী প্রসাদ এবং চলচ্চিত্রটি মুত্তামশেট্টি মিডিয়া এর সাথে মৈত্রী মুভি মেকার্সের অধীনে নির্মিত হয়েছে। ছবিটি একই সাথে তেলুগু, মালয়ালম, তামিল, কন্নড় এবং হিন্দি ভাষায় মুক্তি দেওয়া হবে।

পুষ্পা মুভি রিভিউ
পুষ্পা মুভি ২০২১ সালে ভারতের তেলুগু-ভাষায় নির্মিত অ্যাকশন ছিনেমা। ছিনেমাটির গল্প লিখেছেন সুকুমার এবং ছিনেমাটি পরিচালনা করেছেন সুকুমার। ছিনেমাটিতে নায়ক পুষ্প রাজ চরিত্রে অভিনয় করেছেন আল্লু আর্জুন এবং নায়কা চরিত্রে অভিনয় করেছেন রশ্মিকা মান্ডান্না। ছিনেমাটি 13 আগস্ট 2021 সালে ভারতের ছিনেমা হলে মুক্তি পায়। ছিনেমাটির নির্মাণ বাজেট ছিল (₹ 160 কোটি রুপি এবং ছিনেমাটির বক্স অফিসে উপার্জন করেছেন (অজানা )।সিনেমাটিতে সংগীত রচনা করেছেন দেবী শ্রী প্রসাদ এবং সিনেমাটি এডিটিং করেছেন মিরোস্লা কুবা ব্রোজেক এবং কার্তিকা শ্রীনীবাস। সিনেমাটি তেলেগুতে, মালায়ালাম, তামিল, হিন্দি এবং কান্নাদা ভাষায় মুক্তি পাবে।
আরও পড়ুন: রিং আইডি কি তাহলে ডেস্টিনির পথে হাঁটছে
পুস্পার Ending টা অনেকটা বাহুবালীর মতোই টুইস্টেড হতে যাচ্ছে এবং বাকি থাকা গল্পটি আগামী বছর আসতে যাওয়া পুস্পার ২য় অংশে দেখানো হবে।
এবং বেশ কিছু দিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিলো যে, রাশমিকা হয়তো মুভি টিতে মারা যাবেন।আর সেটির বদলা নিতে আল্লু অর্জুনকে স্মাগলারদের দলে যোগ দিয়ে তার খুনের বদলা নিতে দেখা যাবে।
যেহেতু মের্কারসরা বলেই দিয়েছেন যে মুভিটির ১ম অংশের শেষটা অনেকটা বাহুবালীর মতোই টুইস্টেড হতে যাচ্ছে সেহেতু কি এমনটাও হতে পারে যে,মুভিটির শেষে দেখানো হলো আল্লু অর্জুনই রাশমিকাকে খুন করে ছিলো? যার ফলে দর্শকেরাও সেটির কারন জানতে বাহুবালীর মতোই এটির দ্বিতীয় অংশের জন্য প্রচুর পরিমানে আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকবে!
COMMENTS