ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন সম্পর্কে একজন ভর্তি পরীক্ষার্থীর স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। ঢাবি ভর্তি পরীক্ষার মানবন্টন দেখে একজন ভর্তি প
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন সম্পর্কে একজন ভর্তি পরীক্ষার্থীর স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। ঢাবি ভর্তি পরীক্ষার মানবন্টন দেখে একজন ভর্তি পরীক্ষার্থীর প্রস্তুতি শুরু করা উচিৎ। তাই আজকের আমরা ঢাবি মানবন্টন নিয়ে বিস্তারিত আলোচনা করব।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২২
প্রতিবছর অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সীমিত সংখ্যক আসনের জন্য হাড্ডাহাড্ডি লড়াই করে। হাড্ডাহাড্ডি লড়াই করে ০.০১ মার্কের ব্যবধান এর জন্য কেউ পেয়ে যায় সোনার হরিণ আবার কেউবা পেতে গিয়েও একটুর জন্য বিফল হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া প্রতিটি শিক্ষার্থীর কাছে একটি স্বপ্নের বিষয়,অনেক শিক্ষার্থী ছোট থেকে নিজের ভেতরে লালন করে স্বপ্নটি।
আরও পড়ুনঃ- অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম। অ্যাসাইনমেন্ট কভার পেজ লেখার নিয়ম।
আপনি কি ঢাবি ভর্তির প্রিপারেশন নিতে আগ্রহী ? তাহলে বলবো আপনি ঠিক জায়গাতেই এসেছেন কারণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রস্তুতি নিয়ে পরামর্শ সহ বিভিন্ন বইয়ের পিডিএফ,বিগত বছরের কোশ্চেন সমূহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ করে থাকি।
আবেদনের যোগ্যতা
প্রার্থীকে অবশ্যই ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে এসএসসি বা সমানের পরীক্ষায় পাশ করতে হবে । শুধুমাত্র ২০২০ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারবেন । বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতার প্রয়োজন । নিচে সকল ইউনিটের আবেদন যোগ্যতা দেওয়া হল :
ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট বিষয়সমূহ
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন ক ইউনিট সম্পর্কে কথা বলতে গেলে প্রথমেই জানতে হবে, ঢাবি ক ইউনিটে কারা পরীক্ষা দিতে পারে। মূলত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ঢাবি ক ইউনিটে পরীক্ষা দিতে পারে। সুতরাং মানবন্টন হবে বিজ্ঞান বিভাগের সাবজেক্ট অনুসারে।
২০২০-২১ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিট ভর্তি পরীক্ষার মানবন্টনে পরিবর্তন আনার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে । পরীক্ষা MCQ এবং লিখিত উভয় পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার মোট নম্বর হবে ১০০ তন্মাধ্যে ৬০ নম্বরের MCQ এবং ৪০ নম্বরের লিখিত অংশ থাকবে। MCQ পরীক্ষা ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষা ৪৫ মিনিটের হবে।
ঢাবি ক ইউনিট মানবন্টন (এমসিকিউ) :
MCQ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে এবং তা বিষয়ভিত্তিক সমন্বয় করা হবে। একজন প্রার্থী যে ৪টি বিষয়ের প্রশ্নের উত্তর দিলে তার উপর নির্ভর করবে সে কোন বিভাগ/ইনস্টিটিউট এ ভর্তি হতে পারবে।
- পদার্থ বিজ্ঞান (আবশ্যিক) = ১৫ নম্বর
- রসায়ন (আবশ্যিক) = ১৫ নম্বর
- জীববিজ্ঞান = ১৫ নম্বর
- গনিত = ১৫ নম্বর
- বাংলা = ১৫ নম্বর
- ইংরেজি = ১৫ নম্বর
ঢাবি ক ইউনিট মানবন্টন (লিখিত) :
- পদার্থ বিজ্ঞান (আবশ্যিক) = ১০ নম্বর
- রসায়ন (আবশ্যিক) = ১০ নম্বর
- জীববিজ্ঞান = ১০ নম্বর
- গনিত = ১০ নম্বর
- বাংলা = ১০ নম্বর
- ইংরেজি = ১০ নম্বর
(আবশ্যিক সাবজেক্ট এর সাথে অন্য যেকোন ২ টি সাবজেক্ট সহ মোট ৪ টি সাবজেক্ট এর উপর পরীক্ষা দিতে হবে)
ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট মানবন্টন
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন খ ইউনিট সম্পর্কে কথা বলতে গেলে প্রথমেই জানতে হবে, ঢাবি খ ইউনিটে কারা পরীক্ষা দিতে পারে। মূলত মানবিক বিভাগের শিক্ষার্থীরা ঢাবি খ ইউনিটে পরীক্ষা দিতে পারে। সুতরাং মানবন্টন হবে মানবিক রিলেটেড সাবজেক্ট অনুসারে।
এছাড়া ২০২১ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট ভর্তি পরীক্ষার মানবন্টনে পরিবর্তন আনার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে । এমসিকিউ পরীক্ষার নম্বর ৭৫ থেকে ৬০ নম্বর করা হয়েছে। অন্যদিকে লিখিত পরীক্ষার মোট নম্বর থাকবে ৪০। এমসিকিউ ও লিখিত পরীক্ষার জন্য আলাদাভাবে ৪৫ মিনিট বরাদ্দ থাকবে ।
ঢাবি খ ইউনিট মানবন্টন (এমসিকিউ) :
- বাংলা = ১৫ নম্বর
- ইংরেজি = ১৫ নম্বর
- সাধারণ জ্ঞান = ১৫ নম্বর
ঢাবি খ ইউনিট মানবন্টন (লিখিত) :
- বাংলা = ২০ নম্বর
- ইংরেজি = ২০ নম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট মানবন্টন
খ ইউনিটের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন গ ইউনিট সম্পর্কে কথা বলতে গেলে প্রথমেই জানতে হবে, ঢাবি গ ইউনিটে কারা পরীক্ষা দিতে পারে। মূলত বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা ঢাবি গ ইউনিটে পরীক্ষা দিতে পারে। সুতরাং মানবন্টন হবে বাণিজ্য বিভাগের সাবজেক্ট অনুসারে।
মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধা তালিকা তৈরা করা হবে। MCQ ও লিখিত পরীক্ষা মিলে ১০০ নম্বর নির্ধারিত থাকবে এবং অবশিষ্ট ২০ নম্বর মাধ্যমিক পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ ২ দিয়ে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ ২ দিয়ে গুন করে এই দুয়ের যোগ ফল ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে যোগ করে মোট ১২০ নম্বরের উপর শিক্ষার্থীদের মেধা তালিকা তৈরী করা হবে।
ঢাবি গ ইউনিট মানবন্টন (এমসিকিউ) :
- বাংলা = ১২ নম্বর
- ইংরেজি = ১২ নম্বর
- হিসাব বিজ্ঞান = ১২ নম্বর
- ব্যাবসায় নীতি ও প্রয়োগ = ১২ নম্বর
- মার্কেটিং / ফিন্যান্স এন্ড ব্যাংকিং = ১২ নম্বর
ঢাবি গ ইউনিট মানবন্টন (লিখিত) :
- অনুবাদ বাংলা থেকে ইংরেজি = ৫ নম্বর
- অনুবাদ ইংরেজি থেকে বাংলা = ৫ নম্বর
- বিষয় ভিত্তিক সংক্ষিপ্ত প্রকাশ (ইংরেজি) = ৫ নম্বর
- Precis writing = ৫ নম্বর
- সংক্ষিপ্ত রচনা (বাংলা) = ৫ নম্বর
- ৫ টি আবশ্যিক বিষয় থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর = ১৫ নম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট মানবন্টন
পূর্ববর্তী শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট ভর্তি পরীক্ষার মানবন্টনে পরিবর্তন আনা হয়েছে ।
- ভর্তি পরীক্ষার মোট নম্বরঃ ১০০।
- সময় ১ ঘন্টা ৩০ মিনিট
- MCQ -৬০ নম্বর। যেখানে প্রতিটা প্রশ্নের মান ১ এবং প্রতিটা ভুল উত্তরে জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। সময় ৪৫ মিনিট।
- লিখিত পরীক্ষা ৪০ নম্বরের হবে এবং সময় থাকবে ৪৫ মিনিট।
ঢাবি ঘ ইউনিট মানবন্টন (এমসিকিউ) :
- বাংলা = ১৫ নম্বর
- ইংরেজি = ১৫ নম্বর
- সাধারণ জ্ঞান = ১৫ নম্বর
ঢাবি ঘ ইউনিট মানবন্টন (লিখিত) :
- বাংলা = ১৫ নম্বর
- ইংরেজি = ১৫ নম্বর
- সাধারণ জ্ঞান = ১০ নম্বর
আরও পড়ুনঃ- দ্রুত ইংরেজি শেখার সহজ উপায়
ঢাকা বিশ্ববিদ্যালয় চ ইউনিট মানবন্টন
ঢাবি চ ইউনিটের ভর্তি পরীক্ষা ২টি অংশে অনুষ্ঠিত হবে – সাধারণ জ্ঞান ৪০ + অঙ্কন (ফিগার ড্রয়িং) ৬০ = ১০০ নম্বর।
প্রাথমাংশ – সাধারণ জ্ঞান পরীক্ষাঃ
MCQ পদ্ধতির পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বাংলা ও ইংরেজীসহ চারুকলার বিভিন্ন বিভাগ সম্পর্কিত বা বিষয় ভিত্তিক প্রশ্ন, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, সমসাময়িক ঘটনাবলি প্রভৃতি বিষয় প্রশ্ন থাকবে।
‘সাধারণ জ্ঞান’ – পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নাম্বার কর্তন করা হবে।
https://www.youtube.com/watch?v=5WBGdkWJTOQ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা
ক ইউনিট আসন সংখ্যা | ১৭৯৫ টি | ||||||
খ ইউনিট আসন সংখ্যা | ২৩৬৩ টি | ||||||
গ ইউনিট আসন সংখ্যা | ১২৫০ সিট | ||||||
ঘ ইউনিট আসন সংখ্যা | ১৫৬০ সিট।
|
||||||
চ ইউনিট আসন সংখ্যা | ১৩৫ সিট। | ||||||
আইবিএ আসন সংখ্যা | ১২০ সিট। | ||||||
মোট আসন সংখ্যা | — |
COMMENTS