ট্রিপল এক্স সিরিজটির আদ্যোপান্ত

Homeবিশ্ব

ট্রিপল এক্স সিরিজটির আদ্যোপান্ত

দীপিকার হলিউড ছবি ‘ট্রিপল এক্স’। দীপিকা এখন উড়ছেন শুধু সাফল্যের চোটে ৷ তাঁর সঙ্গে আছেন ভিন ডেজেলের মতো হলিউডি তারকা। গল্পটা ২০১৫-এর শেষেই বলিউডে রট

সুইস ব্যাংকে মুসা বিন শমসেরের বিলিয়ন ডলারের তথ্য ভুয়া
কেজিএফ ২ ফুল মুভি ডাউনলোড ফ্রীতে
মুক্তি পাচ্ছে আল্লু অর্জুনের পুষ্পা মুভি ‘পুষ্পা দ্যা রাইজ’

দীপিকার হলিউড ছবি ‘ট্রিপল এক্স’। দীপিকা এখন উড়ছেন শুধু সাফল্যের চোটে ৷ তাঁর সঙ্গে আছেন ভিন ডেজেলের মতো হলিউডি তারকা। গল্পটা ২০১৫-এর শেষেই বলিউডে রটেছিল দীপিকা পাড়ুকোন যাচ্ছেন হলিউডে ছবি করতে৷ বিপরীতে তাঁর নায়ক ভিন ডেজেল ৷

অবশেষে মুক্তি পেল ভিন ডিজেল ও দীপিকা পাড়ুকোনের প্রথম হলিউড ছবি ‘ট্রিপল এক্স। রিটার্ন অফ জ্যানডার কেজ’-এর সিরিজ ৷ মাল্টি স্টারার এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেতা ভিন ডিজেল৷ আর হলিউডের এই অ্যাকশন হিরোর প্রেমিকা সেরেনা উঙ্গারের ভূমিকায় দেখা গেল দীপিকা পাডুকোনকে। ২০১৭ সালের জানুয়ারি মাসে মুক্তি পেয়েছে এই ছবি৷ হলিউডের পাশাপাশি বলিউডেও এই ছবি ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে৷

ইংরেজি থেকে অনুবাদ করা হয়েছে-ট্রিপল এক্স। একটি আমেরিকান স্পাই ফিকশন অ্যাকশন ফিল্ম সিরিজ যা রিচ উইলকস তৈরি করেছেন। এটি তিনটি পূর্ণদৈর্ঘ্য ফিচার ফিল্ম নিয়ে গঠিত ট্রিপল এক্স। ট্রিপল এক্স: স্টেট অফ দ্য ইউনিয়ন এবং ট্রিপল এক্স: রিটার্ন অফ জেন্ডার কেজ এবং একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য ফাইনাল চ্যাপ্টার: দ্য ডেথ অফ জেন্ডার কেজ। সিরিজ বিশ্বব্যাপী $ 694 মিলিয়ন আয় করেছে।

যেদিন থেকে হলিউডে ছবি করার জন্য পা রেখেছেন দীপিকা, সেদিন থেকেই নানা কারণে খবরে তিনি ৷ প্রথম প্রথম তো হলিউড ছবি ‘ট্রিপল এক্সে’ দীপিকার লুক হবে ঠিক কেমন, তা নিয়ে গোটা দুনিয়ায় নানা গুঞ্জন ৷ গুঞ্জন একটু বাড়তেই সামনে এল দীপিকার এক্সারসাইজের ভিডিও ৷ তবে সে ভিডিও ভাইরাল হওয়ার আগে, দীপিকা তুরুপের তাসের মতো সবার সামনে আনলেন ভিন ডিজেলের সঙ্গে তাঁর এক অন্তরঙ্গ সেলফি ! ব্যস, গোটা বিটাউনে শোরগোল ৷ আর ‘ট্রিপল এক্স’ নিয়ে উত্তেজনা তুঙ্গে ৷

ট্রিপল এক্স

ট্রিপল এক্স

একেই বলে নিজের ঢাক নিজে পেটানো ৷ আর সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হওয়ার পর থেকে এই ঢাক বাজানোটা তো আরও সহজ হয়ে গিয়েছে ৷ আর আজকাল এই সহজ ঢাকটাই বাজিয়ে চলেছেন দীপিকা পাড়ুকোন ! তাও আবার হলিউডের কায়দায় ৷ ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক ৷ হলিউডি নায়ক ভিন ডিজেলের সঙ্গে হাত মিলিয়ে দীপিকা পাড়ুকোন হলিউডের ছবি ‘ট্রিপল এক্স’- দিয়েই সূচনা করেছেন ৷ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সম্পূর্ণ সিরিজটি ৷

COMMENTS

WORDPRESS: 0