Homeখেলাধুলা

টি ২০ বিশ্বকাপের ২০২১ সময়সূচি – বাংলাদেশ সময় অনুযায়ী

টি ২০ বিশ্বকাপের ২০২১ সময়সূচি: গত বছর অস্ট্রেলিয়ায় আইসিসি টি২০ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট (পুরুষ) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের

কাতার বিশ্বকাপ খরচ ২০২২ | কাতার বিশ্বকাপ ২০২২ এ বিজয়ী দল কত টাকা পাবে?
২৮ বছর পর কোনো শিরোপা জিতলো আলবিসেলেস্তারা
কলম্বিয়াকে ভয় পাচ্ছে আর্জেন্টিনা

টি ২০ বিশ্বকাপের ২০২১ সময়সূচি: গত বছর অস্ট্রেলিয়ায় আইসিসি টি২০ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট (পুরুষ) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে টুর্নামেন্টটি ২০২১ এ নিয়ে আসা হয়। এবারের টি ২০ বিশ্বকাপ ক্রিকেট খেলা শুরু হবে ১৭ অক্টোবর। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর।

টি ২০ বিশ্বকাপ ক্রিকেট ২০২১ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান এ, অর্থাৎ দুটি দেশে। সংযুক্ত আরব আমিরাতের তিনটি শহরে (দুবাই, শারজা, ও আবু ধাবি) এবং ওমানের রাজধানী মাসকাটে।

টি ২০ বিশ্বকাপ ২০২১ সময়সূচি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে। এতে মোট ১৬টি দল অংশ নেবে। ম্যাচের সংখ্যা হবে ৪৫। বিশ্বকাপ টি টোয়েন্টি ২০২১ এর আসরের সুপার টুয়েলভ পর্বে ৮টি দল সরাসরি খেলার সুযোগ পাচ্ছে। এর আগে প্রথম রাউন্ড খেলা হবে। সময়সূচি অনুযায়ী প্রথম রাউন্ডে রয়েছে আরও ৮টি দল। এই ৮টি দলের মধ্য থেকে চারটি দল সুপার টুয়েলভ এ খেলার সুযোগ পাবে।

টি ২০ বিশ্বকাপের ২০২১ সময়সূচি
টি ২০ বিশ্বকাপের ২০২১ সময়সূচি

টি ২০ বিশ্বকাপের ২০২১ সময়সূচি

এবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সমস্ত ম্যাচ গুলি নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে। আমাদের বাংলাদেশ সময় অনুযায়ী বিকাল ৪টা এবং রাত ৮টা । টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচী এবং ফিচার এর ছবি নিচে দিয়ে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় । 

তারিখবাংলাদেশ সময়ম্যাচভেন্যু
২৩ অক্টোবরবিকেল ৪টাঅস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকাআবুধাবি
২৩ অক্টোবররাত ৮টাইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজদুবাই
২৪ অক্টোবরবিকেল ৪টাএ১-বি২শারজাহ
২৪ অক্টোবররাত ৮টাভারত-পাকিস্তানদুবাই
২৫ অক্টোবররাত ৮টাআফগানিস্তান- বি১শারজাহ
২৬ অক্টোবরবিকেল ৪টাদক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজদুবাই
২৬ অক্টোবররাত ৮টাপাকিস্তান-নিউজিল্যান্ডশারজাহ
২৭ অক্টোবরবিকেল ৪টাইংল্যান্ড- বি২আবুধাবি
২৭ অক্টোবররাত ৮টাবি১-বি২আবুধাবি
২৮ অক্টোবরবিকেল ৪টাঅস্ট্রেলিয়া-এ১দুবাই
২৯ অক্টোবরবিকেল ৪টাওয়েস্ট ইন্ডিজ- বি২শারজাহ
২৯ অক্টোবররাত ৮টাপাকিস্তান-আফগানিস্তানদুবাই
৩০ অক্টোবরবিকেল ৪টাদক্ষিণ আফ্রিকা- এ১শারজাহ
৩০ অক্টোবররাত ৮টাঅস্ট্রেলিয়া-ইংল্যান্ডদুবাই
৩১ অক্টোবরবিকেল ৪টাআফগানিস্তান- এ২আবুধাবি
৩১ অক্টোবররাত ৮টাভারত-নিউজিল্যান্ডদুবাই
১ নভেম্বররাত ৮টাইংল্যান্ড- এ১শারজাহ
২ নভেম্বরবিকেল ৪টাদক্ষিণ আফ্রিকা- বি২আবুধাবি
২ নভেম্বররাত ৮টাপাকিস্তান-এ২আবুধাবি
৩ নভেম্বরবিকেল ৪টানিউজিল্যান্ড-বি১দুবাই
৩ নভেম্বররাত ৮টাভারত-আফগানিস্তানআবুধাবি
৪ নভেম্বরবিকেল ৪টাঅস্ট্রেলিয়া-বি২দুবাই
৪ নভেম্বররাত ৮টাওয়েস্ট ইন্ডিজ-এ ১আবুধাবি
৫ নভেম্বরবিকেল ৪টানিউজিল্যান্ড-এ২শারজাহ
৫ নভেম্বররাত ৮টাভারত- বি১দুবাই
৬ নভেম্বরবিকেল ৪টাঅস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজআবুধাবি
৬ নভেম্বররাত ৮টাইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকাশারজাহ
৭ নভেম্বরবিকেল ৪টানিউজিল্যান্ড-আফগানিস্তানআবুধাবি
৭ নভেম্বরবিকেল ৪টাপাকিস্তান-বি১শারজাহ
৮ নভেম্বররাত ৮টাভারত-এ২দুবাই

সেমিফাইনাল

প্রথম সেমিফাইনাল আবুধাবিতে ১০ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় সেমিফাইনাল ১১ নভেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে। দুটি সেমিফাইনালেরই রিজার্ভ ডে আছে ।

ফাইনাল ম্যাচ

১৪ নভেম্বর, রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় দুবাইয়ে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, সোমবার ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

মূলত এই প্রতিযোগিতাটি ২০২০ সালের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । কিন্তু ভারতেও কোভিড-১৯ মহামারীর কারণে তা স্থগিত করে ২০২১সালে আসরটি আয়োজন করতে প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত।

  • ২০২১ সালে টি-২০ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে: সংযুক্ত আরব আমিরাত ও ওমানে হবে টি-২০ বিশ্বকাপ
  • টি-২০ বিশ্বকাপের ভেন্যু: ম্যাচগুলি অনুষ্ঠিত হবে দুবাই, আবুধাবি, শারজাহ ও ওমান ক্রিকেট অ্যাকাডেমির মাঠ
  • টি ২০ বিশ্বকাপ ফাইনাল ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
  • ২০২১ সালে টি ২০ বিশ্বকাপ ফাইনাল কবে: ১৪ নভেম্বর: ফাইনাল (রাত ৮টা)

টি ২০ বিশ্বকাপের ২০২১ সময়সূচি

2021 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ লাইভ খেলা কিভাবে দেখবেন? 2021 সালে T20 বিশ্বকাপ এর লাইভ খেলা বাংলাদেশ থেকে দেখার জন্য  T Sports এবং জিটিভি চ্যানেলে লাইভ খেলা দেখানোর সম্ভাবনা খুব বেশি রয়েছে। পরিশেষে বলতে চাই 2021 সালে টি ২০ বিশ্বকাপের ২০২১ সময়সূচি যেন সুন্দর ও সঠিকভাবে পরিচালনা হয়। এই আশাটাই সকল ক্রিকেট প্রেমীরাই করে।

টি ২০ বিশ্বকাপের ২০২১ সময়সূচি : আজকের এই পোষ্টটি মূলত করা হয়েছে যারা খেলাধুলা অনেক ভালোবাসেন বিশেষ করে ক্রিকেট খেলা তো সেই সকল বাংলাদেশ ক্রিকেট প্রেমী খেলোয়াড়দের জন্য।

COMMENTS

WORDPRESS: 0