টি ২০ বিশ্বকাপের ২০২১ সময়সূচি: গত বছর অস্ট্রেলিয়ায় আইসিসি টি২০ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট (পুরুষ) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের
টি ২০ বিশ্বকাপের ২০২১ সময়সূচি: গত বছর অস্ট্রেলিয়ায় আইসিসি টি২০ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট (পুরুষ) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে টুর্নামেন্টটি ২০২১ এ নিয়ে আসা হয়। এবারের টি ২০ বিশ্বকাপ ক্রিকেট খেলা শুরু হবে ১৭ অক্টোবর। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর।
টি ২০ বিশ্বকাপ ক্রিকেট ২০২১ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান এ, অর্থাৎ দুটি দেশে। সংযুক্ত আরব আমিরাতের তিনটি শহরে (দুবাই, শারজা, ও আবু ধাবি) এবং ওমানের রাজধানী মাসকাটে।
টি ২০ বিশ্বকাপ ২০২১ সময়সূচি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে। এতে মোট ১৬টি দল অংশ নেবে। ম্যাচের সংখ্যা হবে ৪৫। বিশ্বকাপ টি টোয়েন্টি ২০২১ এর আসরের সুপার টুয়েলভ পর্বে ৮টি দল সরাসরি খেলার সুযোগ পাচ্ছে। এর আগে প্রথম রাউন্ড খেলা হবে। সময়সূচি অনুযায়ী প্রথম রাউন্ডে রয়েছে আরও ৮টি দল। এই ৮টি দলের মধ্য থেকে চারটি দল সুপার টুয়েলভ এ খেলার সুযোগ পাবে।

টি ২০ বিশ্বকাপের ২০২১ সময়সূচি
এবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সমস্ত ম্যাচ গুলি নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে। আমাদের বাংলাদেশ সময় অনুযায়ী বিকাল ৪টা এবং রাত ৮টা । টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচী এবং ফিচার এর ছবি নিচে দিয়ে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ।
তারিখ | বাংলাদেশ সময় | ম্যাচ | ভেন্যু |
২৩ অক্টোবর | বিকেল ৪টা | অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা | আবুধাবি |
২৩ অক্টোবর | রাত ৮টা | ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ | দুবাই |
২৪ অক্টোবর | বিকেল ৪টা | এ১-বি২ | শারজাহ |
২৪ অক্টোবর | রাত ৮টা | ভারত-পাকিস্তান | দুবাই |
২৫ অক্টোবর | রাত ৮টা | আফগানিস্তান- বি১ | শারজাহ |
২৬ অক্টোবর | বিকেল ৪টা | দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ | দুবাই |
২৬ অক্টোবর | রাত ৮টা | পাকিস্তান-নিউজিল্যান্ড | শারজাহ |
২৭ অক্টোবর | বিকেল ৪টা | ইংল্যান্ড- বি২ | আবুধাবি |
২৭ অক্টোবর | রাত ৮টা | বি১-বি২ | আবুধাবি |
২৮ অক্টোবর | বিকেল ৪টা | অস্ট্রেলিয়া-এ১ | দুবাই |
২৯ অক্টোবর | বিকেল ৪টা | ওয়েস্ট ইন্ডিজ- বি২ | শারজাহ |
২৯ অক্টোবর | রাত ৮টা | পাকিস্তান-আফগানিস্তান | দুবাই |
৩০ অক্টোবর | বিকেল ৪টা | দক্ষিণ আফ্রিকা- এ১ | শারজাহ |
৩০ অক্টোবর | রাত ৮টা | অস্ট্রেলিয়া-ইংল্যান্ড | দুবাই |
৩১ অক্টোবর | বিকেল ৪টা | আফগানিস্তান- এ২ | আবুধাবি |
৩১ অক্টোবর | রাত ৮টা | ভারত-নিউজিল্যান্ড | দুবাই |
১ নভেম্বর | রাত ৮টা | ইংল্যান্ড- এ১ | শারজাহ |
২ নভেম্বর | বিকেল ৪টা | দক্ষিণ আফ্রিকা- বি২ | আবুধাবি |
২ নভেম্বর | রাত ৮টা | পাকিস্তান-এ২ | আবুধাবি |
৩ নভেম্বর | বিকেল ৪টা | নিউজিল্যান্ড-বি১ | দুবাই |
৩ নভেম্বর | রাত ৮টা | ভারত-আফগানিস্তান | আবুধাবি |
৪ নভেম্বর | বিকেল ৪টা | অস্ট্রেলিয়া-বি২ | দুবাই |
৪ নভেম্বর | রাত ৮টা | ওয়েস্ট ইন্ডিজ-এ ১ | আবুধাবি |
৫ নভেম্বর | বিকেল ৪টা | নিউজিল্যান্ড-এ২ | শারজাহ |
৫ নভেম্বর | রাত ৮টা | ভারত- বি১ | দুবাই |
৬ নভেম্বর | বিকেল ৪টা | অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ | আবুধাবি |
৬ নভেম্বর | রাত ৮টা | ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা | শারজাহ |
৭ নভেম্বর | বিকেল ৪টা | নিউজিল্যান্ড-আফগানিস্তান | আবুধাবি |
৭ নভেম্বর | বিকেল ৪টা | পাকিস্তান-বি১ | শারজাহ |
৮ নভেম্বর | রাত ৮টা | ভারত-এ২ | দুবাই |
সেমিফাইনাল
প্রথম সেমিফাইনাল আবুধাবিতে ১০ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় সেমিফাইনাল ১১ নভেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে। দুটি সেমিফাইনালেরই রিজার্ভ ডে আছে ।
ফাইনাল ম্যাচ
১৪ নভেম্বর, রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় দুবাইয়ে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, সোমবার ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।
মূলত এই প্রতিযোগিতাটি ২০২০ সালের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । কিন্তু ভারতেও কোভিড-১৯ মহামারীর কারণে তা স্থগিত করে ২০২১সালে আসরটি আয়োজন করতে প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত।
- ২০২১ সালে টি-২০ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে: সংযুক্ত আরব আমিরাত ও ওমানে হবে টি-২০ বিশ্বকাপ
- টি-২০ বিশ্বকাপের ভেন্যু: ম্যাচগুলি অনুষ্ঠিত হবে দুবাই, আবুধাবি, শারজাহ ও ওমান ক্রিকেট অ্যাকাডেমির মাঠ
- টি ২০ বিশ্বকাপ ফাইনাল ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
- ২০২১ সালে টি ২০ বিশ্বকাপ ফাইনাল কবে: ১৪ নভেম্বর: ফাইনাল (রাত ৮টা)
টি ২০ বিশ্বকাপের ২০২১ সময়সূচি
2021 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ লাইভ খেলা কিভাবে দেখবেন? 2021 সালে T20 বিশ্বকাপ এর লাইভ খেলা বাংলাদেশ থেকে দেখার জন্য T Sports এবং জিটিভি চ্যানেলে লাইভ খেলা দেখানোর সম্ভাবনা খুব বেশি রয়েছে। পরিশেষে বলতে চাই 2021 সালে টি ২০ বিশ্বকাপের ২০২১ সময়সূচি যেন সুন্দর ও সঠিকভাবে পরিচালনা হয়। এই আশাটাই সকল ক্রিকেট প্রেমীরাই করে।
টি ২০ বিশ্বকাপের ২০২১ সময়সূচি : আজকের এই পোষ্টটি মূলত করা হয়েছে যারা খেলাধুলা অনেক ভালোবাসেন বিশেষ করে ক্রিকেট খেলা তো সেই সকল বাংলাদেশ ক্রিকেট প্রেমী খেলোয়াড়দের জন্য।
COMMENTS