মানুষের আয়ের মাত্রা দিন দিন কমে যাচ্ছে করোনা পরিস্থিতির কারনে। তারা যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো কাজ করতে পারছেন না। সেই ক্ষেত্রে যাদের কাছে বাইরে গিয়
মানুষের আয়ের মাত্রা দিন দিন কমে যাচ্ছে করোনা পরিস্থিতির কারনে। তারা যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো কাজ করতে পারছেন না। সেই ক্ষেত্রে যাদের কাছে বাইরে গিয়ে কাজ করার সুযোগ নেই বা পুঁজি নেই তারা চাইলেই ঘরে বসে টাকা উপার্জন করতে পারে। এতে তাকে বাইরে কোথাও যেতে হয় না। করোনা চলাকালীন সময়ে মানুষ বাইরে যাতে পারছে না। ঘরের ভিতরেই সময় কাটাতে হচ্ছে তাই এই সময়েই উপযুক্ত সময় ঘরে বসে টাকা ইনকাম করার। ঘরে বসে টাকা ইনকাম ঘরে বসে মোবাইলে আয় করা খুব সহজ।
ঘরে বসে মোবাইলে আয় করার উপায়
ইন্টারনেট জগতে ঘরে বসে মোবাইলে আয় করার উপায় খুঁজছেন? মোবাইলে অনলাইন আয় করার জন্য মানুষ অনেক চেষ্টা করছেন দিনের পর দিন। অনলাইন কাজের সহজ উপায় বলতে গুগল অনলাইনের কাজ ঘরে বসে লিখে আমরা ইন্টারনেটে অনেক কিছু সার্চ করি। সে গুলো কোন পণ্য দ্রব্য হতে পারে বা কোন কাজের বিষয় হতে পারে।
মোবাইলে অনলাইন আয় করা অনেক সহজ, এতে কোন সন্ধেহ্য নেই। শুধু আপনার সময় দিতে হবে, যত সময় দিবেন তত আপনার আয় বাড়বে এবং বেশি বেশি করে রিচাজ করতে হবে আপনি যে বিষয়ে আর্টিকেল পোষ্ট করবেন ও ইউটিউব চ্যানেলে যে বিষয়ে ভিডিও আপলোড করবেন সে বিষয়ের প্রতি বেশি করে রিচাজের ফলে আপনার ওয়েবসাইট বা ইউটিউব দিয়ে আয় করার মাধ্যমে আপনার জীবন উন্নীত করতে পারবেন।
মোবাইল দিয়ে ইনকাম করতে যা যা প্রয়োজন
১। মোবাইলে দিয়ে টাকা ইনকাম করার জন্য একটি ভালোমানের স্মার্টফোন প্রয়োজন হবে।
২। এরপর দরকার হবে একটি ভালো ইন্টারনেট কানেকশন। কারণ আমাদের সকল কাজগুলো অনলাইনের মাধ্যমে করতে হবে।
৩। একটি পেমেন্ট মেথড জরুরি টাকা উত্তোলন করার জন্য। যেমন- Bank Account, Payoneer, PayPal।
৪। যেহেতু আপনি মোবাইল ব্যবহার করে অনলাইনে কাজ করবেন, তাই সাধারণ ইন্টারনেট এর ব্যবহার জানাটা আপনার জন্য জরুরি।
৫। শেষে আপনার কাছে ২-৩ ঘন্টার ফ্রি সময় থাকতে হবে।

ঘরে বসে মোবাইলে আয়
মোবাইল ফোনে কাজ করে টাকা ইনকাম করবেন কিভাবে
তো চলুন এখন আমরা ঘরে বসে অনলাইনে ইনকাম করার জন্য সরাসরি সেই প্রত্যেকটি উপায়গুলোর বিষয়ে জেনে নেই। যেগুলোর মাধ্যমে আপনি ঘরে বসে মোবাইলের মাধ্যমে টাকা আয় করতে পারবেন।
আজকাল ফেসবুকে ঢুকলেই অনেকেই প্রশ্ন করে কিভাবে ঘরে বসে মোবাইলে আয় করা যায়? কিভাবে ঘরে বসে সহজে টাকা আয় করা যায়? কিভাবে সহজে অনলাইনে কাজ পাওয়া যায়? কিভাবে ঘরে বসে মোবাইলে আয় করা যায়?
আবার অনেকেই বলে ভাই আমি কিভাবে ফ্রিলান্সিং শুরু করবো ? আমি তো নতুন আমি ফ্রিলান্সিং এর কোন কাজটি আগে শিখবো। কোন কাজের চাহিদা বেশী? কোথায় থেকে কাজ শিখবো ? ফ্রিলান্সিং বা আউটসোর্সিং কি? তো সবার কথা বিবেচনা করে আজকে আমি ফ্রিলান্সিং বা ঘরে বসে মোবাইলে আয় করার উপর একটি পূর্ণাঙ্গ গাইডলাইন দেবার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
ইউটিউব চ্যানেল তৈরি করে টাকা ইনকাম
আমি পূর্বেই বলেছি যে ইউটিউব হচ্ছে ঘরে বসে অনলাইন ইনকাম করার জন্য সবথেকে সহজ উপায়। কারণ, আজ একটা ইউটিউব চ্যানেল তৈরি করে স্কুলে পড়াশুনা করা বাচ্চা থেকে বয়স্ক মানুষরা অনলাইন থেকে ইনকাম করছে। ঠিক ব্লগিং এর মতোই ইউটিউব বর্তমানে একটি দারুন প্রফেশনাল অনলাইন বিজনেস হিসেবে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে।
ইউটিউব ইনকাম করার জন্য আপনাকে কেবলমাত্র নিয়মিত ভালো ভালো বিষয়ের উপরে ভিডিও বানিয়ে নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করতে হবে। তবে এর আগেই, আপনাকে একটি লাভজনক ইউটিউব চ্যানেল আইডিয়া অবশ্যই ভেবে রাখতে হবে। কারণ, আপনি যে বিষয়ে ইউটিউব চ্যানেল তৈরি করবেন সেই বিষয়ের সঙ্গে জড়িত ভিডিও আপনাকে তৈরি করতে হবে।
ইউটিউব চ্যানেল তৈরি করা, ভিডিও তৈরি করা, ভিডিও এডিট করা সহ ইউটিউবে ভিডিও আপলোড করা সকল কিছু মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। এমনিতে ইউটিউব একটি গেমিং চ্যানেল তৈরি করে টাকা ইনকাম করা কিন্তু সবচেয়ে সহজ ও সুবিধার উপায়।
ফেসবুক থেকে আয় ২০২২
ফেসবুক তো আমরা সবাই চালাই তাই না ? কত সময় নষ্ট করি ফেসবুকে বন্ধুদের সাথে চ্যাটিং করে ভিডিও দেখে অযথা নিউজফিট স্ক্রল করে। কিন্তু আমরা যদি একটু সচেতন হই একটু কষ্ট করি তাহলে কিন্তু এই ফেসুবক থেকেই ভালোপরিমান টাকা ইনকাম করা যাবে। কি বিশ্বাস হচ্ছে না? চলুন অলোচনা করি কিভাবে ফেসবুক থেকে ঘরে বসে টাকা ইনকাম করা যায়।
ফেসবুকে ভিডিও আপলোড করে আয়
ফেসবুকে ভিডিও আপলোড করে বা লাইভ করে টাকা ইনকাম করা যায় । ফেসবুকের এডব্রেকস সুবিধার মাধমে আপনি আপনার ভিডিও থেকে টাকা ইনকাম করতে পারবনে।
আপনার অপলোড করা ভিডিওতে ফেসবুক বিভিন্ন কম্পানির এড বসাবে আর সেই এডে যদি কেউ ক্লিক করে তবে আপনি সেই অ্যাড থেকে আয়ের কিছু অংশ পাবেন। তবে এডব্রেকস সুবিধা পেতে আপনাকে কিছু শর্ত পুরুন করতে হবে।
যেমনঃ
- ১ হাজার ফলোয়ার থাকতে হবে।
- শেষ ৬০ দিনে ১,৮০,০০০ মিনিট ভিউ হতে হবে এবং ৩০,০০০ মিনিট ভিউ হতে হবে ৩ মিনিটের বেশী ভিডিওতে।
- শেষ ৬০ দিনে ১৫,০০০ হাজার মানুষের নিকট আপনার পোস্ট পৌছাতে হবে।ৎ
- লাইভ করে টাকা ইনকাম করতে চাইলে সে শর্ত সেটা হলোঃ
- ভিডিও তিন মিনিটের হতে হবে।
এই শর্তগুলি পুরন হলেই আপনি এডব্রেকস সুবিধার জন্য আবেনদ করতে পারবেন।
কনটেন্ট রাইটিং করে ইনকাম করুন
আপনি যদি লেখালেখি করে ভালোবাসেন তাহলে অবশ্যই অনলাইনে আর্টিকেল লিখে ভালোমানের টাকা ইনকাম করতে পারবেন। বর্তমান সময়ে ইন্টারনেটে লাখ লাখ ব্লগ, অনলাইন নিউজ পোর্টাল, সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদি আছে যেগুলোতে আর্টিকেল লেখার জন্যে কনটেন্ট রাইটারদের দরকার হয়ে থাকে। আপনি নিজের মোবাইল ফোনে যেকোন Text Editor App বা Google Docs ব্যবহার করার মাধ্যমে মোবাইল ফোনে আর্টিকেল লিখতে পাবেন।
লেখালেখি জব খোঁজার জন্যে আপনারা ব্লগিং এর সঙ্গে জড়িত ফেসবুক পেজগুলোতে গিয়ে জব খুঁজতে পারবেন। এছাড়াও সরাসরি বিভিন্ন ব্লগের মালিকদের সঙ্গে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করেও আর্টিকেল রাইটিং এর কাজ খুঁজতে পারবেন। আপনার যদি আর্টিকেলের কোয়ালিটি বা গুণগত মান ভালো হয়ে থাকে, তবে প্রত্যেকটি আর্টিকেলের শব্দ ১৩০০ থেকে ১৫০০ শব্দের মধ্যে হয়ে থাকে তবে তার জন্য প্রায় আপনি ৪০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত টাকা আয় করতে পারবেন।
পিটিসি করে ইনকাম ২০২২
আপনি ঘরে বসে পিটিসি করে ইনকাম করতে পারেন। পিটিসি কি? পিটিসি হল এমন ধরেন ওয়েবসাইট যেখানে বিভিন্ন এড দেখলে টাকা দেয় ।পিটিসি এর পূর্ণ রুপ পেইড টু ক্লিক। পিটিসি সাইটে বিজ্ঞাপনদাতারা বিভিন্ন প্রডাক্টের প্রোমোশন বা ওয়েবসাইটের ভিজিটর বাড়ানোর জন্য বিজ্ঞাপন দিয়ে থাকে।
আর আপনি নিয়মিতভাবে নির্দিষ্ট অ্যাড বা বিজ্ঞাপন দেখে পিটিসি সাইট থেকে আয় করতে পারেন।প্রকল্প শুরুর আগে নিবন্ধন করতে হয়। তবে খেয়াল রাখতে হবে পিটিসি সাইটগুলো বেশির ভাগ ভুয়া হয়। তাই কাজের আগে নিশ্চিত হতে হবে সেটি প্রকৃত সাইট কি না। অনেক সময় বন্ধুত্বের রেফারেন্স দিয়ে আয় করতে পারেন।
জনপ্রিয় কিছু পিটিসি সাইট ২০২২
মজার ব্যাপার হলো আপনি এই সকল সাইটে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই ঘরে বসে আয় করতে পারবেন ।
- NeoBux – নিউবাক্স
- ClixSense – ক্লিকসেন্স
- FamilyClix – ফ্যামিলি ক্লিক
- Scarlet Click – স্কারলেট-ক্লিক
- GPTPlanet -জিপিটি প্ল্যানেট
- ojooo – ওজো
- clixblue – ক্লিকব্লু
- ayuwage
- innocurrent
- paiddataentry
আরও পড়ুনঃ
- মোবাইল দিয়ে টাকা আয় করার সহজ ১০টি উপায়
- বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করার সম্পূর্ণ গাইডলাইন
- বাংলাদেশে গেম খেলে টাকা আয় বিকাশে পেমেন্ট
শেষ কথা
যদি আপনি ঘরে বসে মোবাইলে ইনকাম করার উপায় খুঁজছেন, তবে উপরোক্ত আলোচনা করা বিষয়গুলো আপনার অবশ্যই কাজে আসবে। উপরোক্ত বলা প্রত্যেকটি কাজ আপনি সম্পূর্ণ নিজের মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন। মোবাইলে ফোনের মাধ্যমে কাজ করে ইনকাম করার জন্য তেমন কোনো বেশি উপায় অবশ্যই নেই। তবে যে বিষয়গুলো আমি উপরে আলোচনা করেছি ঠিক সেগুলোর মাধ্যমেই অনেকেই প্রচুর পরিমাণে অনলাইন ইনকাম অবশ্যই করছেন।
COMMENTS