HomeUncategorized

গ্রাফিক্স ডিজাইন কি? গ্রাফিক্স ডিজাইন করে কত টাকা আয় করা যায়?

গ্রাফিক্স ডিজাইন কি? গ্রাফিক্স ডিজাইন করে কত টাকা আয় করা যায়? বর্তমানে বহুল আলোচিত এবং জনপ্রিয় একটি পেশার নাম হলো গ্রাফিক ডিজাইন। আমরা অনলাইনে বিভ

সফল উদ্যোক্তা হতে হলে কি করবেন?
স্মার্ট ফেসবুক স্ট্যাটাস বাংলা ☞ ফেসবুক স্ট্যাটাস ছবি ডাউনলোড
রোমান্টিক পিকচার ডাউনলোড। Romantic Picture 2023

গ্রাফিক্স ডিজাইন কি? গ্রাফিক্স ডিজাইন করে কত টাকা আয় করা যায়? বর্তমানে বহুল আলোচিত এবং জনপ্রিয় একটি পেশার নাম হলো গ্রাফিক ডিজাইন। আমরা অনলাইনে বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখে থাকি। যার মধ্যে আবার কোনোটি আমাদেরকে মুগ্ধ করে তোলে। এমন অনেক বিষয় গ্রাফিক্স ডিজাইনাররা তৈরি করে থাকেন। আজকে আমরা তেমনি কিছু বিষয় নিয়ে আলোচনা করবো।

এইগুলো পড়তে পারেনঃ-

গ্রাফিক্স ডিজাইন কি?

কোনো টাইপোগ্রাফিক্স, ফটোগ্রাফিক্স, আইকনগ্রাফিক্স এবং চিত্রের সাহায্যে ভার্চুয়াল যোগাযোগ বা কোনো সমস্যা সমাধানের মাধ্যমই হলো গ্রাফিক্স ডিজাইন। অন্যভাবে বলা যায়, গ্রাফিক্স ডিজাইন হলো আপনার চিন্তাশক্তি, ধারণা, দক্ষতা ব্যাবহার করে কোনো ছবি বা টেক্স এর মাধ্যমে এমন একটি ছবি বা ভিডিও তৈরি করা। যেটাতে আপনার চিন্তাশক্তি বা ধারণা দক্ষতাকে প্রকাশ করা যায়।

আমরা টেলিভিশনে বিভিন্ন ধরনের এনিমেশন, কার্টুন, VFX (Virtual Effects), motion graphics ইত্যাদি দেখে থাকি। এগুলো সবই গ্রাফিক্স ডিজানাররা করে থাকেন। তাছাড়া রাস্তা চলার সময় বিভিন্ন ধরনের ব্যানার, পোস্টার ইত্যাদি দেখে থাকি। এগুলোও গ্রাফিক্স ডিজাইনাররা করে থাকেন।

তাছাড়া মুভি, নাটক, ইউটিউব ভিডিওর থাম্বনেইল। ছোট বড় সব ধরনের কোম্পানির লোগো এবং ওয়েবসাইট ডিজাইন ইত্যাদি সবই গ্রাফিক্স। আর এগুলো যারা ডিজাইন করেন। তাদেরকে গ্রাফিক্স ডিজাইনার বলা হয়। গুগলে সার্চ দিলে বিভিন্ন ধরনের png ফটো দেখতে পাবেন। যার সবগুলোই এক একটি গ্রাফিক্স ডিজাইন।

গ্রাফিক্স ডিজাইন কি?

গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রটি অনেক বিস্তৃত। এজন্য অন্যান্য ফ্রিল্যান্সিং পেশার থেকে এই পেশাটির অবস্থান একটু উপরে। আপনি যদি যদি আঁকা-আকি এবং যেকোনো কিছুর ডিজাইনিং করতে ভালোবেসে থাকেন। তাহলে আপনিও গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন।

কেন শিখবেন গ্রাফিক্স ডিজাইন?

গ্রাফিক্স ডিজাইন একটি সৃজনশীলতা। এজন্য এই কাজটি অন্য দশটি কাজের মতো না। এই কাজটি করার জন্য অবশ্যই হিউম্যান ব্রেইন দরকার। তাই এই কাজের চাহিদাও দিন দিন বেড়েই চলেছে। আপনি যদি কোনো প্রতিষ্ঠানে বা কোম্পানির হয়ে চাকরি করতে না চান। তাহলে গ্রাফিক্স ডিজাইন শিখে আপনি ফ্রিল্যান্সিংও করতে পারেন।

ঘরে বসেই দেশ বিদেশে হাজার হাজার ক্লায়েন্ট পাবেন অনায়াসে। তবে এজন্য আপনাকে অবশ্যই কাজে দক্ষ হতে হবে। যেহেতু গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং হিসেবে করা যায়। সেহেতু আপনার যখন ইচ্ছা কাজ করতে পারবেন। আপনার নিজস্ব সময় স্বাধীনতা পাবেন।

গ্রাফিক্স ডিজাইন করে কত টাকা আয় করা যায়?

আমি প্রথমেই বলে দিতে চাই। গ্রাফিক্স ডিজাইন করে কত টাকা আয় করবেন। সেটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার দক্ষতা এবং কৌশলের উপর। যদি আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন। এক্ষেত্রে বলা যায়, Beginners লেভেলের যারা আছেন। হইতো আপনার তেমন স্কিল নেই। বা ভালো portfolio করা নেই। একেবারেই নতুন এখনও কাজ শিখছেন। এমন অবস্থায় আপনার বেতন ১২-১৫ হাজারের মতো হতে পারে।

এবার আপনি কিছুটা দক্ষতা অর্জন করেছেন। নিজের portfolio টা গুছিয়ে নিয়েছেন। গ্রাফিক্স ডিজাইন শিখে এক বছর ধরে একাধারে কাজ করছেন। অর্থাৎ, আপনি গ্রাফিক্স ডিজাইন এর মিডিয়াম পর্যায়ে পৌঁছেছেন। সেক্ষেত্রে আপনার বেতন হতে পারে ২৫-৩৫ হাজার টাকার মতো।

এরপর আপনি গ্রাফিক্স ডিজাইন শিখে ২-৩ বছর কাজ করছেন। আপনার portfolio তে আগের থেকে অনেক ভালো মানের কিছু কাজ যুক্ত করা আছে। এই কয়েক বছরে আপনি অনেক ক্লায়েন্ট এর কাজ করেছেন। তো এই অবস্থায় আপনার বেতন হতে ৪৫-৭০ হাজারের মতো। আর এর পরে অভিজ্ঞতার ভিত্তিতে আপনার ক্যারিয়ার আরো উপরে নিয়ে যেতে পারেন। তখন আপনি ১ লাখেরও বেশি টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন।

অন্যদিকে, আপনি যদি সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে কাজ না করে ফ্রিল্যান্সিং হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চান। সেটাও করতে পারবেন। যদিও এই পথটি পাড়ি দিতে হবে সম্পূর্ণ একা। এক্ষেত্রে বিভিন্ন কাজে অসফল হলেও ভেঙে পড়লে মোটেও চলবেনা। তো শুধুমাত্র ফ্রিল্যান্সিং করেও প্রতিমাসে ৫০০০০-১০০০০০ টাকা আয় করা সম্ভব। এক্ষেত্রে আপনার সবদিকে সমানভাবে খেয়াল রাখতে হবে।

আপনার portfolio টা অনেক অ্যাট্রাক্টিভ এবং স্ট্রং করে গড়ে তুলতে হবে। গ্রাফিক ডিজাইন এর অনেক সেক্টর আছে। এর ভেতর থেকে যেকোনো একটি বা দুটি সেক্টর বেছে নিতে হবে। এবং এই সেক্টর গুলোতে নিজের ক্রিয়েটিভিটি অনুযায়ী ভালো কাজ করতে হবে।

কিভাবে গ্রাফিক্স ডিজাইন শিখব?

আপনি সাধারণত তিনটি উপায়ে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন।

গ্রাফিক্স ডিজাইন কি

১. অনলাইনে টিউটোরিয়াল দেখে

আপনার যদি আঁকা আকি করতে ভালো লাগে। বা ইউটিউবে ঢুকলেই বিভিন্ন আর্ট জাতীয় ভিডিও দেখতে বেশি পছন্দ করে থাকেন। তাহলে বুঝতে হবে যে আপনি গ্রাফিক্স ডিজাইন ক্যারিয়ার হিসেবে নিতে পারেন। আর এভাবে ইউটিউবে বা অনলাইনে বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল দেখে আপনি গ্রাফিক্স ডিজাইন শুরু করতে পারবেন। এরপর ধীরে ধীরে আপনার আগ্রহ অনুযায়ী আপনি বিভিন্ন প্রতিষ্ঠান বা অনলাইনেও প্রিমিয়াম কোর্স করতে পারবেন।

বন্ধুরা গ্রাফিক্স ডিজাইন কে ক্যারিয়ার হিসেবে গ্রহণ করলে। অবশ্যই সার্টিফিকেট সহ একটি প্রিমিয়াম কোর্স করতে হবে। কোনো প্রতিষ্ঠানে বা কোম্পানিতে চাকরি করার জন্য অবশ্যই প্রফেশনাল সার্টিফিকেট অর্জন করতে হবে।

২. অনলাইনে প্রিমিয়াম কোর্স করার মাধ্যমে।

গ্রাফিক্স ডিজাইন কোর্স কোথায় পাবেন? ঘুড়িলার্নিংরবি 10 মিনিট স্কুল সহ অনলাইনে হাজার হাজার প্ল্যাটফর্ম আছে। যারা গ্রাফিক ডিজাইন এর উপর প্রিমিয়াম কোর্স প্রোভাইড করে থাকে। এছাড়া ইউটিউবে গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করলে হাজার হাজার টিউটোরিয়াল বা কোর্স পাবেন। বিভিন্ন ওয়েবসাইটেও এই ধরনের প্রিমিয়াম কোর্স প্রদান করা হয়।

আপনি এই বিষয়ে একটু রিসার্চ করলে সবকিছু বুঝতে পারবেন। তবে একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সেটা হলো অনলাইনে কোর্স করলেও সার্টিফিকেট দেই কি না। বন্ধুরা যেখানে কোর্স করে একটি প্রফেশনাল সার্টিফিকেট পাবেন। সেখান থেকেই কোর্স করা উচিত হবে বলে আমি মনে করি।

৩. সরকারি বা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কোর্স করার মাধ্যমে।

আমাদের দেশে এমন অনেক সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান আছে। যেখানে কোর্স করে প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করছেন। আপনি চাইলে এইধরনের কোর্স করে সার্টিফিকেট অর্জন করতে পারবেন। যেকোনো প্রতিষ্ঠানে চাকরি করার জন্য যেটা অবশ্যই দরকার হবে।

গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং

আমি আগেই বলেছি, গ্রাফিক্স ডিজাইন কে একটি মুক্ত পেশা হিসেবে বেছে নিতে পারেন। আপনার সৃজনশীলতা, দক্ষতা এবং কৌশলের মাধ্যমে নিজেই গড়ে তুলতে পারেন নিজের অনলাইন ক্যারিয়ার। শুধুমাত্র কয়েকটি সফটওয়্যার এর ভালো দক্ষতা অর্জন করে। নিজের সৃজনশীলতাকে প্রমাণ করা সম্ভব পুরো বিশ্বের কাছে।

গ্রাফিক্স ডিজাইন করে কত টাকা আয় করা যায়
গ্রাফিক্স ডিজাইন করে কত টাকা আয় করা যায়

গ্রাফিক্স ডিজাইন শিখে কি করা যায়?

গ্রাফিক ডিজাইন শিখে আপনি চাকরি করতে পারেন। বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানে লোগো ডিজাইনার, ওয়েব ডিজাইনার, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার, এনিমেশন ডিজাইনার, অ্যাপ্লিকেশন এবং গেম ডিজাইনার হিসেবেও কাজ করতে পারবেন। যদি কোনো চাকরি না করতে চান। সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং করতে পারেন।

  • কোম্পানির ব্র্যান্ড (brand) পরিচয় বা লোগো (logo) তৈরি।
  • প্রিন্টেড করা জিনিসে (বই, নিউস পেপার, ম্যাগাজিনে) .
  • অ্যালবাম কভার (album cover) তৈরি।
  • ব্যানার বিজ্ঞাপন (banner advertisement) তৈরি।
  • Digital advertisement তৈরি করার সময়।
  • বিভিন্ন blog এবং website এ এর ব্যবহার হচ্ছে।
  • জলের বোতলে থাকা ওই ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন ভোগ্যপণ্য (consumer products) তে থাকা ডিজাইন।
  • অনলাইন এবং টিভি (TV) তে ব্যবহার করা গ্রাফিক্স (GRAPHICS) এবং টাইটেল (TITLE) .
  • বিভিন্ন GREETINGS CARDS এ।
  • বিয়ের invitation cards এ।
  • T-shirts এবং জামা কাপড় ডিজাইন করার সময়।
  • অ্যানিমেশন (animation) বানানোর সময়।
  • Business ও visiting cards বানানোর সময়।

আর যদি ফ্রিল্যান্সিংও না করেন। তাহলে নিজে বিভিন্ন ধরনের প্রিমিয়াম কন্টেন্ট তৈরি করে তা বিভিন্ন কোম্পানি বা ব্যক্তির কাছে প্রোভাইড করতে পারেন। এছাড়া নিজে অনলাইনে বা অফলাইনে গ্রাফিক ডিজাইন এর উপর কোর্স করাতে পারেন। আবার আপনি ইচ্ছা করলে একটি ইউটিউব চ্যানেল খুলে। সেখানে এই বিষয়ে ভিডিও আপলোড করতে পারেন।

 

 

 

 

গ্রাফিক্স ডিজাইন শিখতে কতদিন লাগে?

মূলত গ্রাফিক্স ডিজাইন শিখতে কতদিন সময় লাগে সেটা নির্দিষ্ট ভাবে বলা সম্ভব না। গ্রাফিক্স ডিজাইন একটি সৃজনশীলতা। যা শেখা কোনোদিনই সম্ভব না। আমরা যে গ্রাফিক্স ডিজাইন শেখার কথা জানি বা শিখে থাকি। সেগুলো মূলত বিভিন্ন সফটওয়্যারের কাজ। গ্রাফিক্স ডিজাইন এর জন্য এমন অনেক সফটওয়্যার আছে। যার সবগুলোর কাজ আপনি কোনোদিনই শিখতে পারবেন না।

তবে Adobe Photoshop এবং illustrator এর কাজ শিখতে সর্বনিন্ম ৬-১২ মাস সময় লাগতে পারে। এছাড়া বিভিন্ন ট্রেনিং সেন্টারে ৩ মাস, ৬ মাস, ১২ মাস ইত্যাদি মেয়াদে কোর্স করিয়ে থাকে। আবার আপনি যদি গ্রাফিক্স ডিজাইন এর উপর স্নাতক ডিগ্রি অর্জন করতে চান। সেক্ষেত্রে আপনাকে কোনো প্রতিষ্ঠান বা ইউনিভার্সিটি থেকে চার বছর মেয়াদি কোর্স করতে হবে।

গ্রাফিক্স ডিজাইন কি?

গ্রাফিক্স ডিজাইন হচ্ছে কোনো একটি ম্যাসেজ বা তথ্যকে নিজের সৃজনশীলতা দিয়ে রঙ, রেখা বা বিভিন্ন সেপের (নকশা) মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা। বেশিরভাগ ক্ষেত্রেই এখন এই তথ্য বা ম্যাসেজগুলো হয় মার্কেটিং সম্পর্কিত।

গ্রাফিক্স ডিজাইন কেন প্রয়োজন?

ক্যারিয়ার হিসেবে এই গ্রাফিক্স ডিজাইন খুব ভালো একটি মাধ্যম। এটা কেন এতো জনপ্রিয়তা অনেক মানুষেরই কৌতূহল। আসলে সত্যি কথা বলতে গেলে এর অসংখ্য কারন রয়েছে। যে কেউই চাইবে এমন একটি পেশা নির্ধারণ করার জন্য যার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল।

গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখব?

গ্রাফিক্স ডিজাইন শেখার প্রধানত দুইটি উপায় আছে। গুগলের বিভিন্ন রিসোর্স ও ইউটিউব অনুসরণ করে আপনি ফ্রীতে শিখতে পারবেন গ্রাফিক্স ডিজাইন। অপরটি বিভিন্ন ইনস্টিটিউট ও ওয়েবসাইট থেকে অনলাইন ভিত্তিক বিভিন্ন কোর্স ক্রয় করেও শিখতে পারেন গ্রাফিক্স ডিজাইনিং।

গ্রাফিক্স ডিজাইন শিখতে খরচ কেমন হবে?

গ্রাফিক্স ডিজাইন শিখতে তেমন বেশি খরচের প্রয়োজন নেই। আপনি চাইলে (LEDP) থেকে সরকারিভাবে গ্রাফিক্স ডিজাইন কোর্সটি করতে পারেন।

গ্রাফিক্স ডিজাইন কি এবং কিভাবে শিখবেন এই নিয়ে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত আলোচনা। আশা করি সব কিছু খুব সুন্দর ভাবে বুঝেছেন। এখন সময় এসেছে কাজে লেগে পড়ার। যেকোনো একটা পন্থা বেছে নিয়ে গ্রাফিক্স ডিজাইন শিখে ফেলুন এবং জব মার্কেটে ঢুকে পড়ুন। আর কোনো বিষয়ে যদি জানতে চান, তাহলে সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।

COMMENTS

WORDPRESS: 0