গুগল এডসেন্স থেকে টাকা আয় করা যায় এ কথাটি যারা শুনেছেন অথবা যারা অনলাইনে ইনকাম করার উপায় খুঁজে থাকেন তাদের বেশিরভাগই গুগল এডসেন্স সম্পর্কে কমবেশী জান
গুগল এডসেন্স থেকে টাকা আয় করা যায় এ কথাটি যারা শুনেছেন অথবা যারা অনলাইনে ইনকাম করার উপায় খুঁজে থাকেন তাদের বেশিরভাগই গুগল এডসেন্স সম্পর্কে কমবেশী জানেন। কেননা গুগল এডসেন্স হলো অনলাইনে ইনকাম করার অন্যতম উপায়।
অনলাইন ইনকাম করার উপায় গুলোর মধ্যে গুগল এডসেন্সই সেরা, বিশ্বস্ত ও সহজ উপায়। যার মাধ্যমে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। কিন্তু এ কথাটি যারা নতুন তারা একদমই বিশ্বাস করতে চায়না। তারা মনে করেন, সত্যিই কি অনলাইন থেকে এতো টাকা ইনকাম করা যায়?
গুগল এডসেন্স থেকে টাকা আয়
নতুনদের উদ্দেশ্যে বলছি- ভাই বিশ্বাস করুন, গুগল এডসেন্স এমন একটি মাধ্যম, যে মাধ্যমে আপনি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। কেননা, ইতিমধ্যে আমাদের দেশের অনেকেই এডসেন্সের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। এটা কোন বানোয়াট গল্প নয়। গুগল এডসেন্স থেকে টাকা আয় করতে আপনিও পারবেন, বিশ্বাস করুন।
আপনার শুধুমাত্র একটু সঠিক গাইডলাইন প্রয়োজন। সঠিক দিক নির্দেশনা পেলে আপনিও এডসেন্সের মাধ্যমে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। গুগল এডসেন্স থেকে টাকা আয় করার জন্য একটু ধৈর্য ধরে এই আর্টিকেলটি পড়ুন।
আরও পড়ুনঃ ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায় ২০২২
যাই হোক, আজ আমরা গুগল এডসেন্স থেকে টাকা আয় করার উপায় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো। তো চলুন দেরী না করে শুরু করা যাক।
Google AdSense কি?
গুগল এডসেন্স (Google AdSense) হলো গুগলের একটি নিজস্ব সার্ভিস বা প্রক্রিয়া। এটি এমনই একটি সার্ভিস বা প্রক্রিয়া যার মাধ্যমে advertiser বা বিজ্ঞাপন দাতারা গুগলকে টাকা দিয়ে তাদের বিভিন্ন প্রডাক্টের বিজ্ঞাপন প্রচার করে থাকে।
এখন প্রশ্ন হলোঃ গুগল তাদের বিজ্ঞাপনগুলো কোথায় বা কাদের মাধ্যমে প্রচার করে থাকে? সারা পৃথিবীতে লক্ষ কোটি ওয়েবসাইট, ব্লগসাইট, ইউটিউব চ্যানেল রয়েছে। এখানে একটি কথা বলে রাখি তাহলো- ইউটিউবও গুগলের নিজস্ব একটি প্লাটফর্ম।

গুগল এডসেন্স থেকে টাকা আয়
এসব ওয়েবসাইট, ব্লগসাইট, ইউটিউব চ্যানেলগুলো কার? এগুলো কি গুগলের? অবশ্যই না। এগুলো আমার আপনার নিজস্ব ওয়েবসাইট, ব্লগসাইট, ইউটিউব চ্যানেল। আমাদের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে গুগল বিজ্ঞাপন দাতাদের বিজ্ঞাপন প্রচার করে থাকে।
গুগল এডসেন্স এর নিয়ম
গুগল এডসেন্স থেকে টাকা আয় করতে এর সাথে কাজ করলে অবশ্যই আমাদের লাভ আছে? বিজ্ঞাপন দাতাদের নিকট থেকে প্রাপ্ত টাকার একটা অংশ গুগল আমাদেরকে দিয়ে থাকে। সহজ কথায় বলা যায়- এটি গুগলের একটি বিজ্ঞাপন প্রচারের প্লাটফর্ম, যার মাধ্যমে ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটের মালিকগণ ইনকাম করতে পারেন।
সারা বিশ্বে বিভিন্ন ধরণের অনলাইন বিজ্ঞাপন নেটওয়ার্ক রয়েছে। এগুলোর মধ্যে গুগল এডসেন্স প্রথম স্থানে রয়েছে। গুগল এডসেন্স থেকে একজন পাবলিশার হিসেবে টাকা ইনকাম করতে চাইলে অবশ্যই গুগলের গাইডলাইন মেনে চলতে হবে
গুগল এডসেন্স থেকে টাকা আয় করার জন্য প্রথমে গুগল এডসেন্সে আবেদন করতে হবে। গুগল এডসেন্স এর জন্য আবেদন করার আগে অবশ্যই এডসেন্স এর নীতিমালা গুলো পড়ে নিবেন। তারপর কোনো সমস্যা থাকলে সেগুলো আগে ফিক্স করে নিবেন। তাহলে সহজেই এডসেন্স এপ্রুভাল পাবেন।
গুগল এডসেন্স থেকে কত টাকা আয় করা যায়?
আপনি যদি ব্লগিংয়ে নতুন হয়ে থাকেন,কিংবা এডসেন্স সম্পর্কে তেমন জানেন না তবে আপনার মনে এই প্রশ্নটি জাগতেই পারে।অথবা,আপনি ভাবতে পারেন যে,যারা ব্লগিং করে তারা মাসে কত টাকা ইনকাম করে? আসলে আপনি যদি সঠিক ভাবে নিয়ম মেনে কাজ করেন,তবে এডসেন্স থেকে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন।
কিন্তু গুগল এডসেন্স থেকে টাকা আয় করার জন্য আমাদের দরকার ভিজিটর। ওয়েবসাইটে যদি ভিজিটর না আসে,তবে কোনো টাকা ইনকাম হবে না।আমাদের ওয়েবসাইটে ভিজিটর থাকতে হবে অনেক। পাশাপাশি অ্যাডস এ ক্লিক পড়তে হবে।এডসেন্স এর হাই সিপিসি কীওয়ার্ড এ ক্লিক প্রতি $500 অব্দি দিয়ে থাকে।
এজন্য আপনাকে হাই সিপিসি ইংলিশ কীওয়ার্ড নিয়ে লেখালেখি করতে হবে। কিন্তু বাংলা কনটেন্টে সিপিসি অনেক কম থাকে। তাই বাংলায় ব্লগিং করতে চাইলে ধৈর্য ধরে ব্লগিং করতে হবে। তবেই সফলতা অর্জন করা সম্ভব।বাংলায় ব্লগিং করতে এবং ব্লগিং এ সফলতা অর্জন করতে আমার ওয়েবসাইটের ব্লগিং সম্পর্কিত অন্যান্য আর্টিকেল গুলো পড়তে পারেন।
গুগল এডসেন্স থেকে টাকা আয়
আমাদের দেশে দিন দিন বেকারের সংখ্যা বেড়েই চলেছে। আবার যাদের চাকরি আছে তারাও কাঙ্খিত বা প্রয়োজনীয় ইনকাম করতে পারছেন না। দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিতে মানুষ আজ অসহায় হয়ে পড়েছে। অল্প আয়ের লোকদের জীবন দুর্বিসহ হয়ে পড়েছে।
বেকারের বেকারত্ব দূর করা, স্বল্প আয়ের মানুষের ইনকাম বৃদ্ধি করা, শিক্ষার্থী, অবসরপ্রাপ্ত, গৃহিণীদের ইনকামের উপায় হলো অনলাইন ইনকাম। আর অনলাইন থেকে ইনকাম করার সহজ এবং নির্ভরযোগ্য একটি উপায় হলো গুগল এডসেন্স।
গুগল এডসেন্সের মাধ্যমে বেকার, স্বল্প আয়ের মানুষ, শিক্ষার্থী, গৃহিণী, অবসরপ্রাপ্তরা তাদের কাঙ্খিত ইনকাম করতে পারেন। এখান থেকে ইনকাম করে তারা তাদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে পারেন। চলুন জেনে নেই গুগল এডসেন্স থেকে টাকা আয় করার উপায়।
Google AdSense কীভাবে কাজ করে
ক) গুগল এডসেন্স থেকে টাকা আয় করার জন্য আমাদের প্রকাশিত আর্টিকেল বা কন্টেন্ট থেকে আমাদেরকে ইনকামের সুবিধা প্রদান করে থাকে।
খ) Google AdSense আমাদের সাইটে কি ধরণের বিজ্ঞাপন প্রচার করবে তা নির্ধারণ করে আমাদের লেখা আর্টিকেল এবং ভিজিটরদের উপর নির্ভর করে।
গ) বিজ্ঞাপনদাতারা তাদের যে সকল প্রোডাক্টের বিজ্ঞাপন প্রচার করতে চান, তারা তাদের বিজ্ঞাপনগুলি নিজেই তৈরি করেন এবং বিজ্ঞাপনগুলি প্রচারের জন্য গুগলকে পে করেন। গুগল সেই বিজ্ঞাপনগুলি আমাদের ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে প্রচার করে থাকে।
ঘ) গুগল এডসেন্স থেকে টাকা আয় হয় মূলত গুগল বিজ্ঞাপন দাতাদের নিকট থেকে প্রাপ্ত টাকার একটা অংশ আমাদেরকে দিয়ে থাকে।
ঙ) বিজ্ঞাপনদাতারা প্রডাক্টের ভিন্নতা অনুযায়ী আলাদা আলাদা মূল্য নির্ধারণ করে গুগলকে পে করে। গুগল আমাদেরকেও সেভাবেই পে করে থাকে।
গুগল এডসেন্সের মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করা যায়
আমাদের দেশে সরকারী চাকরিকে যেমন সোনার হরিণ মনে করা হয়, ঠিক তেমনই গুগল এডসেন্সকেও অনেকেই সোনার হরিণ মনে করে থাকে। একটা সময় গুগল এডসেন্স আসলেই সোনার হরিণ ছিল। কিন্তু বর্তমানে আমাদের দেশে গুগল এডসেন্স পাওয়া অনেকটা সহজ হয়ে গেছে। তবে একেবারে যে সহজ তা কিন্তু নয়।
গুগল বেশ কয়েক বছর ধরে এডসেন্সের জন্য বাংলা ভাষাকে সাপোর্ট করছে। বাংলা ভাষাভাষি ব্লগারদের জন্য ইনকামের বিশাল একটি সুযোগ করে দিয়েছে। গুগল আমাদেরকে এডসেন্সের মাধ্যমে ইনকামের একটা পথ তৈরী করে দিয়েছে।
২টি উপায়ে গুগল এডসেন্সের মাধ্যমে টাকা আয় করা যায়
আপনার যদি লেখালেখি করার অভ্যাস থাকে বা লেখালেখি করে অনলাইনে আপনার একটি সুন্দর ক্যারিয়ার গড়তে চান,তবে ব্লগিং বেছে নিতে পারেন।অনেক ব্লগার আছে,যারা শুধু মাত্র ব্লগিং করেই প্রতিমাসে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করছেন।
- ব্লগিং করে অর্থাৎ কন্টেন্ট বা আর্টিকেল লিখে আয়।
- ইউটিউব ভিডিও তৈরী করে।
ব্লগিং করে টাকা আয়
ব্লগিং করে ইনকাম করার পূর্বশর্ত হলো আপনার একটি ব্লগসাইট বা ওয়েবসাইট থাকতে হবে। আপনি আপনার ওয়েবসাইটে বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করে ইনকাম করতে পারেন।
আপনি যে বিষয়টি ভালো জানেন বা ভালো বুঝেন সে বিষয় সম্পর্কে কন্টেন্ট বা আর্টিকেল লিখে আপনার ওয়েবসাইটে পাবলিশ করবেন। আপনার সাইটে কন্টেন্ট পাবলিশ করার পর সেগুলোকে ভালভাবে এসইও করবেন। কেননা, আপনার কন্টেন্টগুলোকে এসইও’র মাধ্যমে ভিজিটরের কাছে পৌঁছাতে হবে।
আরো পড়ুন: বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করার সম্পূর্ণ গাইডলাইন
আপনার সাইটে ২০-২৫টি ভালো মানের ইউনিক কন্টেন্ট পাবলিশ করে এসইও করার পর আস্তে আস্তে ভিজিটর বাড়তে থাকবে। ওয়েবসাইটের ভিজিটর হলো দোকানের কাষ্টমারের মতো। আর কন্টেন্ট হলো দোকানের পণ্য। কাষ্টমার ছাড়া যেমন দোকানের পণ্য বিক্রি করা যায় না ঠিক তেমনই সাইটে ভিজিটর না আসলে ইনকাম করা সম্ভব হবে না।
প্রতিদিন আপনার সাইটে ২০০-৩০০ ইউনিক ভিজিটর আসলে আপনি গুগল এডসেন্সের জন্য আবেদন করতে পারেন। সবকিছু ঠিক থাকলে গুগল আপনার সাইটকে পর্যবেক্ষণ করার পর আপনাকে এডসেন্সের জন্য অনুমোদন দিবে।অনুমোদন পাওয়ার পর এডসেন্সের কোড আপনার সাইটের বিভিন্ন জায়গায় বসাবেন।
এরপর ভিজিটর আপনার সাইটে আসলে ইনকাম শুরু হয়ে যাবে। আস্তে আস্তে ইনকাম বাড়তে থাকবে। এই প্রক্রিয়ায় ইনকাম করাকে গুগল এডসেন্সের মাধ্যমে ব্লগিং করে আয় বলা হয়।
গুগল এডসেন্স থেকে টাকা আয় করার জন্য কি কি লাগবে –
ক) কম্পিউটার, ল্যাপটপ।
খ) ইন্টারনেট সংযোগ।
গ) একটি ওয়েবসাইট বা ব্লগসাইট।
ঘ) ২০-২৫টি ভালো মানের ইউনিক কন্টেন্ট।
ঙ) সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও)।
চ) প্রতিদিন ২০০-৩০০ ইউনিক ভিজিটর।
ছ) গুগল এডসেন্সের অনুমোদন।
COMMENTS