পিএসজিতে কত নম্বর জার্সি পরে খেলবেন মেসি? এ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল ফরাসি ক্লাবটিতে যোগদানের গুঞ্জন থেকেই। বার্সেলোনায় দীর্ঘ ক্যারিয়ারে ১০ নম্বর
পিএসজিতে কত নম্বর জার্সি পরে খেলবেন মেসি? এ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল ফরাসি ক্লাবটিতে যোগদানের গুঞ্জন থেকেই। বার্সেলোনায় দীর্ঘ ক্যারিয়ারে ১০ নম্বর জার্সি পরেই খেলেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এ সুপারস্টার আগামী দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পিএসজির সঙ্গে।
কারণ সেখানে ১০ নম্বর জার্সি পরে পিএসজির হয়ে পারফর্ম করছেন নেইমার। নেইমারও বন্ধুত্বের খাতিরে ১০ নম্বরটা উপহার দিতে রাজি। কিন্তু মেসি সাফ না করে দেন। এতটা নির্দয় না তিনি। এরপর ১৯ নম্বর জার্সিটা চান মেসি। যদিও পিএসজি মেসির সেই আবদার রাখতে পারেনি। তবে পিএসজির হয়ে মাঠে কোন জার্সিতে নামবেন মেসি? সে প্রশ্ন থেকেই যায়। এবার নিশ্চিত হওয়া গেলে, নতুন ক্লাবে ৩০ নম্বর জার্সি পরে মাঠে নামবেন আর্জেন্টাইন সুপারস্টার। মেসি নিজেই ৩০ নম্বর জার্সি বেছে নিয়েছেন।
মেসি কেন পিঠের পেছনে ৩০ নম্বর সাঁটাবেন, তার কারণও আছে। ১৭ বছর আগে এই ৩০ নম্বর জার্সি পরেই ন্যু ক্যাম্পে ক্লাব ফুটবলে অভিষেক হয়েছিল মেসির। বার্সেলোনায় শুরুটা হয়েছিল তার ৩০ দিয়েই। তাই ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে ফের ৩০ নম্বর জার্সি পরতে চান মেসি। যা দিয়ে শুরু তা দিয়েই ক্যারিয়ার শেষ করতে চান।
(সংগৃহীত)
COMMENTS