Homeখেলাধুলা

কলম্বিয়াকে ৯-১ গোলে হারিয়ে লজ্জা দিয়েছিল আর্জেন্টিনা

আর্জেন্টিনার শেষ শিরোপা এসেছিল কোপা আমেরিকাতেই। ১৯৯৩ সালে ১৪তম কোপার ট্রফি ঘরে তোলার পর আর বড় আসরে চ্যাম্পিয়নের স্বাদ পায়নি আর্জেন্টিনা। ২০১৪ বিশ্

২৮ বছর পর কোনো শিরোপা জিতলো আলবিসেলেস্তারা
বিপিএল 2022 সব দলের স্কোয়াড। সব দলের বিদেশী প্লেয়ার
আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২১ এর সময়সূচি: উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ

আর্জেন্টিনার শেষ শিরোপা এসেছিল কোপা আমেরিকাতেই। ১৯৯৩ সালে ১৪তম কোপার ট্রফি ঘরে তোলার পর আর বড় আসরে চ্যাম্পিয়নের স্বাদ পায়নি আর্জেন্টিনা। ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলেই মেসিদের হৃদয় ভেঙে বিশ্বচ্যাম্পিয়ন হয় জার্মানি। আলবিসেলেস্তের আরেকটি হৃদয় ভাঙার গল্প লেখা হয় ব্রাজিলেই। ২০১৯ কোপা আমেরিকায় ঘরের মাঠে ব্রাজিল সেমিফাইনালে হারায় আর্জেন্টিনাকে। লিওনেল মেসির দল এরপর থেকে শুরু করে ঘুরে দাঁড়ানোর গল্প লেখা। ব্রাজিলের কাছে হেরে বিদায়ের পর টানা ১৮ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা। জিতেছে চলমান কোপার সব ম্যাচ।

আসরে পাঁচ ম্যাচের সবকটিতে জয় পাওয়া একমাত্র দল আর্জেন্টিনা। ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ২০০১ সালের চ্যাম্পিয়ন কলম্বিয়াকে হারাতে পারলে রেকর্ড ২৯তম বারের মতো কোপার ফাইনালে নাম লেখাবে আলবিসেলেস্তেরা।

মুখোমুখি লড়াইয়ে অনেক এগিয়ে আর্জেন্টিনা। ৪০ বারের দেখায় আর্জেন্টিনা জিতেছে ২৩ ম্যাচে। কলম্বিয়ার জয় ৯টি। ড্র হয়েছে আট ম্যাচ। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, দুই পক্ষের প্রথম দেখায় ৯ গোল হজম করতে হয়েছিল কলিম্বিয়াকে।  সান্তিয়াগো স্টেডিয়ামে ৬০ হাজার দর্শকের সামনে রীতিমত কলিম্বিয়াকে কান্নার সাগরে ভাসিয়েছিল ১৯৪৫ সালের ৭ ফেব্রুয়ারি। কোপা আমেরিকার সেই ম্যাচটিতে কলিম্বিয়া মাত্র একটি গোল করতে সক্ষম হয়। দলের পক্ষে মান বাচানো গোলটি করেন ম্যানদোজা। 

COMMENTS

WORDPRESS: 0