১৬ দলের টি-২০ বিশ্বকাপ ২০২১ শুরু হবে ১৭ অক্টোবর। আর শেষ হবে ১৪ নভেম্বর। মূল আসরের আগে বাছাইপর্বে ‘বি’ গ্রুপে স্কটল্যান্ডের বিপক্ষে ১৭ অক্টোবর মুখোমুখ
১৬ দলের টি-২০ বিশ্বকাপ ২০২১ শুরু হবে ১৭ অক্টোবর। আর শেষ হবে ১৪ নভেম্বর। মূল আসরের আগে বাছাইপর্বে ‘বি’ গ্রুপে স্কটল্যান্ডের বিপক্ষে ১৭ অক্টোবর মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম রাউন্ডে তিনটি ম্যাচই বাংলাদেশ খেলবে ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে। ২০২১ সালের অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অনুষ্ঠিত হবে আইসিসি টি-২০ বিশ্বকাপের আসর। প্রাথমিকভাবে সংযুক্ত আরব আমিরাতের তিন ভেন্যু দুবাই, আবুধাবি ও শারজাহতে।
মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে সূচি ঘোষণা করে আইসিসি। যদিও বিশ্বকাপের গ্রুপিং আগেই ঠিক হয়ে ছিল। প্রথম পর্বে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি। ম্যাচ দুটি হবে যথাক্রমে ১৯ ও ২১ অক্টোবর। উদ্বোধনী ম্যাচে অবশ্য মাঠে নামবে একই গ্রুপের স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি।

তারিখ | বাংলাদেশ সময় | ম্যাচ | ভেন্যু |
২৩ অক্টোবর | বিকেল ৪টা | অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা | আবুধাবি |
২৩ অক্টোবর | রাত ৮টা | ইংল্যান্ড- ওয়েস্ট ইন্ডিজ | দুবাই |
২৪ অক্টোবর | বিকেল ৪টা | এ১-বি২ | শারজাহ |
২৪ অক্টোবর | রাত ৮টা | ভারত-পাকিস্তান | দুবাই |
২৫ অক্টোবর | রাত ৮টা | আফগানিস্তান- বি১ | শারজাহ |
২৬ অক্টোবর | বিকেল ৪টা | দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ | দুবাই |
২৬ অক্টোবর | রাত ৮টা | পাকিস্তান-নিউজিল্যান্ড | শারজাহ |
২৭ অক্টোবর | বিকেল ৪টা | ইংল্যান্ড- বি২ | আবুধাবি |
২৭ অক্টোবর | রাত ৮টা | বি১-বি২ | আবুধাবি |
২৮ অক্টোবর | বিকেল ৪টা | অস্ট্রেলিয়া-এ১ | দুবাই |
২৯ অক্টোবর | বিকেল ৪টা | ওয়েস্ট ইন্ডিজ- বি২ | শারজাহ |
২৯ অক্টোবর | রাত ৮টা | পাকিস্তান-আফগানিস্তান | দুবাই |
৩০ অক্টোবর | বিকেল ৪টা | দক্ষিণ আফ্রিকা- এ১ | শারজাহ |
৩০ অক্টোবর | রাত ৮টা | অস্ট্রেলিয়া-ইংল্যান্ড | দুবাই |
৩১ অক্টোবর | বিকেল ৪টা | আফগানিস্তান- এ২ | আবুধাবি |
৩১ অক্টোবর | রাত ৮টা | ভারত-নিউজিল্যান্ড | দুবাই |
১ নভেম্বর | রাত ৮টা | ইংল্যান্ড- এ১ | শারজাহ |
২ নভেম্বর | বিকেল ৪টা | দক্ষিণ আফ্রিকা- বি২ | আবুধাবি |
২ নভেম্বর | রাত ৮টা | পাকিস্তান-এ২ | আবুধাবি |
৩ নভেম্বর | বিকেল ৪টা | নিউজিল্যান্ড-বি১ | দুবাই |
৩ নভেম্বর | রাত ৮টা | ভারত-আফগানিস্তান | আবুধাবি |
৪ নভেম্বর | বিকেল ৪টা | অস্ট্রেলিয়া-বি২ | দুবাই |
৪ নভেম্বর | রাত ৮টা | ওয়েস্ট ইন্ডিজ-এ ১ | আবুধাবি |
৫ নভেম্বর | বিকেল ৪টা | নিউজিল্যান্ড-এ২ | শারজাহ |
৫ নভেম্বর | রাত ৮টা | ভারত- বি১ | দুবাই |
৬ নভেম্বর | বিকেল ৪টা | অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ | আবুধাবি |
৬ নভেম্বর | রাত ৮টা | ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা | শারজাহ |
৭ নভেম্বর | বিকেল ৪টা | নিউজিল্যান্ড-আফগানিস্তান | আবুধাবি |
৭ নভেম্বর | বিকেল ৪টা | পাকিস্তান-বি১ | শারজাহ |
৮ নভেম্বর | রাত ৮টা | ভারত-এ২ | দুবাই |
টি-২০ বিশ্বকাপ ২০২১ সেমিফাইনাল
প্রথম সেমিফাইনাল আবুধাবিতে ১০ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় সেমিফাইনাল ১১ নভেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে। দুটি সেমিফাইনালেরই রিজার্ভ ডে আছে ।
টি-২০ বিশ্বকাপ ২০২১ ফাইনাল ম্যাচ
১৪ নভেম্বর, রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় দুবাইয়ে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, সোমবার ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।
মূলত এই প্রতিযোগিতাটি ২০২০ সালের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । কিন্তু ভারতেও কোভিড-১৯ মহামারীর কারণে তা স্থগিত করে ২০২১সালে আসরটি আয়োজন করতে প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত।
COMMENTS