Homeখেলাধুলা

আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২১ এর সময়সূচি: উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ

১৬ দলের টি-২০ বিশ্বকাপ ২০২১ শুরু হবে ১৭ অক্টোবর। আর শেষ হবে ১৪ নভেম্বর। মূল আসরের আগে বাছাইপর্বে ‘বি’ গ্রুপে স্কটল্যান্ডের বিপক্ষে ১৭ অক্টোবর মুখোমুখ

কলম্বিয়াকে ৯-১ গোলে হারিয়ে লজ্জা দিয়েছিল আর্জেন্টিনা
আইপিএল ২০২২ সময়সূচী ও দলের বিস্তারিত
কাতার বিশ্বকাপ খরচ ২০২২ | কাতার বিশ্বকাপ ২০২২ এ বিজয়ী দল কত টাকা পাবে?

১৬ দলের টি-২০ বিশ্বকাপ ২০২১ শুরু হবে ১৭ অক্টোবর। আর শেষ হবে ১৪ নভেম্বর। মূল আসরের আগে বাছাইপর্বে ‘বি’ গ্রুপে স্কটল্যান্ডের বিপক্ষে ১৭ অক্টোবর মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম রাউন্ডে তিনটি ম্যাচই বাংলাদেশ খেলবে ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে। ২০২১ সালের অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অনুষ্ঠিত হবে আইসিসি টি-২০ বিশ্বকাপের আসর। প্রাথমিকভাবে সংযুক্ত আরব আমিরাতের তিন ভেন্যু দুবাই, আবুধাবি ও শারজাহতে।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে সূচি ঘোষণা করে আইসিসি। যদিও বিশ্বকাপের গ্রুপিং আগেই ঠিক হয়ে ছিল। প্রথম পর্বে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি। ম্যাচ দুটি হবে যথাক্রমে ১৯ ও ২১ অক্টোবর। উদ্বোধনী ম্যাচে অবশ্য মাঠে নামবে একই গ্রুপের স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি।

আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২১ এর সময়সূচি
তারিখবাংলাদেশ সময়ম্যাচভেন্যু
২৩ অক্টোবরবিকেল ৪টাঅস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকাআবুধাবি
২৩ অক্টোবররাত ৮টাইংল্যান্ড- ওয়েস্ট ইন্ডিজদুবাই
২৪ অক্টোবরবিকেল ৪টাএ১-বি২শারজাহ
২৪ অক্টোবররাত ৮টাভারত-পাকিস্তানদুবাই
২৫ অক্টোবররাত ৮টাআফগানিস্তান- বি১শারজাহ
২৬ অক্টোবরবিকেল ৪টাদক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজদুবাই
২৬ অক্টোবররাত ৮টাপাকিস্তান-নিউজিল্যান্ডশারজাহ
২৭ অক্টোবরবিকেল ৪টাইংল্যান্ড- বি২আবুধাবি
২৭ অক্টোবররাত ৮টাবি১-বি২আবুধাবি
২৮ অক্টোবরবিকেল ৪টাঅস্ট্রেলিয়া-এ১দুবাই
২৯ অক্টোবরবিকেল ৪টাওয়েস্ট ইন্ডিজ- বি২শারজাহ
২৯ অক্টোবররাত ৮টাপাকিস্তান-আফগানিস্তানদুবাই
৩০ অক্টোবরবিকেল ৪টাদক্ষিণ আফ্রিকা- এ১শারজাহ
৩০ অক্টোবররাত ৮টাঅস্ট্রেলিয়া-ইংল্যান্ডদুবাই
৩১ অক্টোবরবিকেল ৪টাআফগানিস্তান- এ২আবুধাবি
৩১ অক্টোবররাত ৮টাভারত-নিউজিল্যান্ডদুবাই
১ নভেম্বররাত ৮টাইংল্যান্ড- এ১শারজাহ
২ নভেম্বরবিকেল ৪টাদক্ষিণ আফ্রিকা- বি২আবুধাবি
২ নভেম্বররাত ৮টাপাকিস্তান-এ২আবুধাবি
৩ নভেম্বরবিকেল ৪টানিউজিল্যান্ড-বি১দুবাই
৩ নভেম্বররাত ৮টাভারত-আফগানিস্তানআবুধাবি
৪ নভেম্বরবিকেল ৪টাঅস্ট্রেলিয়া-বি২দুবাই
৪ নভেম্বররাত ৮টাওয়েস্ট ইন্ডিজ-এ ১আবুধাবি
৫ নভেম্বরবিকেল ৪টানিউজিল্যান্ড-এ২শারজাহ
৫ নভেম্বররাত ৮টাভারত- বি১দুবাই
৬ নভেম্বরবিকেল ৪টাঅস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজআবুধাবি
৬ নভেম্বররাত ৮টাইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকাশারজাহ
৭ নভেম্বরবিকেল ৪টানিউজিল্যান্ড-আফগানিস্তানআবুধাবি
৭ নভেম্বরবিকেল ৪টাপাকিস্তান-বি১শারজাহ
৮ নভেম্বররাত ৮টাভারত-এ২দুবাই

টি-২০ বিশ্বকাপ ২০২১ সেমিফাইনাল

প্রথম সেমিফাইনাল আবুধাবিতে ১০ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় সেমিফাইনাল ১১ নভেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে। দুটি সেমিফাইনালেরই রিজার্ভ ডে আছে ।

টি-২০ বিশ্বকাপ ২০২১ ফাইনাল ম্যাচ

১৪ নভেম্বর, রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় দুবাইয়ে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, সোমবার ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

মূলত এই প্রতিযোগিতাটি ২০২০ সালের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । কিন্তু ভারতেও কোভিড-১৯ মহামারীর কারণে তা স্থগিত করে ২০২১সালে আসরটি আয়োজন করতে প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত।

COMMENTS

WORDPRESS: 0